ETV Bharat / state

ভাঙা রেলগেট সত্ত্বেও সিগন্যাল ! বড় দুর্ঘটনা থেকে রক্ষা ডাউন বনগাঁ লোকালের - Bangaon Local Escapes Accident - BANGAON LOCAL ESCAPES ACCIDENT

Overhead Wire on Train: একটুর জন্য দুর্ঘটনা এড়ালো ডাউন বনগাঁ লোকাল ৷ ওভারহেডের তার ছিঁড়ে বেরচ্ছিল আগুনের ফুলকি ৷ প্রাণ বাঁচাতে দেদার ট্রেন থেকে ঝাঁপ দিলেন যাত্রীদের একাংশ ৷ কী হয়েছিল রবিবার দুপুরে ?

Habra Station
রেলগেট ভেঙে ওভারহেডের তারে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 10:25 PM IST

হাবড়া, 30 জুন: রেলগেট ভেঙে সটান তা পড়েছিল চলন্ত ট্রেনের ওভারহেডের তারে ৷ রবিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ৷ তার ছিঁড়ে যাওয়ায় আগুনের ফুলকিও বের হতে দেখা যায় ট্রেনের ওভারহেডের তার থেকে । এর ফলে আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে । ভয়ে প্রাণ বাঁচাতে অনেকেই ট্রেন থেকে লাফ দেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান । প্রশ্ন উঠেছে, রেলগেট ভাঙা থাকা সত্ত্বেও কীভাবে ডাউন বনগাঁ লোকালকে এগিয়ে যাওয়ার সিগন্যাল দেওয়া হল ? যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

সূত্রের খবর, রবিবার দুপুরে হাবড়া স্টেশনের কাছে গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল 30 নম্বর রেলগেট । সেই সময় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল পাস করছিল সেখান দিয়ে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই সময় ভাঙা রেলগেটের একটি অংশ হেলে গিয়ে পড়ে চলন্ত ট্রেনের ওভারহেডের তারে । তাতেই ছিঁড়ে যায় তার ।

ওভারহেডের তার ছিঁড়ে আগুনের ফুলকি বের হচ্ছিল বলে দাবি করেছেন যাত্রীদের একাংশ । সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন চালক । ওভারহেডের তার ছিঁড়়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাবড়া স্টেশন চত্বরে । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীদের অনেকেই । এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে । ঘটনার জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় বন্ধ হয়ে যায় পরিষেবা ৷ প্রায় তিন ঘণ্টা পর ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

মাথায় ছিঁড়ে পড়ল ওভারহেডের তার, লাইনে পড়েও বরাতজোরে প্রাণে বাঁচলেন টিটিই

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা । এই বিষয়ে নারায়ণচন্দ্র সাহা বলেন, "যেভাবে ভাঙা রেলগেট ওভারহেডের তারে পড়েছিল তাতে বড় কোনও দুর্ঘটনাও ঘটতে পারত । ভগবানের আশীর্বাদ যে ট্রেন যাত্রীরা রক্ষা পেয়েছেন । রেলগেট ভাঙার পরেও কেন তা মেরামত করা হল না ?আমি মনে করি এক্ষেত্রে রেলের গাফিলতি রয়েছে । রেল কর্তৃপক্ষের উচিত এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া । আতঙ্কিত যাত্রীদের জন্য আমরা পরিবহণের ব্যবস্থা করেছি । যাতে তাঁরা নিজেদের গন্তব্যে সুষ্ঠুভাবে পৌঁছতে পারে ।"

হাবড়া, 30 জুন: রেলগেট ভেঙে সটান তা পড়েছিল চলন্ত ট্রেনের ওভারহেডের তারে ৷ রবিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ৷ তার ছিঁড়ে যাওয়ায় আগুনের ফুলকিও বের হতে দেখা যায় ট্রেনের ওভারহেডের তার থেকে । এর ফলে আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে । ভয়ে প্রাণ বাঁচাতে অনেকেই ট্রেন থেকে লাফ দেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান । প্রশ্ন উঠেছে, রেলগেট ভাঙা থাকা সত্ত্বেও কীভাবে ডাউন বনগাঁ লোকালকে এগিয়ে যাওয়ার সিগন্যাল দেওয়া হল ? যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

সূত্রের খবর, রবিবার দুপুরে হাবড়া স্টেশনের কাছে গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল 30 নম্বর রেলগেট । সেই সময় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল পাস করছিল সেখান দিয়ে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই সময় ভাঙা রেলগেটের একটি অংশ হেলে গিয়ে পড়ে চলন্ত ট্রেনের ওভারহেডের তারে । তাতেই ছিঁড়ে যায় তার ।

ওভারহেডের তার ছিঁড়ে আগুনের ফুলকি বের হচ্ছিল বলে দাবি করেছেন যাত্রীদের একাংশ । সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন চালক । ওভারহেডের তার ছিঁড়়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাবড়া স্টেশন চত্বরে । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীদের অনেকেই । এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে । ঘটনার জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় বন্ধ হয়ে যায় পরিষেবা ৷ প্রায় তিন ঘণ্টা পর ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

মাথায় ছিঁড়ে পড়ল ওভারহেডের তার, লাইনে পড়েও বরাতজোরে প্রাণে বাঁচলেন টিটিই

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা । এই বিষয়ে নারায়ণচন্দ্র সাহা বলেন, "যেভাবে ভাঙা রেলগেট ওভারহেডের তারে পড়েছিল তাতে বড় কোনও দুর্ঘটনাও ঘটতে পারত । ভগবানের আশীর্বাদ যে ট্রেন যাত্রীরা রক্ষা পেয়েছেন । রেলগেট ভাঙার পরেও কেন তা মেরামত করা হল না ?আমি মনে করি এক্ষেত্রে রেলের গাফিলতি রয়েছে । রেল কর্তৃপক্ষের উচিত এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া । আতঙ্কিত যাত্রীদের জন্য আমরা পরিবহণের ব্যবস্থা করেছি । যাতে তাঁরা নিজেদের গন্তব্যে সুষ্ঠুভাবে পৌঁছতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.