কলকাতা, 24 জানুয়ারি: কলকাতার দক্ষিণ ও সংযুক্ত এলাকায় আগামী শনিবার বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। বিভাগের মেরামত ও সংস্কার কাজের জেরে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। রবিবার সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে। কলকাতার উত্তরের পর এবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বিভাগের বড় ধরনের সংস্কার ও মেরামত কাজ করতে চলেছে কলকাতা কর্পোরেশন পানীয় জল সরবরাহ বিভাগ। আর তার জের আগামী শনিবার 27 জানুয়ারি সারাদিন পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, মূলত গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস জল সরবরাহ বন্ধ থাকবে। মেরামতি কাজ হবে। নতুন ভালব পরিবর্তন, ইলেকট্রো মেকানিকাল ডিভাইস, উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প, হাই ভোল্টেজ মোটর, বৈদ্যুতিন যন্ত্রাংশ, পাইপ লিকেজ ঠিক করা, নতুন লাইন সংযোগ ও নানা ধরনের রক্ষণাবেক্ষণের কাজ হবে। এই কাজের ফলে কালীঘাট বুস্টিং পাম্পিং সেন্টার, রানিকুঠি, চেতলা, গড়ফা, গলফ গ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাশদ্রোণি, গান্ধি ময়দান, সেন পল্লী, প্রফুল্ল পার্ক, পর্নশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক-সহ অন্যান্য বুষ্টি ও ক্যাপসুল পাম্পিং স্টেশনের পরিষেবা বন্ধ থাকবে।
শনিবার সকালে জল যাওয়ার পর 10টা থেকে পরিষেবা বন্ধ। ফের পর দিন রবিবার জল সরবরাহ স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ কলকাতা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ-সহ আশপাশের এলাকা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নম্বর বরো এলাকার সব অংশে জল শূন্য থাকবে ওইদিন। কলকাতায় পানীয় জলের পরিষেবা আরো সুষ্ঠু করতেই এই বড় ধরনের মেরামত ও সংস্কার কাজ কলকাতার উত্তর ও দক্ষিণ দুই ভাগ করে করা বলে কলকাতা কর্পোরেশনর জল সরবরাহ বিভাগের তরফে জানানো হয়েছে। এছাড়া বেশ কিছু নতুন বুস্টিং পাম্পিং স্টেশন, বিভিন্ন এলাকার পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইন পাতার কাজ করা হবে। ডিউটি জায়গায় জলের উৎপাদন কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
আরও পড়ুন:
রাজ্যে আসছেন রাহুল, ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূলকে পাশে থাকার বার্তা
কেন মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বদল ? পর্ষদের কাছে জবাব চাইল হাইকোর্ট
'মরেই যেতাম, মানুষের আশীর্বাদে বেঁচে গেলাম', দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী