ETV Bharat / state

তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Ram Navami Rally: রামনবমী শোভাযাত্রায় বন্দুক হাতে নিয়ে দেখা যায় এক যুবককে। যদিও পরে জানা যায় যে, আগ্নেয়স্ত্রটি আসল নয়, সেটি আসলে একটি গ্যাস লাইটার। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা করতে দেখা গিয়েছে গেরুয়া বাহিনীকে।

RAM NAVAMI RALLY
তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 6:35 PM IST

Updated : Apr 17, 2024, 7:56 PM IST

রামনবমী শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র!

রামপুরহাট, 17 এপ্রিল: তরোয়াল-বন্দুক, বীরভূমে রাম নবমীর মিছিলে কিছুই বাদ গেল না। রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রামনবমী শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যায় এক যুবককে। যদিও পরে জানা যায়, বন্দুক নয়, আসলে সেটি একটা গ্যাস লাইটার। অন্যদিকে, বড় বড় তরোয়াল হাতে মিছিল করে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা করতে দেখা গিয়েছে গেরুয়া বাহিনীকে। সে নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। রামনবমীতে অস্ত্র কেন ? সেই বিষয়ে অনেকে ব্যাখ্যাও দিয়েছেন । কিন্তু, এবার রামের শোভাযাত্রায় পিস্তল হাতে দেখা যায় এক যুবককে।

রামপুরহাট পাঁচমাথা মোড়ে প্রতিবারের মতো এবার একটি সভামঞ্চ করা হয়েছিল । সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এই শোভাযাত্রায় অংশ নেওয়া সকলকে স্বাগত জানান। নিরাপত্তার বলয়ে ঘেরা ছিল গোটা এলাকা। তবে বেলা 12টা নাগাদ শোভাযাত্রায় নীল পঞ্চাবি পরা এক যুবকের হাতে একটি পিস্তল নিয়ে নাচার ছবি ধরা পড়ে ক্যামেরায় । তারপর খবর যায় রামপুরহাট থানায়। নিমেষের মধ্যে বেপাত্তা হয়ে যায় ওই যুবক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মিনিটের জন্য ওই যুবককে পিস্তল নিয়ে পাঁচমাথায় নাচতে দেখে সাধারণ মানুষ। যখন ঘটনাটি ঘটে, তখন মঞ্চে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহরের পৌরপিতা সৌমেন ভকত-সহ এলাকার তৃণমূলের নেতারা । এত নিরাপত্তার মধ্যে কীভাবে প্রকাশ্যে পিস্তল হাতে ওই যুবক সেখানে এল বা সেখানে উপস্থিত কর্তব্যরত পুলিশের চোখের সামনে থেকে কীভাবেই বা হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে । তবে, পরে ওই যুবককে খুঁজে বের করে পুলিশ ৷ দেখা যায়, যুবকের হাতে থাকা যে পিস্তলকে ঘিয়ে উত্তেজনা, সেটি আসলে একটি গ্যাস লাইটার।

প্রসঙ্গত, রাম নবমীর মিছিলে সকাল সকাল বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্যদের দেখা গেল হাতে বড় বড় তরোয়াল নিয়ে মিছিল করতে ৷ দেবাশিসবাবু প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস। ফলে অস্ত্র নিয়ে মিছিলে তাঁর যোগদান নিয়ে প্রশ্ন উঠেছে ও বিতর্ক তৈরি হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমোদন দিল না কমিশন
  2. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
  3. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের

রামনবমী শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র!

রামপুরহাট, 17 এপ্রিল: তরোয়াল-বন্দুক, বীরভূমে রাম নবমীর মিছিলে কিছুই বাদ গেল না। রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রামনবমী শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা যায় এক যুবককে। যদিও পরে জানা যায়, বন্দুক নয়, আসলে সেটি একটা গ্যাস লাইটার। অন্যদিকে, বড় বড় তরোয়াল হাতে মিছিল করে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর।

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা করতে দেখা গিয়েছে গেরুয়া বাহিনীকে। সে নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। রামনবমীতে অস্ত্র কেন ? সেই বিষয়ে অনেকে ব্যাখ্যাও দিয়েছেন । কিন্তু, এবার রামের শোভাযাত্রায় পিস্তল হাতে দেখা যায় এক যুবককে।

রামপুরহাট পাঁচমাথা মোড়ে প্রতিবারের মতো এবার একটি সভামঞ্চ করা হয়েছিল । সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এই শোভাযাত্রায় অংশ নেওয়া সকলকে স্বাগত জানান। নিরাপত্তার বলয়ে ঘেরা ছিল গোটা এলাকা। তবে বেলা 12টা নাগাদ শোভাযাত্রায় নীল পঞ্চাবি পরা এক যুবকের হাতে একটি পিস্তল নিয়ে নাচার ছবি ধরা পড়ে ক্যামেরায় । তারপর খবর যায় রামপুরহাট থানায়। নিমেষের মধ্যে বেপাত্তা হয়ে যায় ওই যুবক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মিনিটের জন্য ওই যুবককে পিস্তল নিয়ে পাঁচমাথায় নাচতে দেখে সাধারণ মানুষ। যখন ঘটনাটি ঘটে, তখন মঞ্চে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহরের পৌরপিতা সৌমেন ভকত-সহ এলাকার তৃণমূলের নেতারা । এত নিরাপত্তার মধ্যে কীভাবে প্রকাশ্যে পিস্তল হাতে ওই যুবক সেখানে এল বা সেখানে উপস্থিত কর্তব্যরত পুলিশের চোখের সামনে থেকে কীভাবেই বা হারিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে । তবে, পরে ওই যুবককে খুঁজে বের করে পুলিশ ৷ দেখা যায়, যুবকের হাতে থাকা যে পিস্তলকে ঘিয়ে উত্তেজনা, সেটি আসলে একটি গ্যাস লাইটার।

প্রসঙ্গত, রাম নবমীর মিছিলে সকাল সকাল বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্যদের দেখা গেল হাতে বড় বড় তরোয়াল নিয়ে মিছিল করতে ৷ দেবাশিসবাবু প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস। ফলে অস্ত্র নিয়ে মিছিলে তাঁর যোগদান নিয়ে প্রশ্ন উঠেছে ও বিতর্ক তৈরি হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমোদন দিল না কমিশন
  2. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
  3. আইনশৃঙ্খলা রক্ষা করতে না পেরে রামনবমীর শোভাযাত্রায় বাধা দিচ্ছে মমতার সরকার, অভিযোগ দিলীপ ঘোষের
Last Updated : Apr 17, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.