ETV Bharat / state

স্টেশনে অনুমোদন নেই এমন স্টলে যাবেন না, যাত্রীদের আবেদন পূর্ব রেলের - Unsanctioned Stall in Rail Stations - UNSANCTIONED STALL IN RAIL STATIONS

Unsanctioned Stall in Rail Stations: অনুমোদন না থাকা স্টলের কারণে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা রেল স্টেশনে ৷ আর তার জেরে ফের একবার, এমন স্টল থেকে দূরে থাকার আবেদন জানাল পূর্ব রেল ৷ বলা হয়েছে, অনুমোদন নেই এমন স্টলগুলিতে যাত্রীরা যাতে না-যান ৷

Unsanctioned Stall in Rail Stations
স্টেশনে অনুমোদন নেই এমন স্টলে যাত্রীদের না-যেতে আবেদন পূর্ব রেলের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 8:54 PM IST

হাওড়া, 9 সেপ্টেম্বর: রেলের অনুমোদন নেই এমন স্টলগুলি থেকে দূরে থাকার আবেদন করল পূর্ব রেল কর্তৃপক্ষের ৷ একের পর এক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ফের এই আবেদন করা হয়েছে ৷ রেলের নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্মে আগুন জ্বালিয়ে রান্না, চা তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ ৷ কিন্তু, সেই নিয়ম কেউ মানছে না-বলে অভিযোগ ৷ তা সত্ত্বেও ত্রিপল, প্লাইউড, প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ ব্যবহার করে প্ল্যাটফর্মে অবৈধভাবে স্টল তৈরি করছে অনেকে ৷

উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং সেকশনের ঘুটিয়ারি শরিফ স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্মে একটি দোকানে আগুন লাগে ৷ যে ঘটনার জেরে দীর্ঘক্ষণ ক্যানিং সেকশনের ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ তাই ফের একবার যাত্রীদের এবং এই অবৈধ হকারদের সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ ৷ তবে, প্রচার চালিয়েও প্ল্যাটফর্মে থাকা অবৈধ হকারদের সতর্ক করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছে রেল ৷

বিশেষত, শিয়ালদা মেইন শাখার বিধাননগর, দমদম, বেলঘরিয়া ও উত্তরেরর বনগাঁ, রানাঘাট সেকশনে এই সমস্যা রয়েছে ৷ শিয়ালদা দক্ষিণ শাখার পার্কসার্কাস, যাদবপুর, বালিগঞ্জ, ক্যানিং, ঘুটিয়ারি শরিফ, টালিগঞ্জ এবং সন্তোষপুর স্টেশনে অবৈধ স্টলের সমস্যা রয়েছে ৷ যার জেরে যাত্রীদের প্ল্যাটফর্মে চলাচলে মারাত্মক সমস্যা হয় ৷ অনেক সময় ট্রেন চলে এলে ভিড় প্ল্যাটফর্মে দুর্ঘটনা ঘটে যায় ৷

অন্যদিকে, হাওড়া ডিভিশনের অন্তর্গত বালি, উত্তরপাড়া, কোন্নগর, রিসড়া, শেওড়াফুলি, চন্দননগর, হুগলি, ব্যান্ডেল প্রভৃতি স্টেশনগুলিতেও নিত্যযাত্রীদের একই অসুবিধের মধ্যে পড়তে হয় বলে অভিযোগ ৷ এমনকি প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা থাকে না ৷ রেল সম্প্রতি 'ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট' বা OSOP স্টল চালু করেছে ৷ যাত্রীদের এই স্টলগুলি থেকে কেনাকাটা করতে আবেদন করেছে পূর্ব রেল ৷

হাওড়া, 9 সেপ্টেম্বর: রেলের অনুমোদন নেই এমন স্টলগুলি থেকে দূরে থাকার আবেদন করল পূর্ব রেল কর্তৃপক্ষের ৷ একের পর এক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ফের এই আবেদন করা হয়েছে ৷ রেলের নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্মে আগুন জ্বালিয়ে রান্না, চা তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ ৷ কিন্তু, সেই নিয়ম কেউ মানছে না-বলে অভিযোগ ৷ তা সত্ত্বেও ত্রিপল, প্লাইউড, প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ ব্যবহার করে প্ল্যাটফর্মে অবৈধভাবে স্টল তৈরি করছে অনেকে ৷

উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং সেকশনের ঘুটিয়ারি শরিফ স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্মে একটি দোকানে আগুন লাগে ৷ যে ঘটনার জেরে দীর্ঘক্ষণ ক্যানিং সেকশনের ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ তাই ফের একবার যাত্রীদের এবং এই অবৈধ হকারদের সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ ৷ তবে, প্রচার চালিয়েও প্ল্যাটফর্মে থাকা অবৈধ হকারদের সতর্ক করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছে রেল ৷

বিশেষত, শিয়ালদা মেইন শাখার বিধাননগর, দমদম, বেলঘরিয়া ও উত্তরেরর বনগাঁ, রানাঘাট সেকশনে এই সমস্যা রয়েছে ৷ শিয়ালদা দক্ষিণ শাখার পার্কসার্কাস, যাদবপুর, বালিগঞ্জ, ক্যানিং, ঘুটিয়ারি শরিফ, টালিগঞ্জ এবং সন্তোষপুর স্টেশনে অবৈধ স্টলের সমস্যা রয়েছে ৷ যার জেরে যাত্রীদের প্ল্যাটফর্মে চলাচলে মারাত্মক সমস্যা হয় ৷ অনেক সময় ট্রেন চলে এলে ভিড় প্ল্যাটফর্মে দুর্ঘটনা ঘটে যায় ৷

অন্যদিকে, হাওড়া ডিভিশনের অন্তর্গত বালি, উত্তরপাড়া, কোন্নগর, রিসড়া, শেওড়াফুলি, চন্দননগর, হুগলি, ব্যান্ডেল প্রভৃতি স্টেশনগুলিতেও নিত্যযাত্রীদের একই অসুবিধের মধ্যে পড়তে হয় বলে অভিযোগ ৷ এমনকি প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা থাকে না ৷ রেল সম্প্রতি 'ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট' বা OSOP স্টল চালু করেছে ৷ যাত্রীদের এই স্টলগুলি থেকে কেনাকাটা করতে আবেদন করেছে পূর্ব রেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.