শিলিগুড়ি, 24 জানুয়ারি: চলতি আর্থিক বছরেই গতবারের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়ের শিখরে দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) ৷ এতে উচ্ছ্বসিত উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ আর্থিক বছর শেষের আগেই গতবারের তুলনায় তিন কোটি টাকা বেশি আয় করেছে ডিএইচআর ৷ এখনও পর্যন্ত ডিএইচআরের আয় 17 কোটি 36 লক্ষ টাকা ৷ গত আর্থিক বছরে ডিএইচআরের আয় হয়েছিল মোট 14 কোটি 23 লক্ষ টাকা ৷ আর 2021-22 অর্থবর্ষে আয় ছিল 12 কোটি টাকা ৷ চলতি অর্থবর্ষের শেষে আয় আরও বাড়বে বলে আশাবাদী রেল আধিকারিকরা ৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "এটা আমাদের কাছে খুব গর্বের ও খুশির বিষয় ৷ টয়ট্রেনের পরিষেবা কীভাবে উন্নত করা যায়, তার জন্য আমরা নিয়মিত কাজ করছি ৷ পর্যটকদের কথা মাথায় রেখে নতুন নতুন পরিষেবা আনা হচ্ছে ৷"
হেরিটেজ শিরোপাধারী দার্জিলিংয়ের টয়ট্রেন দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র ৷ দার্জিলিং শহরে এই মুহুর্তে 12টি জয়রাইড চলাচল করছে আগে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চার জোড়া জয়রাইড চালানো হত ৷ এছাড়াও বর্তমানে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং প্রতিদিন টয়ট্রেন চলছে ৷ পাশাপাশি স্টিম ইঞ্জিন দিয়ে জঙ্গল টি-সাফারি, রেড পান্ডা-সহ হিমকন্যার মতো বিশেষ পরিষেবাগুলিও চালু রয়েছে ৷
আয় বাড়ানোর লক্ষে চার্টার ট্রেন, সিনেমার শ্যুটিং ট্রেন-সহ হেরিটেজ ডাইনিং কার বা গাড়ি ডিএইচআর ভাড়া দিয়ে থাকে ৷ শুধু তাই নয়, তারা দার্জিলিং শহরে একটি কোচ রেস্টুরেন্ট ও কার্শিয়াং শহরে একটি হেরিটেজ রেস্টুরেন্ট 2023 সালে চালু করেছে ৷ পাশাপাশি 25 নভেম্বর থেকে10 ডিসেম্বর দার্জিলিংয়ে অনুষ্ঠিত ঘুম ফেস্টিভ্যালেও ভালো সাফল্য মিলেছে ৷ পাহাড়বাসীরা ছাড়াও দেশ-বিদেশের বহু পর্যটকরা ওই উৎসবে অংশ নিয়েছিল ৷ যার ফলে দার্জিলিং হিমালয়ান রেলের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসার ঘটেছে ৷
তাই এবার ডিএইচআরের জনপ্রিয়তা বাড়াতে আরও বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে ৷ স্টেশনগুলিকে সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানো হবে ৷ ইতিমধ্যে দার্জিলিং ও ঘুম স্টেশনের কাজ শুরুও হয়ে গিয়েছে ৷ তবে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে একাধিকবার লাইনচ্যুত হয়েছে টয়ট্রেন ৷ বারবার লাইনচ্যুত হওয়ায়, কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছিল রেল কর্তৃপক্ষ ৷ যদিও, তড়িঘড়ি সেই সমস্যা সমাধানে ময়দানে নেমেছে রেল আধিকারিকরা ৷
আরও পড়ুন: