ETV Bharat / state

সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা রেল কর্তৃপক্ষের - Civil Service Entrance Exam

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 7:44 PM IST

UPSC Civil Service 2024: সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ছুটির দিন রবিবার পর্যাপ্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। শনিবার এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

UPSC Civil Service 2024
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ট্রেন (ইটিভি ভারত)

কলকাতা, 15 জুন: মেট্রোর পর সিভিল সার্ভিস প্রবেশিকা পরীক্ষার জন্য পর্যাপ্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ ররিবার 16 জুন স্বাভাবিক ও পর্যাপ্ত পরিমাণে লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ৷

পূর্ব রেল বিভাগ (ইটিভি ভারত)

তিনি বলেন, "রবিবার অফিস ছুটি থাকার কারণে নিত্যযাত্রীদের সংখ্যা কম থাকে। তাই কম সংখ্যাতে ট্রেন চালানো হয়। যদিও এই রবিবার সিভিল সার্ভিসের প্রবেশিকা পরীক্ষা থাকার জন্য পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যায় লোকাল ট্রেন চালানো হবে। হাওড়া বিভাগের ব্যান্ডেল, বর্ধমান কর্ড ও মেইন লাইনে সপ্তাহের অন্যান্য দিন যে সংখ্যায় লোকাল ট্রেন চলে, তেমনই চলবে। রবিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন চালানো হবে। পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এই পরিষেবা পাবেন ৷"

সিভিল সার্ভিসের পরীক্ষার দিন পরীক্ষার্থীদের নির্দিষ্ট গন্তব্যে দ্রুততার সঙ্গে যাতায়াতের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। তাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে হওয়া সিভিল সার্ভিস প্রবেশিকা পরীক্ষার দিন পূর্ব রেলের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ৷ অন্যদিকে, ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখেই মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী, অভিভাবক এবং কর্মীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নর্থ-সাউথ করিডর অর্থাৎ ব্লু লাইনে সকাল 7টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা।

ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখে ব্লু লাইনে চলবে 138টি মেট্রো । যার মধ্যে থাকবে 69টি আপ ও 69টি ডাউন পরিষেবা। এর মধ্যে 133টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করবে (65টি আপ ও 68টি ডাউন)। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে প্রতি 30 মিনিট অন্তর পাওয়া যাবে একটি করে মেট্রো।

কলকাতা, 15 জুন: মেট্রোর পর সিভিল সার্ভিস প্রবেশিকা পরীক্ষার জন্য পর্যাপ্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ ররিবার 16 জুন স্বাভাবিক ও পর্যাপ্ত পরিমাণে লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ৷

পূর্ব রেল বিভাগ (ইটিভি ভারত)

তিনি বলেন, "রবিবার অফিস ছুটি থাকার কারণে নিত্যযাত্রীদের সংখ্যা কম থাকে। তাই কম সংখ্যাতে ট্রেন চালানো হয়। যদিও এই রবিবার সিভিল সার্ভিসের প্রবেশিকা পরীক্ষা থাকার জন্য পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যায় লোকাল ট্রেন চালানো হবে। হাওড়া বিভাগের ব্যান্ডেল, বর্ধমান কর্ড ও মেইন লাইনে সপ্তাহের অন্যান্য দিন যে সংখ্যায় লোকাল ট্রেন চলে, তেমনই চলবে। রবিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন চালানো হবে। পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এই পরিষেবা পাবেন ৷"

সিভিল সার্ভিসের পরীক্ষার দিন পরীক্ষার্থীদের নির্দিষ্ট গন্তব্যে দ্রুততার সঙ্গে যাতায়াতের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। তাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে হওয়া সিভিল সার্ভিস প্রবেশিকা পরীক্ষার দিন পূর্ব রেলের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ৷ অন্যদিকে, ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখেই মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী, অভিভাবক এবং কর্মীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নর্থ-সাউথ করিডর অর্থাৎ ব্লু লাইনে সকাল 7টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা।

ইউপিএসসি পরীক্ষার কথা মাথায় রেখে ব্লু লাইনে চলবে 138টি মেট্রো । যার মধ্যে থাকবে 69টি আপ ও 69টি ডাউন পরিষেবা। এর মধ্যে 133টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করবে (65টি আপ ও 68টি ডাউন)। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে প্রতি 30 মিনিট অন্তর পাওয়া যাবে একটি করে মেট্রো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.