কলকাতা, 23 এপ্রিল: 2024-এর লোকসভা নির্বাচন অনেক দিক থেকেই আলাদা। বলা যায় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসবে যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে অংশগ্রহণ করানো যায় তাই সেই বিষয় যত্নবান নির্বাচন কমিশন। মহিলা পরিচালিত বুথ থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত বুথ থাকছে এই নির্বাচনে। তাঁরাও যে কারও থেকে কম নয়। ভোটের কাজ করার ব্যাপারে যে তাঁরাও সক্ষম ভূমিকা পালন করতে পারেন সেই বার্তা দিতেই দেশ তথা রাজ্যে পিডব্লিউডি বুথ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার আগেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে, বিশেষভাবে সক্ষমরাও যে সমাজে প্রান্তিক নয়, তাঁদেরও নির্বাচনের কাজে ভূমিকা রয়েছে ৷ তাঁরাই এবার গোটা বুথ পরিচালনায় থাকবেন।
- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা 80 হাজারের কিছু বেশি।
- প্রতিটি বুথে ভোটার সংখ্যা প্রায় 1000 থেকে 1500।
- এই মোট বুথ সংখ্যার মধ্যে সারা রাজ্যে 1000টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে ৷
- 24টি বুথ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিচালনায় থাকবে। অর্থাৎ, প্রতিটি রাজ্যে একটি করে বুথ থাকছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিচালনাধীন ৷ মূলত, মহিলা ভোটারদের বুথমুখী করতে কমিশন লোকসভা নির্বাচনের এই ব্যবস্থা নিয়েছে।
- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা রাজ্যে মহিলাদের দ্বারা পরিচালিত বুথের সংখ্যা হল 6 হাজার 243টি।
- এই মোট সংখ্যার মধ্যে ডায়মন্ড হারবার এবং কলকাতার দক্ষিণ সংসদীয় কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলাদের দ্বারা পরিচালিত বুথ রয়েছে।
- এই দু'টি কেন্দ্রেই 422টি করে বুথ রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের এক আধিকারিক জানান, বিশেষভাবে সক্ষম বহু সরকারি কর্মীরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন ৷ তাঁদের আবেদন ছিল, অন্যান্য সরকারি আধিকারিকদের যেমন নির্বাচনের বিভিন্ন কাজে লাগানো হয়, তাঁদেরও এই কাজে লাগানো হোক ৷ কারণ, কাজের ক্ষেত্রে তাঁরাও অন্যান্যদের থেকে কোনও অংশে পিছিয়ে নন । তাই বিশেষভাবে সক্ষম সরকারি কর্মীদেরও এবার বুথ পরিচালনার কাজে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ, এই 24টি বুথে সবকর্মীরাই বিশেষভাবে সক্ষম।
তবে কমিশন সূত্রে খবর, বিশেষভাবে সক্ষম ভোট কর্মীদের কিছুটা সুবিধা করে দেওয়ার জন্য তাঁদের বিডিও অফিস বা ডিএম অফিসের কাছাকছি বুথগুলিতেই ডিউটি দেওয়া হবে । যে সব বুথে যাতায়াতের সুগম ব্যবস্থা রয়েছে সেই সব বুথেরই দায়িত্ব দেওয়া হবে তাঁদের ৷ তাঁদের যাতে সব রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়, সেই বিষয়টির উপরেও নজর থাকবে কমিশনের । এমনকী কোনও স্পর্শকাতর বুথে তাঁদের ডিউটি দেওয়া হবে না । কারণ, ভোটের দিন কোনও সমস্যার সৃষ্টি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেও পারে । তাই এ বিষয়েও আগাম সতর্ক কমিশন ৷
আরও পড়ুন: