ETV Bharat / state

ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, বিক্ষোভ উত্তেজিত জনতার - জোড়া খুন

Double Murder Case in Malda: জোড়া খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজারে ৷ আজ কাটাগড় এলাকায় সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ দ্বিতীয় ঘটনায় পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 10:28 AM IST

Updated : Feb 17, 2024, 10:48 AM IST

মালদার ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য

মালদা, 17 ফেব্রুয়ারি: শনিবার সকালে ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ৷ একদিকে, ইংরেজবাজারের কাটাগড় এলাকায় উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ অন্যদিকে, পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনে অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ৷ সাতসকালে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ৷ দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ দুই ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷

শুক্রবার রাতে মালদা শহরের কুলিপাড়া এলাকায় চন্দু পাসোয়ান (21) ছুরিবিদ্ধ হন ৷ জানা গিয়েছে, চন্দুরা পাঁচ ভাইবোন ৷ পরিবার সূত্রে খবর, গতকাল রাতে চন্দুর বড় ভাই বিকাশ পাসোয়ান মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ৷ বিকাশের জুয়া খেলার নেশা ছিল বলে অভিযোগ ৷ এ নিয়ে পরিবারের প্রায়শ‌ই গন্ডগোল লেগে থাকত ৷ গতকাল রাতেও বিকাশ এবং আরেক ভাই পাপনের মধ্যে অশান্তি হয় ৷ দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ সেই সময় চন্দু দুই ভাইকে ছাড়াতে গিয়ে ছুরিবিদ্ধ হন ৷ তৎক্ষণাত চন্দুকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকরা চন্দুকে মৃত বলে ঘোষণা করেন ৷

এদিকে ঘটনার পর থেকে বিকাশ এবং পাপন পলাতক বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা ৷ চন্দুর ছোট ভাই কুন্দন জানান, তাঁর বড় দাদা বিকাশের জুয়া খেলার নেশা ছিল ৷ জুয়ার টাকা জোগাড় করতে এর আগে মোটর বাইক বন্দক রেখেছিলেন বিকাশ ৷ গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তিনি ৷ মোটর বাইক বাড়ি থেকে বের করতে উদ্যত হলে, তাঁর আরেক দাদা পাপন, বিকাশকে বাধা দেন ৷ দুই দাদাকে ছাড়াতে যান ছোট ভাই চন্দু ৷ সেই সময় তাঁর বুকে ছুরির আঘাত লাগে ৷

অন্যদিকে, শনিবার সকালে ইংরেজবাজারের কাটাগড় এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গলা কেটে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে ৷ মৃত ব্যক্তির নাম সুর রহমান ৷ বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুর রহমান ইংরেজবাজারের পাতালচণ্ডী এলাকায় পুকুর পাহারা দেওয়ার কাজ করতেন ৷ এই ঘটনায় কাটাগড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন:

  1. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য
  2. ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের
  3. 'সৎ মা' ও দাদুকে খুন, গুরুতর আহত বাবা, গ্রেফতার 'দুই নাতি'

মালদার ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য

মালদা, 17 ফেব্রুয়ারি: শনিবার সকালে ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ৷ একদিকে, ইংরেজবাজারের কাটাগড় এলাকায় উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ অন্যদিকে, পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনে অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ৷ সাতসকালে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ৷ দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ দুই ঘটনায় শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷

শুক্রবার রাতে মালদা শহরের কুলিপাড়া এলাকায় চন্দু পাসোয়ান (21) ছুরিবিদ্ধ হন ৷ জানা গিয়েছে, চন্দুরা পাঁচ ভাইবোন ৷ পরিবার সূত্রে খবর, গতকাল রাতে চন্দুর বড় ভাই বিকাশ পাসোয়ান মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ৷ বিকাশের জুয়া খেলার নেশা ছিল বলে অভিযোগ ৷ এ নিয়ে পরিবারের প্রায়শ‌ই গন্ডগোল লেগে থাকত ৷ গতকাল রাতেও বিকাশ এবং আরেক ভাই পাপনের মধ্যে অশান্তি হয় ৷ দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ সেই সময় চন্দু দুই ভাইকে ছাড়াতে গিয়ে ছুরিবিদ্ধ হন ৷ তৎক্ষণাত চন্দুকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকরা চন্দুকে মৃত বলে ঘোষণা করেন ৷

এদিকে ঘটনার পর থেকে বিকাশ এবং পাপন পলাতক বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা ৷ চন্দুর ছোট ভাই কুন্দন জানান, তাঁর বড় দাদা বিকাশের জুয়া খেলার নেশা ছিল ৷ জুয়ার টাকা জোগাড় করতে এর আগে মোটর বাইক বন্দক রেখেছিলেন বিকাশ ৷ গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তিনি ৷ মোটর বাইক বাড়ি থেকে বের করতে উদ্যত হলে, তাঁর আরেক দাদা পাপন, বিকাশকে বাধা দেন ৷ দুই দাদাকে ছাড়াতে যান ছোট ভাই চন্দু ৷ সেই সময় তাঁর বুকে ছুরির আঘাত লাগে ৷

অন্যদিকে, শনিবার সকালে ইংরেজবাজারের কাটাগড় এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গলা কেটে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে ৷ মৃত ব্যক্তির নাম সুর রহমান ৷ বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুর রহমান ইংরেজবাজারের পাতালচণ্ডী এলাকায় পুকুর পাহারা দেওয়ার কাজ করতেন ৷ এই ঘটনায় কাটাগড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন:

  1. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য
  2. ত্রিকোণ প্রেমের জের ! স্কুলের লাইব্রেরিতে দুই সহকর্মীকে গুলি করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের
  3. 'সৎ মা' ও দাদুকে খুন, গুরুতর আহত বাবা, গ্রেফতার 'দুই নাতি'
Last Updated : Feb 17, 2024, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.