দুর্গাপুর, 14 এপ্রিল: "তোমার দলে
অমিত-মোদি নেতায় নেতায় ভারী,
আমার দলের
একলা দুর্গা
পঁয়ষট্টির নারী..."
দল তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে 10 নম্বর ওয়ার্ডে এমনই ভঙ্গিতে দেওয়াল লিখেছে দুর্গাপুরের তৃণমূল সংগঠন ৷ আর সেই লেখনী নিয়েই এবার কমিশনের দ্বারস্থ হল এলাকার বিজেপি নেতৃত্ব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি ।
নীল-সাদা হাওয়াই চটির ভয়ে পালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মারের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 10 নম্বর ওয়ার্ডের এ-জোনের চার নম্বর স্ট্রিটের বাড়ির দেওয়ালে আঁকা এই ছবির দেখে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করল গেরুয়া শিবির ৷ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মুখপাত্র জিতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, "মুখ্যমন্ত্রীর নীল-সাদা হাওয়াই চটির নিচে ব্যঙ্গচিত্র করা হয়েছে । প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এই রকম কুরুচিকর চিত্র অশোভনীয় এবং নিন্দনীয় ।" বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রার্থী পদ বাতিল করারও দাবি তুলেছেন তাঁরা ।
পালটা এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি রাজীব ঘোষের দাবি, "পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য দেওয়ালের ব্যঙ্গচিত্র । নির্বাচনের আগে সমস্ত দলই এরকম ব্যঙ্গচিত্র করে থাকে । সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয় । সেখানে কারও ছবি দেওয়া থাকে না । বিজেপি যদি মনে করে কুরুচিকর তাহলে আমাদের কিছু করার নেই ।" ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রীর নামেও কুরুচিকর দেওয়াল লিখনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷
নির্বাচনের আগে নিজের দলের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনে ছড়া, ব্যঙ্গচিত্র ব্যবহারের প্রচলন বহুকালের ৷ লোকসভা হোক কিংবা বিধানসভা, প্রতিটি নির্বাচনের আগে প্রতিটি জেলার, প্রতিটি অঞ্চলে দেখা যায় অসাধারণ কিছু ছবি, লেখা ৷ এবারও তার অন্য়থা হচ্ছে না ৷
আরও পড়ুন: