ETV Bharat / state

'টাকা নিলে বিজেপি মণ্ডল সভাপতির শাস্তি হওয়া উচিত', সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো নিয়ে দিলীপ - Sandeshkhali Viral Video - SANDESHKHALI VIRAL VIDEO

Dilip Ghosh on Sandeshkhali Viral Video: "সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে টাকা দেওয়া হলে তাঁরও শাস্তি হওয়া উচিত ৷" এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh on Sandeshkhali Viral Video
সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 10:27 AM IST

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে দিলীপ (ভিডিয়ো সূত্র: রিপোর্টার)

দুর্গাপুর, 5 মে: "ও কি যুক্ত ? ওকে টাকা দেওয়া হয়েছে কি ? তাহলে ওকে সাজা দেওয়া উচিত," সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিয়ো (ইটিভি ভারত তার সত্যতা যাচাই করেনি) নিয়ে অভিযোগ তোলা বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালকে নিয়ে মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । শনিবার বিজেপি প্রার্থী দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বঙ্গীয় যাদব মহাসভার বৈঠকে যোগ দেন। বহু বিজেপি কর্মী-সমর্থকদেরও উপস্থিতি ছিল সেখানে।

তিনি বলেন, "ইডির ওপর হামলা, মহিলাদের উপর অত্যাচার, অস্ত্র উদ্ধার সমস্ত কিছুই শাহজাহান স্বীকার করেছে। তৃণমূল জানবে কী করে ? তদন্ত চলছে, তদন্তের ওপর ভরসা রাখা দরকার।" তৃণমূল অভিযোগ তুলেছে, সন্দেশখালির ঘটনা শুভেন্দু অধিকারীর সাজানো এবং টাকা দিয়ে করানো হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "স্টিং অপারেশন তদন্তের আওতায়। তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেরাই চক্রান্ত করছে। আর অন্যের উপর কথা বলছে ।’’

উল্লেখ্য, সন্দেশখালি 2 মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে শোনা গিয়েছে, গঙ্গাধর কয়াল সন্দেশখালির ঘটনাকে ষড়যন্ত্র বলে জানাচ্ছেন। সন্দেশখালিতে আন্দোলনকে ধরে রাখার জন্য শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গীরা মোবাইল ও টাকা দিয়েছিলেন বলে এমন কথোপকথন এই ভিডিয়োর মধ্যে রয়েছে। এনিয়ে শুধু দিলীপবাবু নন, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "ওই ভিডিয়ো ফেক ।" শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করতে এই স্টিং অপারেশন করা হয়েছে।"

এর আগে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পরিকল্পিত বলে দাবি করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । বলেন, "তৃণমূল মহিলাদের ব্যবহার করে ৷ এক্ষেত্রেও তাই হয়েছে।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো মিথ্যা, দাবি শুভেন্দুর; সিবিআইকে চিঠি গঙ্গাধরের
  2. 'অভিযোগের পর দিনই পালিয়ে গেলেন কেন ?', শ্লীলতাহানি নিয়ে রাজ্যপালকে খোঁচা অভিষেকের
  3. 'আরেকটু যাচাই করে নিলে ভালো হত', শাহজাহানকে নিয়ে আক্ষেপ অভিষেকের

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে দিলীপ (ভিডিয়ো সূত্র: রিপোর্টার)

দুর্গাপুর, 5 মে: "ও কি যুক্ত ? ওকে টাকা দেওয়া হয়েছে কি ? তাহলে ওকে সাজা দেওয়া উচিত," সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিয়ো (ইটিভি ভারত তার সত্যতা যাচাই করেনি) নিয়ে অভিযোগ তোলা বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালকে নিয়ে মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । শনিবার বিজেপি প্রার্থী দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বঙ্গীয় যাদব মহাসভার বৈঠকে যোগ দেন। বহু বিজেপি কর্মী-সমর্থকদেরও উপস্থিতি ছিল সেখানে।

তিনি বলেন, "ইডির ওপর হামলা, মহিলাদের উপর অত্যাচার, অস্ত্র উদ্ধার সমস্ত কিছুই শাহজাহান স্বীকার করেছে। তৃণমূল জানবে কী করে ? তদন্ত চলছে, তদন্তের ওপর ভরসা রাখা দরকার।" তৃণমূল অভিযোগ তুলেছে, সন্দেশখালির ঘটনা শুভেন্দু অধিকারীর সাজানো এবং টাকা দিয়ে করানো হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "স্টিং অপারেশন তদন্তের আওতায়। তৃণমূল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেরাই চক্রান্ত করছে। আর অন্যের উপর কথা বলছে ।’’

উল্লেখ্য, সন্দেশখালি 2 মণ্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে শোনা গিয়েছে, গঙ্গাধর কয়াল সন্দেশখালির ঘটনাকে ষড়যন্ত্র বলে জানাচ্ছেন। সন্দেশখালিতে আন্দোলনকে ধরে রাখার জন্য শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গীরা মোবাইল ও টাকা দিয়েছিলেন বলে এমন কথোপকথন এই ভিডিয়োর মধ্যে রয়েছে। এনিয়ে শুধু দিলীপবাবু নন, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "ওই ভিডিয়ো ফেক ।" শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করতে এই স্টিং অপারেশন করা হয়েছে।"

এর আগে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পরিকল্পিত বলে দাবি করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । বলেন, "তৃণমূল মহিলাদের ব্যবহার করে ৷ এক্ষেত্রেও তাই হয়েছে।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো মিথ্যা, দাবি শুভেন্দুর; সিবিআইকে চিঠি গঙ্গাধরের
  2. 'অভিযোগের পর দিনই পালিয়ে গেলেন কেন ?', শ্লীলতাহানি নিয়ে রাজ্যপালকে খোঁচা অভিষেকের
  3. 'আরেকটু যাচাই করে নিলে ভালো হত', শাহজাহানকে নিয়ে আক্ষেপ অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.