ETV Bharat / state

গণেশ পুজোর শোভাযাত্রাতে আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবি, মৌন মিছিলের মাধ্যমে মণ্ডপে এল মূর্তি - Ganesh Puja - GANESH PUJA

RG Kar Protest in Ganesh Puja: গণেশ পুজোতেও আরজি করের প্রতিবাদে সরব উদ্যোক্তারা ৷ বিচারের দাবিতে মৌন মিছিল করে মূর্তি আনা হল মণ্ডপে ৷ এবার পুজোতে থাকবে না কোনও জৌলুস ৷

Ganesh Puja procession
গণেশ পুজোর শোভাযাত্রা জলপাইগুড়িতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 12:29 PM IST

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: কোনও আড়ম্বর নেই । মোমবাতি হাতে মৌন মিছিলের মধ্য দিয়ে পুজো মণ্ডপে এলেন গণেশ ৷ সিদ্ধিদাতার শোভাযাত্রাতেও উঠল একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস' অর্থাৎ আরজি কর-কাণ্ডের সুবিচার । গণেশ পুজো উদোক্তাদের ডাক, 'এবারের পুজো হোক জৌলুসহীন ৷ বিচার পাক আমাদের বাড়ির মেয়ে আরজি করের নির্যাতিতা ৷'

গণেশ পুজোর শোভাযাত্রাতে আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবি (ইটিভি ভারত)

আজ থেকে শুরু হয়েছে গণেশ পুজো ৷ তবে এবারের পুজো আর পাঁচটা বছরের মতো নয় ৷ এবারে পুজোর আনন্দ উৎসবের থেকেও ছাপিয়ে দাবি উঠছে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি ও সুবিচার ৷ এমন পরিস্থিতিতে গণেশ পুজোর আয়োজন আগেই কাটছাটের কথা ঘোষণা করেছিলেন জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া সর্বজনীন গণেশ পুজো কমিটির সদস্যরা । তাঁদের পুজো হলেও এবার বাতিল করা হয়েছে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । পাশাপাশি শুক্রবার গণেশ পুজোর শোভাযাত্রাতেও আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবি তুললেন তাঁরা ।

পাণ্ডাপাড়া সর্বজনীন গণেশ পুজো কমিটির অন্যতম সদস্য শ্যাম সাহা বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে হত্যার বিচার চাই আমরা । আজ মৌন মিছিল করে গণেশ মূর্তি পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি । আমাদের চন্দননগরের আলোকসজ্জা বয়কট করেছি । কলকাতায় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয় গণেশ পুজোর সময় ৷ এবার সেটাও করা হচ্ছে না । আমাদের একটাই দাবি, নির্যাতিতা সুবিচার পাক । দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবি করছি । আমরা এবার শুধু নম নম করে পুজো করছি । তবে প্রসাদ বিরতণের অনুষ্ঠান থাকছে ।"

এ দিকে গণেশ পুজোর শোভাযাত্রায় অংশ নেওয়া কোয়েল দাসের কথায়, "আরজি করে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় । আমরা ওই ঘটনার বিচার চাই । তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পুজোটা খুব স্বল্প পরিসরে করব । কোনও আড়ম্বর করব না । সব অনুষ্ঠান বয়কট করেছি । আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই । আর যেন এমন ঘটনা না ঘটে । তারই প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করছি এবং গণেশ বাবার কাছে প্রার্থনা করছি দোষী যেন শাস্তি পায় । এবার শুধু আমরা নিয়ম মেনে পুজোটাই করছি ।"

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: কোনও আড়ম্বর নেই । মোমবাতি হাতে মৌন মিছিলের মধ্য দিয়ে পুজো মণ্ডপে এলেন গণেশ ৷ সিদ্ধিদাতার শোভাযাত্রাতেও উঠল একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস' অর্থাৎ আরজি কর-কাণ্ডের সুবিচার । গণেশ পুজো উদোক্তাদের ডাক, 'এবারের পুজো হোক জৌলুসহীন ৷ বিচার পাক আমাদের বাড়ির মেয়ে আরজি করের নির্যাতিতা ৷'

গণেশ পুজোর শোভাযাত্রাতে আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবি (ইটিভি ভারত)

আজ থেকে শুরু হয়েছে গণেশ পুজো ৷ তবে এবারের পুজো আর পাঁচটা বছরের মতো নয় ৷ এবারে পুজোর আনন্দ উৎসবের থেকেও ছাপিয়ে দাবি উঠছে আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি ও সুবিচার ৷ এমন পরিস্থিতিতে গণেশ পুজোর আয়োজন আগেই কাটছাটের কথা ঘোষণা করেছিলেন জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া সর্বজনীন গণেশ পুজো কমিটির সদস্যরা । তাঁদের পুজো হলেও এবার বাতিল করা হয়েছে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । পাশাপাশি শুক্রবার গণেশ পুজোর শোভাযাত্রাতেও আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবি তুললেন তাঁরা ।

পাণ্ডাপাড়া সর্বজনীন গণেশ পুজো কমিটির অন্যতম সদস্য শ্যাম সাহা বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে হত্যার বিচার চাই আমরা । আজ মৌন মিছিল করে গণেশ মূর্তি পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি । আমাদের চন্দননগরের আলোকসজ্জা বয়কট করেছি । কলকাতায় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয় গণেশ পুজোর সময় ৷ এবার সেটাও করা হচ্ছে না । আমাদের একটাই দাবি, নির্যাতিতা সুবিচার পাক । দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবি করছি । আমরা এবার শুধু নম নম করে পুজো করছি । তবে প্রসাদ বিরতণের অনুষ্ঠান থাকছে ।"

এ দিকে গণেশ পুজোর শোভাযাত্রায় অংশ নেওয়া কোয়েল দাসের কথায়, "আরজি করে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় । আমরা ওই ঘটনার বিচার চাই । তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পুজোটা খুব স্বল্প পরিসরে করব । কোনও আড়ম্বর করব না । সব অনুষ্ঠান বয়কট করেছি । আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই । আর যেন এমন ঘটনা না ঘটে । তারই প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করছি এবং গণেশ বাবার কাছে প্রার্থনা করছি দোষী যেন শাস্তি পায় । এবার শুধু আমরা নিয়ম মেনে পুজোটাই করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.