ETV Bharat / state

ফের ট্রেন বাতিলের ঘোষণা, রবিতে যাত্রী হয়রানির আশঙ্কা - TRAIN CANCELLED

ছুটির দিনে দুর্ভোগ পোহাতে হতে পারে ৷ বাতিল থাকছে হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেন ৷ বেরনোর আগে জেনে নিন বিস্তারিত সূচি ৷

Howrah Division Train Cancelled
হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 10:49 PM IST

হাওড়া, 23 নভেম্বর: ফের যাত্রী দুর্ভোগ ৷ হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা ৷ ওভারহেড ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য 24 নভেম্বর রবিবার হাওড়া বিভাগে বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তনের কথা জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ । যার জেরে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল, বর্ধমান-হাওড়া, খানা-গুমানি বিভাগে রেল পরিষেবা বিঘ্নিত হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে জানিয়েছে পূর্বরেল ।

এই কাজের দরুন 24 নভেম্বর রবিবার বাতিল থাকা লোকাল ট্রেনের তালিকা :

37749 ব্যান্ডেল-কাটোয়া লোকাল

37748 কাটোয়া-ব্যান্ডেল লোকাল

36825 হাওড়া-বর্ধমান কর্ড লাইন

37367 হাওড়া-আরামবাগ লোকাল

36842 বর্ধমান-হাওড়া কর্ড লাইন

37398 আরামবাগ-তারকেশ্বর লোকাল

37346 আরামবাগ-তারকেশ্বর-হাওড়া লোকাল

যাত্রার সময় পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :

03035 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল কাটোয়া থেকে দুপুর 12টা 30 মিনিটে ছাড়বে ।

03100 আহমদপুর-কাটোয়া মেমু স্পেশাল আহমদপুর থেকে দুপুর 2টো 5 মিনিটে ছাড়বে ।

03099 কাটোয়া-আহমদপুর মেমু স্পেশাল কাটোয়া থেকে দুপুর 12টা 5 মিনিটে ছাড়বে ।

এছাড়াও 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ও 13015 হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ওই দিন পূর্ব নির্ধারিত সময়ের বদলে যথাক্রমে 40 ও 25 মিনিট দেরিতে চলবে ।

এর পাশাপাশি এদিন শিয়ালদা ডিভিশনেও নৈহাটি ও গরফার মধ্যে ট্র্যাক মেরামত ও রেললাইনে কাজ হবে ৷ সেই কারণে শিয়ালদা ডিভিশনেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে ৷ রবিবার, ছুটির দিন এমনিতেই যাত্রীসংখ্যা বিশেষ থাকে না ৷ তবে যারা আগে থেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের সমস্যায় পড়তে হতে পারে ৷ যাত্রীদের এহেন অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে পূর্বরেল ৷

শিয়ালদা ডিভিশনে ফের ট্রেন বাতিল, জেনে নিন বিস্তারিত

হাওড়া, 23 নভেম্বর: ফের যাত্রী দুর্ভোগ ৷ হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা ৷ ওভারহেড ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য 24 নভেম্বর রবিবার হাওড়া বিভাগে বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তনের কথা জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ । যার জেরে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল, বর্ধমান-হাওড়া, খানা-গুমানি বিভাগে রেল পরিষেবা বিঘ্নিত হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে জানিয়েছে পূর্বরেল ।

এই কাজের দরুন 24 নভেম্বর রবিবার বাতিল থাকা লোকাল ট্রেনের তালিকা :

37749 ব্যান্ডেল-কাটোয়া লোকাল

37748 কাটোয়া-ব্যান্ডেল লোকাল

36825 হাওড়া-বর্ধমান কর্ড লাইন

37367 হাওড়া-আরামবাগ লোকাল

36842 বর্ধমান-হাওড়া কর্ড লাইন

37398 আরামবাগ-তারকেশ্বর লোকাল

37346 আরামবাগ-তারকেশ্বর-হাওড়া লোকাল

যাত্রার সময় পরিবর্তন হওয়া ট্রেনের তালিকা :

03035 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল কাটোয়া থেকে দুপুর 12টা 30 মিনিটে ছাড়বে ।

03100 আহমদপুর-কাটোয়া মেমু স্পেশাল আহমদপুর থেকে দুপুর 2টো 5 মিনিটে ছাড়বে ।

03099 কাটোয়া-আহমদপুর মেমু স্পেশাল কাটোয়া থেকে দুপুর 12টা 5 মিনিটে ছাড়বে ।

এছাড়াও 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ও 13015 হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ওই দিন পূর্ব নির্ধারিত সময়ের বদলে যথাক্রমে 40 ও 25 মিনিট দেরিতে চলবে ।

এর পাশাপাশি এদিন শিয়ালদা ডিভিশনেও নৈহাটি ও গরফার মধ্যে ট্র্যাক মেরামত ও রেললাইনে কাজ হবে ৷ সেই কারণে শিয়ালদা ডিভিশনেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে ৷ রবিবার, ছুটির দিন এমনিতেই যাত্রীসংখ্যা বিশেষ থাকে না ৷ তবে যারা আগে থেকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের সমস্যায় পড়তে হতে পারে ৷ যাত্রীদের এহেন অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে পূর্বরেল ৷

শিয়ালদা ডিভিশনে ফের ট্রেন বাতিল, জেনে নিন বিস্তারিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.