ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে এবার রাজভবন অভিযানের ডাক চিকিৎসক সংগঠনের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে লালবাজার অভিযান করে ফেলেছেন ৷ এবার রাজভবনের ডাক দিল মেডিক্যাল সার্ভিস ফোরাম নামে চিকিৎসকদের একটি সংগঠন ৷ শনিবার দুপুরে এই অভিযান হবে ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে এবার রাজভবন অভিযানের ডাক চিকিৎসক সংগঠনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 8:35 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: এবার রাজভবন চলো অভিযানের ডাক দিল চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস ফোরাম । তারা আগামিকাল অর্থাৎ শনিবার রাজভবন যাবেন । সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন চিকিৎসকরা । রাজ্য সরকারের ভূমিকার পাশাপাশি সিবিআই-এর এই ঘটনার তদন্তের সময় নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন তাঁরা । শিয়ালদা নীলরতন সরকার হাসপাতালের সামনে থেকে মিছিল করে দুপুর 2টো নাগাদ রাজভবন যাবেন মেডিক্যাল সার্ভিস ফোরামের চিকিৎসকরা ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে এবার রাজভবন অভিযানের ডাক চিকিৎসক সংগঠনের (মেডিক্যাল সার্ভিস ফোরামের তরফে দেওয়া ছবি৷)

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর প্রায় একমাস হতে চলল ৷ যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে সারা দেশ ও বিশ্ব । আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা । একাধিক কর্মসূচি নিয়েছেন তাঁরা । তবে এর মধ্যেই প্রথমে রাজ্য পুলিশ এই ঘটনার তদন্তভার নিলেও পরবর্তীকালে তা যায় সিবিআই-এর হাতে । তবে ঘটনার প্রায় এক মাসের মাথায়ও একজন ছাড়া আর কোনও অপরাধীকে শনাক্ত করা যায়নি । কেন এত দেরি হচ্ছে, সেই বিষয়েই রাজ্যপালকে চিঠি দেবেন মেডিকেল সার্ভিস ফোরামের চিকিৎসকরা ।

RG Kar Doctor Rape and Murder
সারা বিশ্বের কোথায় কোথায় মিছিল হতে চলেছে, তার তালিকা (মেডিক্যাল সার্ভিস ফোরামের তরফে দেওয়া ছবি৷)

তবে এর পরের দিন অর্থাৎ রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম ফোরামের তরফ থেকে ডাকা হয়েছে একটি মিছিল । সেটাও নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সামনে থেকে শুরু হবে দুপুর তিনটের সময় । ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল । তবে এই মিছিল যে শুধু কলকাতা শহরে হবে, তা নয় ৷ দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই মিছিল করবেন চিকিৎসকরা । তাছাড়া শনি ও রবিবারের এই দুই কর্মসূচিতেই চিকিৎসকরা ছাড়াও থাকবেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নার্সরাও ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: এবার রাজভবন চলো অভিযানের ডাক দিল চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস ফোরাম । তারা আগামিকাল অর্থাৎ শনিবার রাজভবন যাবেন । সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন চিকিৎসকরা । রাজ্য সরকারের ভূমিকার পাশাপাশি সিবিআই-এর এই ঘটনার তদন্তের সময় নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন তাঁরা । শিয়ালদা নীলরতন সরকার হাসপাতালের সামনে থেকে মিছিল করে দুপুর 2টো নাগাদ রাজভবন যাবেন মেডিক্যাল সার্ভিস ফোরামের চিকিৎসকরা ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে এবার রাজভবন অভিযানের ডাক চিকিৎসক সংগঠনের (মেডিক্যাল সার্ভিস ফোরামের তরফে দেওয়া ছবি৷)

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর প্রায় একমাস হতে চলল ৷ যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে সারা দেশ ও বিশ্ব । আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা । একাধিক কর্মসূচি নিয়েছেন তাঁরা । তবে এর মধ্যেই প্রথমে রাজ্য পুলিশ এই ঘটনার তদন্তভার নিলেও পরবর্তীকালে তা যায় সিবিআই-এর হাতে । তবে ঘটনার প্রায় এক মাসের মাথায়ও একজন ছাড়া আর কোনও অপরাধীকে শনাক্ত করা যায়নি । কেন এত দেরি হচ্ছে, সেই বিষয়েই রাজ্যপালকে চিঠি দেবেন মেডিকেল সার্ভিস ফোরামের চিকিৎসকরা ।

RG Kar Doctor Rape and Murder
সারা বিশ্বের কোথায় কোথায় মিছিল হতে চলেছে, তার তালিকা (মেডিক্যাল সার্ভিস ফোরামের তরফে দেওয়া ছবি৷)

তবে এর পরের দিন অর্থাৎ রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম ফোরামের তরফ থেকে ডাকা হয়েছে একটি মিছিল । সেটাও নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সামনে থেকে শুরু হবে দুপুর তিনটের সময় । ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল । তবে এই মিছিল যে শুধু কলকাতা শহরে হবে, তা নয় ৷ দেশে এবং দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই মিছিল করবেন চিকিৎসকরা । তাছাড়া শনি ও রবিবারের এই দুই কর্মসূচিতেই চিকিৎসকরা ছাড়াও থাকবেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নার্সরাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.