দার্জিলিং, 23 এপ্রিল: বিজেপির রাজু বিস্তা ও তৃণমূল প্রার্থী গোপাল লামার বিরুদ্ধে দার্জিলিংয়ে এবার প্রথম বামেদের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে কংগ্রেস । দিল্লির মোতিলাল ইউনিভার্সিটি ইংরেজির অধ্যাপক মুনিশ তামাংকে এবার প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট । তবে প্রার্থী হিসেবে তাঁর নাম দেরি করে ঘোষণা হলেও জোরকদমে প্রচার চালিয়ে গিয়েছেন তিনি । বুধবার প্রচারের শেষ লগ্নেও সমান উৎসাহে দেখা গিয়েছে তাঁকে ৷
পাহাড় থেকে সমতল ৷ বাম-কংগ্রেস তো বটেই, জোট শরিক হামরো পার্টির নেতা-কর্মীদের নিয়ে প্রচার একজোটে প্রচার চালিয়েছেন কংগ্রেসের অধ্য়াপক প্রার্থী । পাহাড়ে বিজেপির বিকল্প হিসেবে এবার কংগ্রেসের জয় হবে বলে আত্মবিশ্বাসী তিনি । তবে আলাদা রাজ্য নয় । পাহাড়ের দীর্ঘদিনের দাবিকে মাথায় রেখে প্রচার চালিয়েছেন মুনিশ তামাং । তাঁর লড়াইটা বিজেপির মিথ্যাচার, বিভাজনের রাজনীতির পাশাপাশি তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে বলে জানিয়েছেন তিনি ৷
পাহাড়ের পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের পরিবর্তে সংবিধান স্বীকৃত স্বায়ত্তশাসিত অঞ্চল, 11 জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভূক্ত করা তাঁর মূল লক্ষ্য । এছাড়াও, স্বাস্থ্য ও পর্যটন পরিকাঠামোর দিকেও নজর দেবেন বলে জানিয়েছেন কংগ্রেসের অধ্য়াপক প্রার্থী । পাশাপাশি পাট্টা, বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়েও কাজ করতে চান তিনি ।
ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পাহাড়ের প্রত্যেক জনজাতির আলাদা আলাদা দাবি রয়েছে ৷ তাদের দাবি বুঝে তা পূরণের কাজ করা হবে । পাহাড়ের 'স্থায়ী রাজনৈতিক সমাধান' নামটা বিজেপির দেওয়া । তারা নিজেরাও জানে না আসলে এটার মানে কী ! তবে পাহাড়ে এখন বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে । আমরা সেই লক্ষ্যেই কাজ করব ৷ পাহাড়কে যা দিয়েছে, কংগ্রেস দিয়েছে । বিজেপি খালি প্রতিশ্রুতি দিয়েছে ।"
আরও পড়ুন :