শিলিগুড়ি, 27 অগস্ট: এবার বাগডোগরা বিমানবন্দরের সঙ্গে বিমান পরিষেবায় যুক্ত হতে চলেছে দুর্গাপুর ও ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বর ৷ সাধারণ মানুষ, নিত্যযাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্ট অথরিটি ৷ এতে খুশি উত্তরের পর্যটনমহলও। দীর্ঘদিনের দাবি ছিল, বাগডোগরা বিমানবন্দর থেকে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর বা অন্ডাল বিমানবন্দর এবং ভুবনেশ্বরের বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিমান পরিষেবা চালু হয়। সেই মতো পদক্ষেপ করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এরপরই ওই দুই বিমানবন্দরের সঙ্গে বিমান পরিষেবা চালু করার ছাড়পত্র মেলে।
বাগডোগরা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, 30 অগস্ট থেকেই দুর্গাপুর ও ভুবনেশ্বরের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু হবে বাগডোগরা থেকে। ইন্ডিগো বিমান সংস্থা ওই পরিষেবা চালু করছে ৷ বাগডোগরা থেকে দুর্গাপুর পর্যন্ত বিমান ভাড়া 4000 টাকা ৷ আর বাগডোগরা থেকে ভুবনেশ্বরের 5539 টাকা ৷ সোম, বুধ, শুক্র ও রবিবার সপ্তাহে এই চারদিন বাগডোগরা থেকে দুর্গাপুর ও ভুবনেশ্বরে বিমান চলাচল করবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দুপুর 1:15 মিনিটে বিমান ছাড়বে ৷ যা বাগডোগরা পৌঁছবে দুপুর 2:20 মিনিটে । একইভাবে দুপুর 2:55 মিনিটে বাগডোগরা থেকে যে বিমানটি ছাড়বে, সেটি বিকেল 4:05 মিনিটে দুর্গাপুরে পৌঁছবে। অন্যদিকে, ভুবনেশ্বর থেকে বাগডোগরা উদ্দেশ্যে বিমান সকাল 11:15 মিনিটে রওনা দেবে ৷ যেটি বাগডোগরায় পৌঁছবে দুপুর 2:20 মিনিটে ৷ পাশাপাশি, বাগডোগরা থেকে ভুবনেশ্বরের জন্য বিমান ছাড়বে 2:55 মিনিটে ৷ যেটি ওড়িশার রাজধানীতে পৌঁছবে সন্ধ্যা 6:15 মিনিটে ৷ এই দুই বিমানবন্দরের সঙ্গে বিমান পরিষেবা চালু হওয়ায় বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিচালনার সংখ্যা বেড়ে হল 34টি।
এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "বাগডোগরা বিমানবন্দর গোটা উত্তর-পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ৷ কেন্দ্র সরকার এই বিমানবন্দরের উন্নয়নের জন্য প্রায় 4 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷ আগামীতে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। আমার ভালো লাগছে যে, মানুষের চাহিদা অনুসারে আরও দু'টি বিমানবন্দরের সঙ্গে বাগডোগরা বিমানবন্দরের বিমান পরিষেবা চালু হল।