ETV Bharat / state

সৌরভ চক্রবর্তীকে সরিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন অথরিটির নয়া চেয়ারপার্সন প্রীতি গোয়েল - SJDA CHAIRMAN

Magistrate of Darjeeling: এসজেডিএ(SJDA)-এর নতুন চেয়ারপার্সন হলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ৷ ফিরহাদ হাকিমের সফরের পরেই পদ হারালেন সৌরভ চক্রবর্তী ৷

sjda Post
চেয়ারম্যান পদ গেল সৌরভ চক্রবর্তীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 9:01 AM IST

জলপাইগুড়ি, 15 জুন: বছর ঘুরতে না-ঘুরতেই ফের বদল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন অথরিটির (SJDA) চেয়ারম্যান। লোকসভায় ভরাডুবির খেসারত দিতে হল সৌরভকে? কারণ ভোটের পরাজয়ের পরেই পদ গেল সৌরভ চক্রবর্তীর! এসজেডিএ(SJDA)-এর চেয়ারপার্সন করা হল দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েলকে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে দু'দিনের সফরে আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে এসেছিলেন ফিরহাদ হাকিম। তাঁর সফরের পরেই চেয়ারম্যান পদ গেল সৌরভ চক্রবর্তীর।

এই ঘটনার পর সৌরভ চক্রবর্তীর প্রতিক্রিয়ায় জানান, এই বিষয়ে তিনি অবগত নন ৷ উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন অথোরিটির (SJDA) এর চেয়ারম্যান হন রুদ্র ভট্টাচার্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন রুদ্র ভট্টাচার্যকে সরিয়ে একবার গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়। তারপর গৌতম দেবকে সরিয়ে সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান পদে বসানো হয়। 2019 সালে লোকসভা ভোটে ভরাডুবির পর এসজেডিএ'র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌরভ চক্রবর্তীকে। সৌরভকে সরিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় বিজয় চন্দ্র বর্মনকে।

2019 সালে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সৌরভ চক্রবর্তী। তাঁকে সরিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ বিজয় চন্দ্র বর্মনক চেয়ারম্যান করা হয়েছিল। 2021 সালের অগস্ট মাসে বিজয় চন্দ্র বর্মনকে সরিয়ে ফের সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান করা হয়। তারপর থেকে সৌরভ চক্রবর্তীই শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছিলেন ৷ মাঝে 28 মার্চ 2023 জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই সৌরভ চক্রবর্তীকে সরিয়ে চেয়ারম্যান হন গৌতম দেব। ভাইস চেয়ারম্যান করা হয় সৌরভ চক্রবর্তীকে।

ধীরে ধীরে বিভিন্ন দলীয় ও প্রশাসনিক পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলের অন্দরে।এর আগেও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দিয়ে সদ্য তৃণমূল কংগ্রেসে আসা বিধায়ক সুমন কাঞ্জিলালকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে।

জলপাইগুড়ি, 15 জুন: বছর ঘুরতে না-ঘুরতেই ফের বদল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন অথরিটির (SJDA) চেয়ারম্যান। লোকসভায় ভরাডুবির খেসারত দিতে হল সৌরভকে? কারণ ভোটের পরাজয়ের পরেই পদ গেল সৌরভ চক্রবর্তীর! এসজেডিএ(SJDA)-এর চেয়ারপার্সন করা হল দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েলকে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে দু'দিনের সফরে আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে এসেছিলেন ফিরহাদ হাকিম। তাঁর সফরের পরেই চেয়ারম্যান পদ গেল সৌরভ চক্রবর্তীর।

এই ঘটনার পর সৌরভ চক্রবর্তীর প্রতিক্রিয়ায় জানান, এই বিষয়ে তিনি অবগত নন ৷ উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন অথোরিটির (SJDA) এর চেয়ারম্যান হন রুদ্র ভট্টাচার্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন রুদ্র ভট্টাচার্যকে সরিয়ে একবার গৌতম দেবকে চেয়ারম্যান করা হয়। তারপর গৌতম দেবকে সরিয়ে সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান পদে বসানো হয়। 2019 সালে লোকসভা ভোটে ভরাডুবির পর এসজেডিএ'র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌরভ চক্রবর্তীকে। সৌরভকে সরিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় বিজয় চন্দ্র বর্মনকে।

2019 সালে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সৌরভ চক্রবর্তী। তাঁকে সরিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ বিজয় চন্দ্র বর্মনক চেয়ারম্যান করা হয়েছিল। 2021 সালের অগস্ট মাসে বিজয় চন্দ্র বর্মনকে সরিয়ে ফের সৌরভ চক্রবর্তীকে চেয়ারম্যান করা হয়। তারপর থেকে সৌরভ চক্রবর্তীই শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছিলেন ৷ মাঝে 28 মার্চ 2023 জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝেই সৌরভ চক্রবর্তীকে সরিয়ে চেয়ারম্যান হন গৌতম দেব। ভাইস চেয়ারম্যান করা হয় সৌরভ চক্রবর্তীকে।

ধীরে ধীরে বিভিন্ন দলীয় ও প্রশাসনিক পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলের অন্দরে।এর আগেও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দিয়ে সদ্য তৃণমূল কংগ্রেসে আসা বিধায়ক সুমন কাঞ্জিলালকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.