ETV Bharat / state

মীনাক্ষীদের অভিযান ঘিরে রণক্ষেত্র বসিরহাট, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - ডিওয়াইএফআই

DYFI Agitation in Basirhat: ডিওয়াইএফআইয়ের এসপি অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বসিরহাটে ৷ পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন সিপিএমের যুব সংগঠন ৷ রাস্তায় কর্মী সমর্থকদের নিয়ে বসে পড়লেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে বসিরহাট-তেঁতুলিয়া রোড ৷

DYFI Agitation in Basirhat
ডিওয়াইএফআইয়ের এসপি অফিস অভিযান
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 5:17 PM IST

Updated : Mar 2, 2024, 9:42 PM IST

মীনাক্ষীদের অভিযান ঘিরে রণক্ষেত্র বসিরহাট

বসিরহাট, 2 মার্চ: বিজেপি ও সিপিএমের পর এবার ডিওয়াইএফআই । সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাট এসপি অফিস অভিযানকে ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল সংগ্রামপুর । পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি কিছুই বাদ গেল না । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে একসময় লাঠিচার্জ পর্যন্ত করতে হয় । শেষমেশ এসপি অফিসে ঢুকতে না পেরে পুলিশ সুপারের দফতরের ঠিক সামনের রাস্তায় কর্মী সমর্থকদের নিয়ে বসে পড়েন ডিওয়াইএফআইয়ের রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । শুরু হয় অবস্থান-বিক্ষোভ, যা এখনও চলছে বলে জানা গিয়েছে । সিপিএমের যুব সংগঠনের এই আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে বসিরহাট-তেঁতুলিয়া রোড ।

আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, শান্তিপূর্ণভাবে এ দিন তাঁরা মিছিল করে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন । কিন্তু এসপি অফিসে ঢোকার আগেই কোনও কারণ ছাড়াই পুলিশ তাঁদের মিছিল আটকায় । পুলিশ রূঢ় ব‍্যবহার করেন নেতা-কর্মীদের সঙ্গে । এ নিয়েই বচসা বাঁধলে পুলিশ পরিকল্পনা করে লাঠি চালায় ডিওয়াইএফআই কর্মীদের ওপর বলে অভিযোগ । তারই প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা ।

এ দিনের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুলিশের ভূমিকাকেই দায়ী করেছেন ডিওয়াইএফআই নেতৃত্ব । যদিও এখনও অবধি এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

গত 24 ফেব্রুয়ারি পুলিশের নজর এড়িয়ে 144 ধারা জারির মধ্যেই সন্দেশখালি পৌঁছে যান ডিওয়াইএফআইয়ের রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । সঙ্গে ছিলেন সিপিএমের রাজ‍্য কমিটির সদস্য পলাশ দাস-সহ যুব সংগঠনের আরও কয়েকজন নেতৃত্ব । প্রথমদিকে তাঁরা সুষ্ঠুভাবে সন্দেশখালির উপদ্রুত কয়েকটি এলাকায় যেতে পারলেও মাঝেরপাড়ায় এসে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় মীনাক্ষীদের । এ নিয়ে বচসাও বাধে সেসময় । শেষ পর্যন্ত পুলিশের বাঁধার মুখে পড়ে সেখান থেকে ফিরে আসেন ডিওয়াইএফআই নেতৃত্ব ।

তবে পুলিশি সক্রিয়তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সেদিনই বসিরহাট এসপি অফিসে এসে অভিযোগপত্র জমা দেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনদিনের সময়সীমা বেঁধে দেন তিনি । এই সময়সীমার মধ্যে কোনও পুলিশকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানতেই মীনাক্ষীর নেতৃত্বে শনিবার বসিরহাট এসপি অফিস অভিযানে সামিল হয়েছিলেন ডিওয়াইএফআইয়ের কর্মী,সমর্থকরা ।

এ দিন বিকেলে বসিরহাট টাউনহল ময়দান থেকে মিছিল করে সংগ্রামপুরে এসপি অফিসের সামনে এসে জড়ো হন তাঁরা । সেই সময় নিরাপত্তাবেষ্টনী ভেঙে সিপিএমের যুব সংগঠনের কর্মী সমর্থকরা এসপি অফিসের দিকে এগোনোর চেষ্টা করেন বলে অভিযোগ । তখন পুলিশ তাঁদের বাঁধা দিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় । এদিকে, অবস্থান-বিক্ষোভের পর মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন তাঁর হাতে ।

অন‍্যদিকে, ডেপুটেশন দিয়ে এসপি অফিস থেকে বাইরে বেরিয়ে সন্দেশখালিতে তাঁকে আটকানোর প্রসঙ্গ তুলে ধরে শাহজাহান, শিবু, উত্তম এবং তাঁর সহযোগীদের নারী নির্যাতন, জমি জবরদখল ও লুঠতরাজের বিরুদ্ধে সরব হন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ।

আরও পড়ুন:

  1. বসিরহাটে এসপি অফিস অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সুজন চক্রবর্তীরা
  2. সন্দেশখালির ঘটনার প্রতিবাদ, সুকান্তর এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বসিরহাট
  3. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

মীনাক্ষীদের অভিযান ঘিরে রণক্ষেত্র বসিরহাট

বসিরহাট, 2 মার্চ: বিজেপি ও সিপিএমের পর এবার ডিওয়াইএফআই । সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাট এসপি অফিস অভিযানকে ঘিরে শনিবার রণক্ষেত্রের চেহারা নিল সংগ্রামপুর । পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি কিছুই বাদ গেল না । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে একসময় লাঠিচার্জ পর্যন্ত করতে হয় । শেষমেশ এসপি অফিসে ঢুকতে না পেরে পুলিশ সুপারের দফতরের ঠিক সামনের রাস্তায় কর্মী সমর্থকদের নিয়ে বসে পড়েন ডিওয়াইএফআইয়ের রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । শুরু হয় অবস্থান-বিক্ষোভ, যা এখনও চলছে বলে জানা গিয়েছে । সিপিএমের যুব সংগঠনের এই আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে বসিরহাট-তেঁতুলিয়া রোড ।

আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, শান্তিপূর্ণভাবে এ দিন তাঁরা মিছিল করে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন । কিন্তু এসপি অফিসে ঢোকার আগেই কোনও কারণ ছাড়াই পুলিশ তাঁদের মিছিল আটকায় । পুলিশ রূঢ় ব‍্যবহার করেন নেতা-কর্মীদের সঙ্গে । এ নিয়েই বচসা বাঁধলে পুলিশ পরিকল্পনা করে লাঠি চালায় ডিওয়াইএফআই কর্মীদের ওপর বলে অভিযোগ । তারই প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে বসেছেন আন্দোলনকারীরা ।

এ দিনের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুলিশের ভূমিকাকেই দায়ী করেছেন ডিওয়াইএফআই নেতৃত্ব । যদিও এখনও অবধি এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

গত 24 ফেব্রুয়ারি পুলিশের নজর এড়িয়ে 144 ধারা জারির মধ্যেই সন্দেশখালি পৌঁছে যান ডিওয়াইএফআইয়ের রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । সঙ্গে ছিলেন সিপিএমের রাজ‍্য কমিটির সদস্য পলাশ দাস-সহ যুব সংগঠনের আরও কয়েকজন নেতৃত্ব । প্রথমদিকে তাঁরা সুষ্ঠুভাবে সন্দেশখালির উপদ্রুত কয়েকটি এলাকায় যেতে পারলেও মাঝেরপাড়ায় এসে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় মীনাক্ষীদের । এ নিয়ে বচসাও বাধে সেসময় । শেষ পর্যন্ত পুলিশের বাঁধার মুখে পড়ে সেখান থেকে ফিরে আসেন ডিওয়াইএফআই নেতৃত্ব ।

তবে পুলিশি সক্রিয়তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সেদিনই বসিরহাট এসপি অফিসে এসে অভিযোগপত্র জমা দেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনদিনের সময়সীমা বেঁধে দেন তিনি । এই সময়সীমার মধ্যে কোনও পুলিশকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানতেই মীনাক্ষীর নেতৃত্বে শনিবার বসিরহাট এসপি অফিস অভিযানে সামিল হয়েছিলেন ডিওয়াইএফআইয়ের কর্মী,সমর্থকরা ।

এ দিন বিকেলে বসিরহাট টাউনহল ময়দান থেকে মিছিল করে সংগ্রামপুরে এসপি অফিসের সামনে এসে জড়ো হন তাঁরা । সেই সময় নিরাপত্তাবেষ্টনী ভেঙে সিপিএমের যুব সংগঠনের কর্মী সমর্থকরা এসপি অফিসের দিকে এগোনোর চেষ্টা করেন বলে অভিযোগ । তখন পুলিশ তাঁদের বাঁধা দিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় । এদিকে, অবস্থান-বিক্ষোভের পর মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল পুলিশ সুপারের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন তাঁর হাতে ।

অন‍্যদিকে, ডেপুটেশন দিয়ে এসপি অফিস থেকে বাইরে বেরিয়ে সন্দেশখালিতে তাঁকে আটকানোর প্রসঙ্গ তুলে ধরে শাহজাহান, শিবু, উত্তম এবং তাঁর সহযোগীদের নারী নির্যাতন, জমি জবরদখল ও লুঠতরাজের বিরুদ্ধে সরব হন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ।

আরও পড়ুন:

  1. বসিরহাটে এসপি অফিস অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সুজন চক্রবর্তীরা
  2. সন্দেশখালির ঘটনার প্রতিবাদ, সুকান্তর এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বসিরহাট
  3. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
Last Updated : Mar 2, 2024, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.