ETV Bharat / state

অগা-বগা-লগাদের ভয়ে কাজ শুরু করলাম ! প্ল্যাকার্ড দিয়ে পরিষেবা চালু সিনিয়র ডাক্তারদের - RG Kar Doctor Rape and Murder

Midnapore Medical College and Hospital: অদ্ভূত বাক্যে লেখা প্ল্যাকার্ড ৷ তার নিচের টেবিলে বসে রোগী দেখছেন চিকিৎসকরা ৷ পাশাপাশি জারি রয়েছে আন্দোলন ৷

Midnapore Medical College and Hospital
অদ্ভূত লেখা প্ল্যাকার্ডের নিচে রোগী দেখছেন চিকিৎসকরা (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 4:28 PM IST

Updated : Aug 22, 2024, 5:56 PM IST

মেদিনীপুর, 22 অগস্ট: আন্দোলন চালু রেখেই রোগী দেখছেন ডাক্তাররা ৷ তবে কাছে গেলে একটা প্ল্যাকার্ড চোখে পড়বে ৷ যাতে লেখা রয়েছে, "অগা, বগা, লগাদের ভয়ে কাজ শুরু করলাম ৷ ইতি ডিয়েচু ৷ এই প্ল্যাকার্ডের নিচে বসেই রোগী দেখছেন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার এমনই ছবি দেখা গিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসকরা (ইটিভি ভারত)

আরজি করের ঘটনায় প্রতিবাদ রাজ্য ছেড়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে । আন্দোলন চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ৷ জুনিয়র, সিনিয়র-সহ ইন্টার্নরাও প্রতিদিন কর্মবিরতিতে সামিল হচ্ছেন । তবে, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার টেবিল পেতে আন্দোলনের পাশাপাশি রোগী পরিষেবা দেওয়া শুরু করলেন সিনিয়র ডাক্তাররা । যদিও তার আগে তারা প্ল্যাকার্ড সেঁটে দিলেন টেবিলের উপরে । তাতে লেখা রয়েছে অগা, বগা, লগাদের ভয়ে আবার কাজ শুরু করলাম ৷ ইতি ডিয়েচু ৷ বেনু গোয়ালা ৷

যদিও, এদিন ডাক্তারবাবুরা স্বীকার করেননি কোনও ভাবেই কোথা থেকে বা কারা চাপ সৃষ্টি করছেন । তারা উলটে সাংবাদিকদের উপরেই চাপিয়ে দিয়েছেন যে আপনারা সিনিয়র আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন একথা বলা হচ্ছে । এমন কথা বলার মানে কি ৷ ডাক্তারবাবুর কথায়, "শিক্ষিত বুদ্ধিজীবীদের আন্দোলন, শিক্ষিত মানুষ এই আন্দোলনে যুক্ত তারা বুঝে যাবেন ঠিকই কী বলা হয়েছে ।" তবে এদিন খোলসা করে প্রশাসনিক চাপের কথা স্বীকার না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারবাবুদের উপর কী পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে । যদিও তাঁরা এভাবেই পরিষেবা দিচ্ছেন রোগীদের ৷

মেদিনীপুর, 22 অগস্ট: আন্দোলন চালু রেখেই রোগী দেখছেন ডাক্তাররা ৷ তবে কাছে গেলে একটা প্ল্যাকার্ড চোখে পড়বে ৷ যাতে লেখা রয়েছে, "অগা, বগা, লগাদের ভয়ে কাজ শুরু করলাম ৷ ইতি ডিয়েচু ৷ এই প্ল্যাকার্ডের নিচে বসেই রোগী দেখছেন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার এমনই ছবি দেখা গিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসকরা (ইটিভি ভারত)

আরজি করের ঘটনায় প্রতিবাদ রাজ্য ছেড়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে । আন্দোলন চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ৷ জুনিয়র, সিনিয়র-সহ ইন্টার্নরাও প্রতিদিন কর্মবিরতিতে সামিল হচ্ছেন । তবে, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার টেবিল পেতে আন্দোলনের পাশাপাশি রোগী পরিষেবা দেওয়া শুরু করলেন সিনিয়র ডাক্তাররা । যদিও তার আগে তারা প্ল্যাকার্ড সেঁটে দিলেন টেবিলের উপরে । তাতে লেখা রয়েছে অগা, বগা, লগাদের ভয়ে আবার কাজ শুরু করলাম ৷ ইতি ডিয়েচু ৷ বেনু গোয়ালা ৷

যদিও, এদিন ডাক্তারবাবুরা স্বীকার করেননি কোনও ভাবেই কোথা থেকে বা কারা চাপ সৃষ্টি করছেন । তারা উলটে সাংবাদিকদের উপরেই চাপিয়ে দিয়েছেন যে আপনারা সিনিয়র আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন একথা বলা হচ্ছে । এমন কথা বলার মানে কি ৷ ডাক্তারবাবুর কথায়, "শিক্ষিত বুদ্ধিজীবীদের আন্দোলন, শিক্ষিত মানুষ এই আন্দোলনে যুক্ত তারা বুঝে যাবেন ঠিকই কী বলা হয়েছে ।" তবে এদিন খোলসা করে প্রশাসনিক চাপের কথা স্বীকার না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারবাবুদের উপর কী পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে । যদিও তাঁরা এভাবেই পরিষেবা দিচ্ছেন রোগীদের ৷

Last Updated : Aug 22, 2024, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.