ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া কর্মীরা, শুক্রবার খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল - Post Poll Violence - POST POLL VIOLENCE

TMC on Post Poll Violence: নির্বাচন মিটতেই শুরু হয়েছে হিংসা ৷ খেজুরিতে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল ৷

TMC
খেজুরিতে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 10:44 PM IST

কলকাতা, 13 জুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল । নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কাঁথির বিভিন্ন জায়গা থেকে বিজেপির অত্যাচারের খবর আসছে । গত কয়েকদিন ধরে উত্তপ্ত কাঁথির খেজুরি । বহু তৃণমূল কর্মী ঘরছাড়া । আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে শুক্রবার খেজুরি যাচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ-সহ রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৷

তাঁরা গিয়ে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলবেন । দল যে এই অবস্থায় তাঁদের পাশে আছে এই বার্তা দিতেই মূলত তাঁরা সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে । একইসঙ্গে সেখানে একটি জনসভার করার কথাও রয়েছে তাদের ।

লোকসভা নির্বাচন মিটে গিয়েছে । গত 4 জুন ফলপ্রকাশ হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে প্রথমে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হন তৃণমূল প্রার্থী উত্তম বারিক । আর এই ফলাফল প্রকাশের পর থেকেই কাঁথির বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ । বিশেষ করে খেজুরি এলাকায় । বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের অনেক কর্মী সমর্থক ।

এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপি হামলা চালাচ্ছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে । অনেকেই আতঙ্কে ঘর ছাড়া হয়েছে । এবার খেজুরির সন্ত্রাস কবলিত এলাকা খতিয়ে দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল । এই প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন দলের অন্যতম নেতা কুণাল ঘোষ । 'আক্রান্ত তৃণমূল' কর্মীদের পাশে দাঁড়াতে এই প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছবেন খেজুরিতে । আক্রান্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে জনসভা করবেন তাঁরা ।

কলকাতা, 13 জুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল । নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কাঁথির বিভিন্ন জায়গা থেকে বিজেপির অত্যাচারের খবর আসছে । গত কয়েকদিন ধরে উত্তপ্ত কাঁথির খেজুরি । বহু তৃণমূল কর্মী ঘরছাড়া । আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে শুক্রবার খেজুরি যাচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ-সহ রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৷

তাঁরা গিয়ে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলবেন । দল যে এই অবস্থায় তাঁদের পাশে আছে এই বার্তা দিতেই মূলত তাঁরা সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে । একইসঙ্গে সেখানে একটি জনসভার করার কথাও রয়েছে তাদের ।

লোকসভা নির্বাচন মিটে গিয়েছে । গত 4 জুন ফলপ্রকাশ হয়েছে ৷ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে প্রথমে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হন তৃণমূল প্রার্থী উত্তম বারিক । আর এই ফলাফল প্রকাশের পর থেকেই কাঁথির বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ । বিশেষ করে খেজুরি এলাকায় । বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের অনেক কর্মী সমর্থক ।

এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপি হামলা চালাচ্ছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে । অনেকেই আতঙ্কে ঘর ছাড়া হয়েছে । এবার খেজুরির সন্ত্রাস কবলিত এলাকা খতিয়ে দেখতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল । এই প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন দলের অন্যতম নেতা কুণাল ঘোষ । 'আক্রান্ত তৃণমূল' কর্মীদের পাশে দাঁড়াতে এই প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছবেন খেজুরিতে । আক্রান্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে জনসভা করবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.