বর্ধমান, 18 এপ্রিল: "তৃণমূল কংগ্রেসের ভাড়া করা কয়েকজন মুর্শিদাবাদে অশান্তি করেছে ৷" শক্তিপুরে রামনবমীর শোভাযাত্রায় অশান্তির প্রেক্ষিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এমনটাই বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷
বৃহস্পতিবার সকালে বর্ধমানের বীরহাটায় চা চক্রে যোগ দেন তিনি ৷ সেখানে মমতাকে আক্রমণ করে বলেন, "মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় ইটপাথর, বোমা মারার চেষ্টা করা হয়েছে ৷ বেশ কয়েকদিন ধরে সংখ্যালঘুদের উস্কানিমূলক কথাবার্তা বলে সংঘর্ষ বাধাবার চেষ্টা করছেন ৷ এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন । তাঁর প্ররোচনায় পা দিয়ে সংখ্যালঘুরা বদনামও হয়েছেন ৷ তবে এখন তাঁরা বুঝতে পেরেছেন মোদি জমানায় দেশের অনেক উন্নয়ন হয়েছে ৷ তারাও সেই সুযোগ-সুবিধা পেয়েছেন ৷"
এরপরই তাঁর সংযোজন, "সংখ্যালঘু সমাজ মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেয়নি। সেকারণেই নিজের কিছু ভাড়াটিয়া লোককে দিয়ে উৎপাত করানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস ।" সেইসঙ্গে দিলীপের দাবি, চলতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সংখ্যালঘু সমাজ ৷ সেটা বুঝতে পেরেই তাঁদের নানাভাবে উত্যক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী ।
অযোধ্যায় ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার পর এই বছর দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হয় রামনবমীর উৎসব ৷ উৎসাহের সঙ্গে পালিত হয় এই রাজ্যেও ৷ বুধবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর ৷ অভিযোগ, শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোড়া হয় ৷ এমনকি বোমাবাজির অভিযোগ করেন স্থানীয়রা ৷ এই ঘটনায় তিন মহিলা ও শিশু-সহ মোট 20 জন আহত হন ৷ তাঁদের মধ্যে বুধবার রাতে বয়স্ক মহিলা-সহ 3 জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার আরও এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে ৷
অন্যদিকে, প্রথম দফার নির্বাচনের আগে এই ঘটনায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে গোটা এলাকায় ৷ বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু রাস্তা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন: