জলপাইগুড়ি ও কলকাতা, 13 ডিসেম্বর: বাংলাদেশ প্রসঙ্গে কড়া তোপ দাগলেন দিলীপ ঘোষ। বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, বাংলাদেশে ভিখারিদের দেশ। তাদের কাছে খাদ্যও নেই, শিক্ষাও নেই। তারা কী করে ভারত দখল করবে? নেতার আরও সংযোজন পশ্চিমবঙ্গের পুলিশ পাঠিয়ে দিলেই বাংলাদেশই দখল হয়ে যাবে ! দিন কয়েক আগে পেট্রোপোল সীমান্তে গিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করার দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবার প্রায় একই পথে হেঁটে বাংলাদেশকে তীব্র আক্রমণ করলেন দিলীপ।
জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের ভাটপাড়া বিওপি এলাকায় বৃহস্পতিবার সকালে যান দিলীপ। সেখানে বিএসএফের জওয়ানদের সঙ্গে তাঁর কথা হয়। সফরের শুরুতে অবশ্য স্থানীয় এলাকায় বিজেপির সদস্যতা অভিযানে যোগ দেন নেতা। সেখানেই প্রতিবেশী দেশকে ভিখারির দেশ থেকে শুরু করে অশিক্ষিতদের দেশ-সবই বলে ফেলেন নিজস্ব ভঙ্গিমায়।
শুধু তাই নয়, ভারত চাইলেই যে বাংলাদেশ দখল করে নিতে পারে সে কথাও সদর্পে ঘোষণা করে দেন দিলীপ। সরব হন মুক্তিযুদ্ধের বিষয় নিয়েও । প্রাক্তন সাংসদ বলেন, " সীমানার এপাশে (ভারতে) শান্তি আছে। আমরা চাইছি ওপারেও শান্তি থাকুক। এপারের সংখ্যালঘুদের মতো বাংলাদেশের সংখ্যালঘুরাও যাতে সুরক্ষিত থাকেন সেটাই আমরা সেটাই চাই ।"
খালেদা জিয়ার দল বিএনপির একাধিক নেতা বারবার বাংলা তথা ভারত দখল নেওয়ার কথা বলেছেন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, "এসসব পাগলামি । যাঁদের ভাত জোটে না, শরীরে কাপড়টুকুও নেই, শিক্ষাদিক্ষা নেই, সেই ভিখিরিরা ভারত দখল করবে! পশ্চিমবঙ্গের পুলিশকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলেই ও দেশ দখল হয়ে যাবে ।" পাশাপাশি তাঁর অভিযোগ, বাংলাদেশ ভারত দখল নেওয়ার কথা বলছে । কিন্তু তাদের নিজেদের দেশে মৌলবাদের আতঙ্ক বাড়ছে । হিন্দুরা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে ।
এদিকে জলপাইগুড়িতে মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিলীপ আরও বলেন," বাংলাদেশে অনেকে আজ বড় বড় কথা বলছেন! তাঁরা অতীত ভুলে গিয়েছেন । আমরা তাঁদের পূ্র্বপুরুষদের প্রাণে বাঁচিয়েছি। লক্ষ লক্ষ লোকেদের আমরাই খাইয়েছি। কিছু মানুষ সে সব ভুলে গিয়েছে ।" অন্য একটি প্রসঙ্গে দিলীপের দাবি, ভিখিরিরা বড় বড় কথা বলে কিন্তু তাদের ফুটপাথেই শুতে হয়। ভারত খাবার-জল দেওয়া বন্ধ করে দিলে বাংলাদেশের অর্ধেক লোক না খেতে পেয়ে মরে যাবে । কিছু মানুষ এসব না বুঝে যা প্রাণে চায় বলে যাচ্ছে! তাদের কথার কোনও গুরুত্ব নেই । যারা নিজের দেশের প্রধানমন্ত্রীর বাসভবন লুঠ করে তাদের নিয়ে কোনও কথাই বলা যায় না ।
এদিন এই প্রসঙ্গে কার্যত একই কথা বলতে শোনা যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে । তিনি বলেন, "ভারত যদি না থাকত তাহলে বাংলাদেশ তৈরি হত না। বাংলাদেশের অস্তিত্বটাই ভারতের জন্য। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো তাহলে পাকিস্তানের সেনারা ওদের শেষ করে দিত। বাংলাদেশে যেখানে এসে দাঁড়িয়েছে তার পুরোটাই ভারতবর্ষের জন্য।"