ETV Bharat / state

হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে গাল ফাটল ডেপুটি ম্যাজিস্ট্রেটের ! - Attack on Deputy Magistrate - ATTACK ON DEPUTY MAGISTRATE

Kalyani Gandhi Hospital: কল্যাণীর গান্ধি হাসপাতালে রক্তারক্তি কাণ্ড ৷ অসুস্থ ভাইকে দেখতে এসে গাল ফাটল বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের ৷ হাসপাতালের কর্মীদের দিকেই আঙুল তুলেছেন তিনি ৷ রোগীর পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ পালটা নিরাপত্তারক্ষীদেরও দাবি, তাঁরা এমন কিছুই করেননি ৷

Kalyani Gandhi Hospital
গাল ফাটল ডেপুটি ম্যাজিস্ট্রেটের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 10:17 PM IST

Updated : Jul 27, 2024, 10:34 PM IST

কল্যাণী, 27 জুলাই: ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় আটক দুই নিরাপত্তারক্ষী ৷ শনিবার ঘটনাটি ঘটেছে কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধি হাসপাতালে ৷ অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করেছে ৷

কল্যাণীর একটি হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে বিতর্কের মাঝে গাল ফাটল ডেপুটি ম্যাজিস্ট্রেটের (ইটিভি ভারত)

এই ঘটনায় সুশান্ত কুমার বলেন, "আমার ভাই হাসপাতালে ভর্তি রয়েছে ৷ ওকে দেখতে এসে আমার এই অবস্থা ৷ এর বেশি আর কিছু বলব না। আমার চোট লেগেছে।" অভিযুক্ত এক নিরাপত্তারক্ষী বলেন, "আমাদের মেরেছে। আমরা কিছু করিনি ৷" কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালের সুপার আশিস মৈত্র অবশ্য সংবাদমাধ্যমে দাবি করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট বা তাঁর পরিবারের কাছে রোগীকে দেখার জন্য বৈধ ভিজিটিং কার্ড বা টিকিট ছিল না ৷ সময় শেষ হওয়ার পর হাসপাতালে ঢোকার চেষ্টা করতেই গণ্ডগোল বাঁধে ৷

জানা গিয়েছে, এদিন হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা ৷ তাঁর আদি বাড়ি নদিয়ার তেহট্টে। শুক্রবার বেতাই থেকে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের এক ভাই হাসপাতালে ভর্তি হন ৷ শনিবার সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আরেক ভাই, অসুস্থ ভাইকে দেখতে খাবার নিয়ে হাসপাতালে পৌঁছন ৷ তখন খাবার নিয়ে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ৷ এনিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷

ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালার ওই ভাইকে এক নিরাপত্তারক্ষী মারধর করে বলে অভিযোগ। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ৷ তাঁকেও মারধর করা হয় বলে দাবি ৷ মারধরের কারণে সুশান্ত কুমার বালার মুখের একটি অংশে গভীর চোট লাগে ৷ তবে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে ৷ ঘটনায় খবর দেওয়া হয়েছিল কল্যাণী থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়।

কল্যাণী, 27 জুলাই: ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় আটক দুই নিরাপত্তারক্ষী ৷ শনিবার ঘটনাটি ঘটেছে কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধি হাসপাতালে ৷ অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করেছে ৷

কল্যাণীর একটি হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে বিতর্কের মাঝে গাল ফাটল ডেপুটি ম্যাজিস্ট্রেটের (ইটিভি ভারত)

এই ঘটনায় সুশান্ত কুমার বলেন, "আমার ভাই হাসপাতালে ভর্তি রয়েছে ৷ ওকে দেখতে এসে আমার এই অবস্থা ৷ এর বেশি আর কিছু বলব না। আমার চোট লেগেছে।" অভিযুক্ত এক নিরাপত্তারক্ষী বলেন, "আমাদের মেরেছে। আমরা কিছু করিনি ৷" কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালের সুপার আশিস মৈত্র অবশ্য সংবাদমাধ্যমে দাবি করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট বা তাঁর পরিবারের কাছে রোগীকে দেখার জন্য বৈধ ভিজিটিং কার্ড বা টিকিট ছিল না ৷ সময় শেষ হওয়ার পর হাসপাতালে ঢোকার চেষ্টা করতেই গণ্ডগোল বাঁধে ৷

জানা গিয়েছে, এদিন হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা ৷ তাঁর আদি বাড়ি নদিয়ার তেহট্টে। শুক্রবার বেতাই থেকে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের এক ভাই হাসপাতালে ভর্তি হন ৷ শনিবার সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আরেক ভাই, অসুস্থ ভাইকে দেখতে খাবার নিয়ে হাসপাতালে পৌঁছন ৷ তখন খাবার নিয়ে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ৷ এনিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷

ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালার ওই ভাইকে এক নিরাপত্তারক্ষী মারধর করে বলে অভিযোগ। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ৷ তাঁকেও মারধর করা হয় বলে দাবি ৷ মারধরের কারণে সুশান্ত কুমার বালার মুখের একটি অংশে গভীর চোট লাগে ৷ তবে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে ৷ ঘটনায় খবর দেওয়া হয়েছিল কল্যাণী থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়।

Last Updated : Jul 27, 2024, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.