ETV Bharat / state

লাভলীর স্বামী সৌম্যকে অপসারণ, বিজেপি সরকারকে 'জুমলা' বলে কটাক্ষ মমতার - Lok sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee on Soumya Roy Removal: আইপিএস সৌম্য রায়কে ডিসি পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী তথা কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে ফের সরিয়ে দেওয়া হল ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগেও সৌম্যকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে কটাক্ষ করলেন 'জুমলা' বলে ৷

DCP South Soumya Roy
DCP South Soumya Roy
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 5:34 PM IST

Updated : Apr 2, 2024, 9:33 PM IST

সৌম্য রায়কে অপসারণ প্রসঙ্গে মমতা

কলকাতা ও জলপাইগুড়ি, 2 এপ্রিল: বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ৷ কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের (সাউথ-ওয়েস্ট) ডিসি আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরানো হল ৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায় আইপিএস অফিসার। 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লাভলী মৈত্রের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। সেইসময় সৌম্যকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে ৷ ময়নাগুড়ি থেকে বিজেপি সরকারকে 'জুমলা' বলে কটাক্ষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

এদিন নির্বাচন কমিশনের যে নির্দেশিকা সামনে এসেছে তাতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, সৌম্য রায়কে কলকাতার বাইরে কোনও জায়গায় বদলি করা হবে। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনের কোনও কাজের যুক্ত থাকতে পারবেন না। এর আগেও গত বিধানসভা নির্বাচনে (2021)-এ সৌম্য রায়কে সরানো হয়েছিল। যেহেতু সৌম্য রায়ের স্ত্রী লাভলী মৈত্র শাসকদল তৃণমূলের সোনারপুর দক্ষিণের বিধায়ক তাই তথ্য সৌম্য রায়ের কাছে থাকতে পারে এবং তা নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হতে পারে বলেই মনে করেছে কমিশন।

পরিবর্তে কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি সৌম্য রায়কে কোনও অ-নির্বাচনী কোনও পদে রাখতে হবে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিয়োগ করতে হবে, এমনটাও স্পষ্টভাবে জানিয়েছে কমিশন। এছাড়াও তিনি রাজ্য সরকারের হয়ে একাধিক কাজ করেছেন, এমনটাও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আগামিকাল 3 এপ্রিল বেলা তিনটের মধ্যে তিনজন আধিকারিকের নাম সুপারিশ করে নবান্নকে পাঠাতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "বিধায়ক থাকলে তাঁর স্বামী অফিসার হতে পারবে না? এটা কোথাও লেখা আছে ৷ কেন্দ্রের ক'টা অফিসারকে সরিয়েছে ৷ আমি নির্বাচন কমিশন নিয়ে কোনও কথা বলব না ৷ বিজেপি যা বলবে তাই শুনতে হবে ৷ বিজেপি দালাল ৷ একটা জুমলা, ভাঁওতাবাজ সরকার ৷ শুধু মিথ্যে কথা বলা কাজ ৷"

আরও পড়ুন:

  1. 'দল থাকলেই রোজগার থাকবে', কর্মিসভায় লাভলি মৈত্রর বিতর্কিত মন্তব্যে অস্বস্তি তৃণমূলে
  2. বাড়ি গিয়ে না-পেয়ে সুজনের সঙ্গে ফোনালাপ 'দিদির দূত' লাভলীর
  3. তৃণমূলের প্রার্থী লাভলির পুলিশ সুপার স্বামীকে সরাতে চলেছে নির্বাচন কমিশন

সৌম্য রায়কে অপসারণ প্রসঙ্গে মমতা

কলকাতা ও জলপাইগুড়ি, 2 এপ্রিল: বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ৷ কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের (সাউথ-ওয়েস্ট) ডিসি আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরানো হল ৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায় আইপিএস অফিসার। 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লাভলী মৈত্রের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। সেইসময় সৌম্যকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে ৷ ময়নাগুড়ি থেকে বিজেপি সরকারকে 'জুমলা' বলে কটাক্ষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

এদিন নির্বাচন কমিশনের যে নির্দেশিকা সামনে এসেছে তাতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, সৌম্য রায়কে কলকাতার বাইরে কোনও জায়গায় বদলি করা হবে। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনের কোনও কাজের যুক্ত থাকতে পারবেন না। এর আগেও গত বিধানসভা নির্বাচনে (2021)-এ সৌম্য রায়কে সরানো হয়েছিল। যেহেতু সৌম্য রায়ের স্ত্রী লাভলী মৈত্র শাসকদল তৃণমূলের সোনারপুর দক্ষিণের বিধায়ক তাই তথ্য সৌম্য রায়ের কাছে থাকতে পারে এবং তা নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হতে পারে বলেই মনে করেছে কমিশন।

পরিবর্তে কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি সৌম্য রায়কে কোনও অ-নির্বাচনী কোনও পদে রাখতে হবে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিয়োগ করতে হবে, এমনটাও স্পষ্টভাবে জানিয়েছে কমিশন। এছাড়াও তিনি রাজ্য সরকারের হয়ে একাধিক কাজ করেছেন, এমনটাও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আগামিকাল 3 এপ্রিল বেলা তিনটের মধ্যে তিনজন আধিকারিকের নাম সুপারিশ করে নবান্নকে পাঠাতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "বিধায়ক থাকলে তাঁর স্বামী অফিসার হতে পারবে না? এটা কোথাও লেখা আছে ৷ কেন্দ্রের ক'টা অফিসারকে সরিয়েছে ৷ আমি নির্বাচন কমিশন নিয়ে কোনও কথা বলব না ৷ বিজেপি যা বলবে তাই শুনতে হবে ৷ বিজেপি দালাল ৷ একটা জুমলা, ভাঁওতাবাজ সরকার ৷ শুধু মিথ্যে কথা বলা কাজ ৷"

আরও পড়ুন:

  1. 'দল থাকলেই রোজগার থাকবে', কর্মিসভায় লাভলি মৈত্রর বিতর্কিত মন্তব্যে অস্বস্তি তৃণমূলে
  2. বাড়ি গিয়ে না-পেয়ে সুজনের সঙ্গে ফোনালাপ 'দিদির দূত' লাভলীর
  3. তৃণমূলের প্রার্থী লাভলির পুলিশ সুপার স্বামীকে সরাতে চলেছে নির্বাচন কমিশন
Last Updated : Apr 2, 2024, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.