ETV Bharat / state

পৃথক রাজ্য নয়, পাহাড়ে চাই বিকল্প রাজনীতি; ইটিভি ভারতে অকপট বাম-কংগ্রেস জোট প্রার্থী - Lok Sabha Election 2024

Left-Congress Alliance Candidate Munish Tamang: ইংরেজির অধ্যাপক এবার ভোটের ময়দানে ৷ দার্জিলিং লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনিই ৷ ইটিভি ভারতের বিশেষ নির্বাচনী বিভাগ 'দর্পণ'-এ আজ মুনিশ তামাং ৷ জয়ের বিষয়ে কতটা আশাবাদী তিনি, জানালেন ইটিভি ভারতকে ৷

Munish Tamang , দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং
মুনিশ তামাং
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 6:56 PM IST

বাম-কংগ্রেস জোট প্রার্থী মুনিশ তামাং

দার্জিলিং, 23 এপ্রিল: বিজেপির রাজু বিস্তা ও তৃণমূল প্রার্থী গোপাল লামার বিরুদ্ধে দার্জিলিংয়ে এবার প্রথম বামেদের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে কংগ্রেস । দিল্লির মোতিলাল ইউনিভার্সিটি ইংরেজির অধ্যাপক মুনিশ তামাংকে এবার প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট । তবে প্রার্থী হিসেবে তাঁর নাম দেরি করে ঘোষণা হলেও জোরকদমে প্রচার চালিয়ে গিয়েছেন তিনি । বুধবার প্রচারের শেষ লগ্নেও সমান উৎসাহে দেখা গিয়েছে তাঁকে ৷

পাহাড় থেকে সমতল ৷ বাম-কংগ্রেস তো বটেই, জোট শরিক হামরো পার্টির নেতা-কর্মীদের নিয়ে প্রচার একজোটে প্রচার চালিয়েছেন কংগ্রেসের অধ্য়াপক প্রার্থী । পাহাড়ে বিজেপির বিকল্প হিসেবে এবার কংগ্রেসের জয় হবে বলে আত্মবিশ্বাসী তিনি । তবে আলাদা রাজ্য নয় । পাহাড়ের দীর্ঘদিনের দাবিকে মাথায় রেখে প্রচার চালিয়েছেন মুনিশ তামাং । তাঁর লড়াইটা বিজেপির মিথ্যাচার, বিভাজনের রাজনীতির পাশাপাশি তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে বলে জানিয়েছেন তিনি ৷

পাহাড়ের পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের পরিবর্তে সংবিধান স্বীকৃত স্বায়ত্তশাসিত অঞ্চল, 11 জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভূক্ত করা তাঁর মূল লক্ষ্য । এছাড়াও, স্বাস্থ্য ও পর্যটন পরিকাঠামোর দিকেও নজর দেবেন বলে জানিয়েছেন কংগ্রেসের অধ্য়াপক প্রার্থী । পাশাপাশি পাট্টা, বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়েও কাজ করতে চান তিনি ।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পাহাড়ের প্রত্যেক জনজাতির আলাদা আলাদা দাবি রয়েছে ৷ তাদের দাবি বুঝে তা পূরণের কাজ করা হবে । পাহাড়ের 'স্থায়ী রাজনৈতিক সমাধান' নামটা বিজেপির দেওয়া । তারা নিজেরাও জানে না আসলে এটার মানে কী ! তবে পাহাড়ে এখন বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে । আমরা সেই লক্ষ্যেই কাজ করব ৷ পাহাড়কে যা দিয়েছে, কংগ্রেস দিয়েছে । বিজেপি খালি প্রতিশ্রুতি দিয়েছে ।"

আরও পড়ুন :

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  3. দার্জিলিংয়ে লড়ছেন অধ্যাপক মুনীশ তামাং, নাম ঘোষণা কংগ্রেসের

বাম-কংগ্রেস জোট প্রার্থী মুনিশ তামাং

দার্জিলিং, 23 এপ্রিল: বিজেপির রাজু বিস্তা ও তৃণমূল প্রার্থী গোপাল লামার বিরুদ্ধে দার্জিলিংয়ে এবার প্রথম বামেদের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে কংগ্রেস । দিল্লির মোতিলাল ইউনিভার্সিটি ইংরেজির অধ্যাপক মুনিশ তামাংকে এবার প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট । তবে প্রার্থী হিসেবে তাঁর নাম দেরি করে ঘোষণা হলেও জোরকদমে প্রচার চালিয়ে গিয়েছেন তিনি । বুধবার প্রচারের শেষ লগ্নেও সমান উৎসাহে দেখা গিয়েছে তাঁকে ৷

পাহাড় থেকে সমতল ৷ বাম-কংগ্রেস তো বটেই, জোট শরিক হামরো পার্টির নেতা-কর্মীদের নিয়ে প্রচার একজোটে প্রচার চালিয়েছেন কংগ্রেসের অধ্য়াপক প্রার্থী । পাহাড়ে বিজেপির বিকল্প হিসেবে এবার কংগ্রেসের জয় হবে বলে আত্মবিশ্বাসী তিনি । তবে আলাদা রাজ্য নয় । পাহাড়ের দীর্ঘদিনের দাবিকে মাথায় রেখে প্রচার চালিয়েছেন মুনিশ তামাং । তাঁর লড়াইটা বিজেপির মিথ্যাচার, বিভাজনের রাজনীতির পাশাপাশি তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে বলে জানিয়েছেন তিনি ৷

পাহাড়ের পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের পরিবর্তে সংবিধান স্বীকৃত স্বায়ত্তশাসিত অঞ্চল, 11 জনজাতিকে তফসিলি জাতির অন্তর্ভূক্ত করা তাঁর মূল লক্ষ্য । এছাড়াও, স্বাস্থ্য ও পর্যটন পরিকাঠামোর দিকেও নজর দেবেন বলে জানিয়েছেন কংগ্রেসের অধ্য়াপক প্রার্থী । পাশাপাশি পাট্টা, বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়েও কাজ করতে চান তিনি ।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পাহাড়ের প্রত্যেক জনজাতির আলাদা আলাদা দাবি রয়েছে ৷ তাদের দাবি বুঝে তা পূরণের কাজ করা হবে । পাহাড়ের 'স্থায়ী রাজনৈতিক সমাধান' নামটা বিজেপির দেওয়া । তারা নিজেরাও জানে না আসলে এটার মানে কী ! তবে পাহাড়ে এখন বিকল্প রাজনীতির প্রয়োজন রয়েছে । আমরা সেই লক্ষ্যেই কাজ করব ৷ পাহাড়কে যা দিয়েছে, কংগ্রেস দিয়েছে । বিজেপি খালি প্রতিশ্রুতি দিয়েছে ।"

আরও পড়ুন :

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  3. দার্জিলিংয়ে লড়ছেন অধ্যাপক মুনীশ তামাং, নাম ঘোষণা কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.