নৈহাটি, 26 অক্টোবর: বড়মার মাহাত্ম্য রাজ্যের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে দেশ-বিদেশেও ৷ প্রতি বছরই কালীপুজোর সময় বহু পুণ্যার্থী ভিড় করেন এখানে। মনের বাসনা পূরণের জন্য মায়ের কাছে পুজো দেন । সে কথা মাথায় রেখে এবার ভক্তদের জন্য ‘অ্যাপ’ নিয়ে এল নৈহাটি বড়মা পুজো কমিটি । সেই অ্যাপের মাধ্যমেই এবার থেকে বাড়িতে বসে সরাসরি পুজো দিতে পারবেন ভক্তরা । এমনটাই জানিয়েছে মন্দির কমিটি ।
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে । ইতিমধ্যে সেই অ্যাপের সাহায্যে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত পুজো দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন বলে জানা গিয়েছে ।
অ্যাপের মাধ্যমে কীভাবে পুজো দেওয়া যাবে ?
মন্দির কমিটি জানিয়েছে, গুগল প্লে স্টোর থেকে ‘জয় বড় মা’ অ্যাপটি ইনস্টল করে মেলের মাধ্যমে অ্যাপে লগ ইন করতে হবে । তারপরের ধাপে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে তৈরি করতে হবে নিজের প্রোফাইল । এরপর অ্যাপের পুজো অপশনে ক্লিক করলেই অমাবস্যা, শনিবার, মঙ্গলবার-সহ একাধিক দিনের পুজোর তালিকা খুলে যাবে।
নিজের পছন্দমতো দিন বেছে নিতে হবে । তারপরই খুলে যাবে নাম, গোত্র, ঠিকানা, তারিখ এবং ফোন নম্বর লেখার জায়গা। সেটি পূরণ করলেই পুজোর তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে ।
পুজো দেওয়ার পর দক্ষিণা দেবেন কীভাবে ?
মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, তার জন্যও রয়েছে নির্দিষ্ট অপশন। নাম নথিভুক্ত করার সময় দক্ষিণা দেওয়ার অপশনে গেলে নিজের খুশিমতো অর্থ দিতে পারবেন। সেক্ষেত্রে অনলাইন বা ইউপিআই অ্যাপ ব্যবহার করে টাকা দিতে হবে। তবে দক্ষিণা দেওয়ার বিষয়টি ঐচ্ছিক । দক্ষিণা দিতে চান নাকি দিতে চান না সেটা জেনে নেওয়া হবে শুরুতেই।
প্রসঙ্গত, নৈহাটির বড়মার পুজো এবছর 101 বছরে পা দিয়েছে । গত 17 অক্টোবর লক্ষ্মীপুজোর দিন বড়মার কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয়েছে 'জাগ্রত' এই পুজোর । মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে কষ্টিপাথরের মূর্তি । যার উদ্ধোধন হয়েছিল গত বছরে । এছাড়া মায়ের নবনির্মিত মন্দিরও তৈরি হয়েছে । পুজো কমিটির দাবি, তারপর থেকেই ভিড় বাড়তে শুরু করেছে বড়মার এই মন্দিরে। সোশাল মিডিয়ার সৌজন্যে রাজ্যের একাধিক জেলা, এমনকী দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পুজোর অনুরোধ আসতে শুরু করে বড়মা মন্দির কমিটির কাছে । ভক্তদের অনুরোধে সাড়া দিয়ে অবশেষে অনলাইনে তাঁদের পুজোর ব্যবস্থা করল বড়মা মন্দির কমিটি ।
মায়ের 22 ফুট উঁচু প্রতিমা নির্মাণ দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে । তাই কালীপুজোর ক’দিন কোনও ভক্তই যাতে পুজো দেওয়া থেকে বঞ্চিত না-থাকেন, সেই ভাবনা থেকেই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একই সঙ্গে পুজোর দিন ভক্তরা যাতে সুষ্ঠুভাবে মায়ের পুজো দেখতে পারেন, সেজন্য মন্দিরের বাইরে তিনশো স্কোয়ার ফিটের একটি বড় এলইডি স্ক্রিনও লাগানো হয়েছে ।
এই বিষয়ে বড়মা প্রসার সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, ‘‘ভক্তদের অনুরোধে সাড়া দিয়ে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি ।অনলাইনে অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই শর্ত ছিল স্বচ্ছতা রাখতে হবে । তাই অ্যাপের মাধ্যমে পুজো দেওয়ার ক্ষেত্রে দক্ষিণা বাধ্যতামূলক নয় । এছাড়াও অ্যাপের মাধ্যমে কতবার পুজো দেওয়া হয়েছে, মোট কত টাকা দক্ষিণা দেওয়া হয়েছে তার পেমেন্ট হিস্ট্রিও ভক্তরা দেখতে পারবেন ।’’