ETV Bharat / state

হাসপাতালে মৃত্যু আরও এক জনের, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত বেড়ে 10 - Kanchanjungha Express Accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আরও এর যাত্রীর ৷ রেলসূত্রের পাওয়া খবর অনুয়ায়ী এখনও পর্যন্ত 10জনের মৃ্ত্যু হয়েছে ৷

Kanchanjungha Express Accident
দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 8:10 AM IST

জলপাইগুড়ি, 18 জুন: উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল আরও এক জনের । সবমিলিয়ে সোমবার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে হল 10 ৷ ইতিমধ্যেই মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 9 জনের দেহ উদ্ধার হলেও এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন।

আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির দুর্ঘটনায় মৃত 10 জনের মধ্যে 7 জনকে সনাক্ত করা গিয়েছে। বাকি 3 জনের নাম-পরিচয় জানা যায়নি। মৃতরা হলেন শুভজিৎ মালি (32) গড়িয়াহাট কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা, সেলেব সুব্বা (36) কালিম্পং গরুবাথানের বাসিন্দা পেশায় পুলিশ অফিসার, আশিষ দে (47) জলপাইগুড়ি জেলার ভক্তিনগরের বাসিন্দা ছিলেন রেলের গার্ড পদে কর্মরত। এছাড়া মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের আশুগ্রামের বাসিন্দা বিউটি বেগমের (41), মালগাড়ির চালক অনিল কুমারের (46), যিনি জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা। মৃত্যু হয়েছে কলকাতার ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাসের (63) । মেডিক্য়াল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃ্ত্যু হয়েছে বিজয় কুমার রাজের ৷

রেলের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী 13174 ডাউন আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছেন 44 জন। যার মধ্যে 23 জন পশ্চিমবঙ্গের ৷ এছাড়া 5 জন ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে । 44 জনের মধ্যে 7 জন মহিলা এবং 37 জন পুরুষ যাত্রী রয়েছেন।

সোমবার সকাল 9টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার কাছে ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি ৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই সারাদিন ধরে চলে উদ্ধারকাজ ৷ তা সম্পন্ন হওয়ার পর সোমবার রাত 12টার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে ৷

জলপাইগুড়ি, 18 জুন: উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল আরও এক জনের । সবমিলিয়ে সোমবার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে হল 10 ৷ ইতিমধ্যেই মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 9 জনের দেহ উদ্ধার হলেও এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন।

আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির দুর্ঘটনায় মৃত 10 জনের মধ্যে 7 জনকে সনাক্ত করা গিয়েছে। বাকি 3 জনের নাম-পরিচয় জানা যায়নি। মৃতরা হলেন শুভজিৎ মালি (32) গড়িয়াহাট কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা, সেলেব সুব্বা (36) কালিম্পং গরুবাথানের বাসিন্দা পেশায় পুলিশ অফিসার, আশিষ দে (47) জলপাইগুড়ি জেলার ভক্তিনগরের বাসিন্দা ছিলেন রেলের গার্ড পদে কর্মরত। এছাড়া মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের আশুগ্রামের বাসিন্দা বিউটি বেগমের (41), মালগাড়ির চালক অনিল কুমারের (46), যিনি জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা। মৃত্যু হয়েছে কলকাতার ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাসের (63) । মেডিক্য়াল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃ্ত্যু হয়েছে বিজয় কুমার রাজের ৷

রেলের তরফ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী 13174 ডাউন আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছেন 44 জন। যার মধ্যে 23 জন পশ্চিমবঙ্গের ৷ এছাড়া 5 জন ঝাড়খণ্ড, অসম ও ত্রিপুরার বাসিন্দা বলে জানা গিয়েছে । 44 জনের মধ্যে 7 জন মহিলা এবং 37 জন পুরুষ যাত্রী রয়েছেন।

সোমবার সকাল 9টা নাগাদ ট্রেন দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির ফাঁসিদেওয়ার কাছে ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি ৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই সারাদিন ধরে চলে উদ্ধারকাজ ৷ তা সম্পন্ন হওয়ার পর সোমবার রাত 12টার পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.