ETV Bharat / state

LIVE UPDATES: পুলিশের বড় কর্তাকে ঘিরে বিক্ষোভ, রাজপথে শুভেন্দু - LIVE UPDATES

carnival
পুজো কার্নিভালে আরজি কর প্রতিবাদ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 3:10 PM IST

Updated : Oct 15, 2024, 7:43 PM IST

বঙ্গে এ বছরের দুর্গাপুজোর ছবিটা একেবারে অন্য রকম ছিল ৷ কারণ, উৎসবের পাশাপাশি আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সাধারণ মানুষের ঢল নেমেছে কলকাতার রাজপথে ৷ একই কারণে দুর্গাপুজোর কার্নিভালেও চেনা ছবিটা পালটে যেতে চলেছে এ বছর ৷ পুজো কার্নিভালের পাশাপাশি শহরের রাজপথে মঙ্গলবার দ্রোহের কার্নিভালে সামিল হবেন হাজার হাজার মানুষ ৷ এই দুই কার্নিভাল মিলে শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়তি চাপ থাকছে পুলিশ-প্রশাসনের উপর ৷ পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে লালবাজার। এরইমধ্যে কলকাতা পুলিশের ধর্মতলা ও তার আশেপাশের এলাকায় 163 ধারা জারি করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷ আজ ধর্মতলার অনশন মঞ্চ থেকে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেই কর্মসূচিতে যাতে কোনও বাধা উৎপন্ন না-হয়, তাই কলকাতা হাইকোর্টের জরুরি বেঞ্চে আবেদন করা হয়েছে ৷ বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে মামলাটির শুনানি হচ্ছে ৷

LIVE FEED

7:34 PM, 15 Oct 2024 (IST)

রাজ্যের পাশে দেশ

রাজ্যের জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন দেশের জুনিয়র চিকিৎসকরা । মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জুনিয়র ডক্টরস নেটওয়ার্কের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে অনশন করেছেন বলে জানা গিয়েছে ।

7:04 PM, 15 Oct 2024 (IST)

কার্নিভাল বয়কটের ডাক দিয়ে রাজপথে শুভেন্দু

আজ রেড রোড দুর্গা পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়ে রাজপথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল বর্জনের ডাক দিয়ে এক এক মশাল মিছিলের ডাক দেওয়া হয়। গতকালই সিউড়ি থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী।

6:28 PM, 15 Oct 2024 (IST)

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। সাধারণ মানুষের বিক্ষোভ ধর্মতলা চত্বরে। তাঁকে ঘিরে সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান দেয়।

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ধর্মতলা চত্বরে। তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগানও উঠল। আরজি কর কাণ্ডের শুরু থেকেই একাধাকি কারণে বিতর্কে জড়িয়েছেন ইন্দিরা।

LIVE UPDATES
ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

6:00 PM, 15 Oct 2024 (IST)

হাজির অপর্ণা-চৈতি-দেবলীনা

জুনিয়র চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে হাজির অপর্ণা সেন, চৈতি ঘোষাল এবং দেবলীনা দত্ত ।

5:55 PM, 15 Oct 2024 (IST)

একই রাস্তায় বিপরীত ছবি

একই রাস্তায় বিপরীত ছবি । একদিকে কার্নিভাল ঘুরে বিসর্জনের পথে প্রতিমা। অন্যদিকে সেই রাস্তায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। ।

5:02 PM, 15 Oct 2024 (IST)

অনশনে যোগ রুমেলিকা-স্পন্দনের

অনশনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার, এবং স্পন্দন চৌধুরী।

4:28 PM, 15 Oct 2024 (IST)

কলকাতা পুলিশের হাতে আটক পুর-চিকিৎসক

রাজ্যের দুর্গা কার্নিভালে আর জি করের আঁচ ঠেকাতে কার্যত রেড রোড নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন। দ্রোহের কার্নিভাল বানচাল করতে তৎপর ছিল পুলিশ। এদিকে তার পরেও শেষমেশ ঠেকানো গেল না প্রতিবাদ। রাজ্যের কার্নিভালে মেডিক্যাল পরিষেবা দিতে কলকাতা কর্পোরেশনের যে টিম এসেছিল সেই প্রতিনিধি দলের মেডিক্যাল অফিসার বুকে বড় ব্যাচ ছিল। তাতে লেখা ছিল অনশনকরি প্রতিনিধি। কালো টি শার্টে লেখা ছিল শিরদাঁড়া। আর সেই অপরাধেই কলকাতা পুলিশ পৌর চিকিৎসক তপব্রত রায়কে আটক করে।

3:28 PM, 15 Oct 2024 (IST)

কার্নিভাল শান্তিতে সম্পন্ন করানোর দায় পুলিশের দাবি অভিজিতের

দ্রোহের কার্নিভালে অনুমতি দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী । সংবাদমাধ্যমে তিনি বলেন," হাইকোর্ট কার্নিভালে অনুমতি দিয়েছে। এবার পুলিশের দায়িত্ব আমাদের কর্মসূচি যাতে শান্তিতে হতে পারে তা দেখা। আমার মনে হয় সরকার এবার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক। কোর্টের নির্দেশ সরকার বারবার হারছে। এবার সেই একই রায় জনতার আদালতেও হতে পারে । পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

LIVE UPDATES
শুরু হচ্ছে দ্রোহের কার্নিভাল (ইটিভি ভারত)

3:21 PM, 15 Oct 2024 (IST)

খুলে দেওয়া হল ব্যারিকেড

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। তা অটকাতে লোহার ব্যারিকেড বসানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে ।

3:15 PM, 15 Oct 2024 (IST)

দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আদালত জানিয়ে দিল জুনিয়র চিকিৎসকরা দ্রোহের কার্নিভাল করতে পারবেন।

3:04 PM, 15 Oct 2024 (IST)

প্রশ্নের মুখে কলকাতা পুলিশের নির্দেশিকা

দ্রোহের কার্নিভালের দিন কলকাতায় 163 ধারা জারি করেছে লালবাজার । এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুুলিশ।

বঙ্গে এ বছরের দুর্গাপুজোর ছবিটা একেবারে অন্য রকম ছিল ৷ কারণ, উৎসবের পাশাপাশি আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সাধারণ মানুষের ঢল নেমেছে কলকাতার রাজপথে ৷ একই কারণে দুর্গাপুজোর কার্নিভালেও চেনা ছবিটা পালটে যেতে চলেছে এ বছর ৷ পুজো কার্নিভালের পাশাপাশি শহরের রাজপথে মঙ্গলবার দ্রোহের কার্নিভালে সামিল হবেন হাজার হাজার মানুষ ৷ এই দুই কার্নিভাল মিলে শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়তি চাপ থাকছে পুলিশ-প্রশাসনের উপর ৷ পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে লালবাজার। এরইমধ্যে কলকাতা পুলিশের ধর্মতলা ও তার আশেপাশের এলাকায় 163 ধারা জারি করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷ আজ ধর্মতলার অনশন মঞ্চ থেকে 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেই কর্মসূচিতে যাতে কোনও বাধা উৎপন্ন না-হয়, তাই কলকাতা হাইকোর্টের জরুরি বেঞ্চে আবেদন করা হয়েছে ৷ বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে মামলাটির শুনানি হচ্ছে ৷

LIVE FEED

7:34 PM, 15 Oct 2024 (IST)

রাজ্যের পাশে দেশ

রাজ্যের জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন দেশের জুনিয়র চিকিৎসকরা । মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জুনিয়র ডক্টরস নেটওয়ার্কের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে অনশন করেছেন বলে জানা গিয়েছে ।

7:04 PM, 15 Oct 2024 (IST)

কার্নিভাল বয়কটের ডাক দিয়ে রাজপথে শুভেন্দু

আজ রেড রোড দুর্গা পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়ে রাজপথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল বর্জনের ডাক দিয়ে এক এক মশাল মিছিলের ডাক দেওয়া হয়। গতকালই সিউড়ি থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী।

6:28 PM, 15 Oct 2024 (IST)

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। সাধারণ মানুষের বিক্ষোভ ধর্মতলা চত্বরে। তাঁকে ঘিরে সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান দেয়।

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ধর্মতলা চত্বরে। তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগানও উঠল। আরজি কর কাণ্ডের শুরু থেকেই একাধাকি কারণে বিতর্কে জড়িয়েছেন ইন্দিরা।

LIVE UPDATES
ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

6:00 PM, 15 Oct 2024 (IST)

হাজির অপর্ণা-চৈতি-দেবলীনা

জুনিয়র চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে হাজির অপর্ণা সেন, চৈতি ঘোষাল এবং দেবলীনা দত্ত ।

5:55 PM, 15 Oct 2024 (IST)

একই রাস্তায় বিপরীত ছবি

একই রাস্তায় বিপরীত ছবি । একদিকে কার্নিভাল ঘুরে বিসর্জনের পথে প্রতিমা। অন্যদিকে সেই রাস্তায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের। ।

5:02 PM, 15 Oct 2024 (IST)

অনশনে যোগ রুমেলিকা-স্পন্দনের

অনশনে যোগ দিলেন আরও দু'জন জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার, এবং স্পন্দন চৌধুরী।

4:28 PM, 15 Oct 2024 (IST)

কলকাতা পুলিশের হাতে আটক পুর-চিকিৎসক

রাজ্যের দুর্গা কার্নিভালে আর জি করের আঁচ ঠেকাতে কার্যত রেড রোড নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন। দ্রোহের কার্নিভাল বানচাল করতে তৎপর ছিল পুলিশ। এদিকে তার পরেও শেষমেশ ঠেকানো গেল না প্রতিবাদ। রাজ্যের কার্নিভালে মেডিক্যাল পরিষেবা দিতে কলকাতা কর্পোরেশনের যে টিম এসেছিল সেই প্রতিনিধি দলের মেডিক্যাল অফিসার বুকে বড় ব্যাচ ছিল। তাতে লেখা ছিল অনশনকরি প্রতিনিধি। কালো টি শার্টে লেখা ছিল শিরদাঁড়া। আর সেই অপরাধেই কলকাতা পুলিশ পৌর চিকিৎসক তপব্রত রায়কে আটক করে।

3:28 PM, 15 Oct 2024 (IST)

কার্নিভাল শান্তিতে সম্পন্ন করানোর দায় পুলিশের দাবি অভিজিতের

দ্রোহের কার্নিভালে অনুমতি দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী । সংবাদমাধ্যমে তিনি বলেন," হাইকোর্ট কার্নিভালে অনুমতি দিয়েছে। এবার পুলিশের দায়িত্ব আমাদের কর্মসূচি যাতে শান্তিতে হতে পারে তা দেখা। আমার মনে হয় সরকার এবার সুনির্দিষ্ট পদক্ষেপ নিক। কোর্টের নির্দেশ সরকার বারবার হারছে। এবার সেই একই রায় জনতার আদালতেও হতে পারে । পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

LIVE UPDATES
শুরু হচ্ছে দ্রোহের কার্নিভাল (ইটিভি ভারত)

3:21 PM, 15 Oct 2024 (IST)

খুলে দেওয়া হল ব্যারিকেড

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। তা অটকাতে লোহার ব্যারিকেড বসানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে ।

3:15 PM, 15 Oct 2024 (IST)

দ্রোহের কার্নিভালে অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আদালত জানিয়ে দিল জুনিয়র চিকিৎসকরা দ্রোহের কার্নিভাল করতে পারবেন।

3:04 PM, 15 Oct 2024 (IST)

প্রশ্নের মুখে কলকাতা পুলিশের নির্দেশিকা

দ্রোহের কার্নিভালের দিন কলকাতায় 163 ধারা জারি করেছে লালবাজার । এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুুলিশ।

Last Updated : Oct 15, 2024, 7:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.