মেমারি, 10 এপ্রিল: প্রচারে বেরিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি ৷ মঙ্গলবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের নারা গুহারিয়া এলাকায় প্রচারে বিজেপি প্রার্থী সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ ৷ রাজ্যের শাসক দলের দাবি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গাড়ি দেখা গিয়েছে তাঁর প্রচারে। এই বিষয়ে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস অভিযোগ জানাবে বলে জানা গিয়েছে ।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "মঙ্গলবার মেমারির নারা গুহারিয়া দিলীপ ঘোষ প্রচারে এসেছিলেন। সেখানেই ভারত সরকারের একটা গাড়ি দেখা গিয়েছে। প্রশ্ন হল নির্বাচনের আচরণবিধি চালু হওয়ার পর কোন সরকারি পদে না-থাকা সত্ত্বেও একজন দলীয় প্রার্থী কীভাবে নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করছেন ? এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। কমিশনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত । দিলীপ ঘোষ যেদিন থেকে প্রার্থী হয়েছেন, সেদিন থেকে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছেন।"
তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রকে কটাক্ষ করেই দিলীপ ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস আইনকানুন বোঝে না। তাঁর দাবি, কোনও নির্বাচনী বিধি ভঙ্গ হয়নি । গাড়িটা যাঁর, তিনি ভারত সরকারের একটি কমিটির মেম্বার। সেখানে বোর্ড লাগাতেই পারেন। আর তাঁকে সরকারি গাড়ি কে দেবে!
প্রার্থী দিলীপ ঘোষের কথায়, "ওটা ভারত সরকারের গাড়ি নয়। গভঃ অফ ইন্ডিয়ার কমিটির মেম্বারের বোর্ড টাঙানো আছে গাড়িতে ৷ গাড়িটা তাঁর নিজের। ভারত সরকারের গাড়ি কে দেবে। এটি ব্যক্তিগত গাড়ি ৷ যাঁর গাড়ি সে এই বোর্ড টাঙিয়েছে ৷ আমি গাড়িতে এমপি লিখে রাখি। সেটা কি লিখব না ? আমি এমপি তাই লিখেছি। গাড়িতে বোর্ড লাগিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের লোকেরা কোন আইনকানুন বোঝে না। ওদের কথা নিয়ে জিজ্ঞাসা করবেন না।" এর আগে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ ৷ এই কারণে বিজেপি প্রার্থীকে শো-কজও করেছিল নির্বাচন কমিশন ৷
আরও পড়ুন: