ETV Bharat / state

ফের সাফল্য এসটিএফের, এনজেপি রেল স্টেশন থেকে 15 লক্ষের মাদক-সহ গ্রেফতার মহিলা পাচারকারী - মহিলা পাচারকারী

Female Drug Smuggler Arrested: এনজেপি রেল স্টেশনে এসটিএফ অভিযান চালিয়ে 15 লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক মহিলা পাচারকারীকে ৷ তিনি মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ আজ অভিযুক্তকে আদালতে তোলা হয় ৷

Drug Smuggling
মাদক পাচার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 6:52 PM IST

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: 24 ঘণ্টার মধ্যে ফের সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 15 লক্ষ টাকার মাদক-সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেছে এসটিএফ । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এসটিএফের শিলিগুড়ি ইউনিটের আধিকারিকরা । অভিযানে অসম থেকে কলকাতাগামী এক ট্রেনে সন্দেহভাজন এক মহিলাকে আটক করেন তাঁরা । মহিলার নাম সাধনা হালদার । তিনি মুর্শিদাবাদের কৃষ্ণপুরের লালগোলার বাসিন্দা । তল্লাশি চালালে ওই মহিলার হেফাজত থেকে 566 গ্রাম মাদক উদ্ধার হয় । এরপরই মহিলাকে রেল পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় । মহিলাকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালানো হয়েছিল । ওই মহিলাকে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । অসমের ডিমাপুর থেকে ওই মাদক মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"

প্রসঙ্গত, এর আগে এসটিএফের অভিযানে রবিবার পাচারের আগে 3 কোটির ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল শিলিগুড়ি থেকে । উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ছিল 4 কেজি 769 গ্রাম ৷ ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করেছিল এসটিএফ । ধৃতের নাম সুজিত বিশ্বাস । নদিয়ার তাহেরপুরের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা । ধৃত মূলত ক্যারিয়ার বা পাচারকারীর কাজ করছিলেন বলে জানা গিয়েছিল । মাদকগুলি দিল্লিতে পাচারের ছক ছিল ৷

আরও পড়ুন:

  1. এসটিএফের তৎপরতায় উদ্ধার কয়েক কোটির মাদক, গ্রেফতার পাচারকারী
  2. বাংলাদেশ সীমান্ত পেরনোর আগেই 8 লক্ষ টাকার মাদক ট্যাবলেট-সহ গ্রেফতার এক পাচারকারী
  3. বাংলাদেশি মহিলার গোপনাঙ্গ থেকে 500 গ্রাম সোনা উদ্ধার বিএসএফের

শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি: 24 ঘণ্টার মধ্যে ফের সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 15 লক্ষ টাকার মাদক-সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেছে এসটিএফ । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এসটিএফের শিলিগুড়ি ইউনিটের আধিকারিকরা । অভিযানে অসম থেকে কলকাতাগামী এক ট্রেনে সন্দেহভাজন এক মহিলাকে আটক করেন তাঁরা । মহিলার নাম সাধনা হালদার । তিনি মুর্শিদাবাদের কৃষ্ণপুরের লালগোলার বাসিন্দা । তল্লাশি চালালে ওই মহিলার হেফাজত থেকে 566 গ্রাম মাদক উদ্ধার হয় । এরপরই মহিলাকে রেল পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় । মহিলাকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

এসটিএফের ডিএসপি (উত্তরবঙ্গ) সুদীপ ভট্টাচার্য বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালানো হয়েছিল । ওই মহিলাকে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । অসমের ডিমাপুর থেকে ওই মাদক মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"

প্রসঙ্গত, এর আগে এসটিএফের অভিযানে রবিবার পাচারের আগে 3 কোটির ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল শিলিগুড়ি থেকে । উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ছিল 4 কেজি 769 গ্রাম ৷ ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করেছিল এসটিএফ । ধৃতের নাম সুজিত বিশ্বাস । নদিয়ার তাহেরপুরের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা । ধৃত মূলত ক্যারিয়ার বা পাচারকারীর কাজ করছিলেন বলে জানা গিয়েছিল । মাদকগুলি দিল্লিতে পাচারের ছক ছিল ৷

আরও পড়ুন:

  1. এসটিএফের তৎপরতায় উদ্ধার কয়েক কোটির মাদক, গ্রেফতার পাচারকারী
  2. বাংলাদেশ সীমান্ত পেরনোর আগেই 8 লক্ষ টাকার মাদক ট্যাবলেট-সহ গ্রেফতার এক পাচারকারী
  3. বাংলাদেশি মহিলার গোপনাঙ্গ থেকে 500 গ্রাম সোনা উদ্ধার বিএসএফের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.