দার্জিলিং, 18 মে: পর্যটনের মরশুম শুরু হয়েছে ৷ গরমের ছুটির মরশুমের পর্যটকদের ভিড় হয় ৷ পর্যটক টানতে এবার নয়া উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের । পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এক জোড়া নতুন জয় রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ (ডিএইচআর)। দার্জিলিং থেকে ঘুম রেল স্টেশনের মধ্যে ডিজেল ইঞ্জিন স্পেশাল টয়ট্রেন দু’টি চালানো হবে। আজ থেকে আগামী 30 জুন পর্যন্ত চলবে এই এক জোড়া জয় রাইড।
এর আগে 18 মে দু’জোড়া স্পেশাল জয় রাইড চালু করেছিল ডিএইচআর । নতুন আরও দু’টি জয় রাইডের সংখ্যা বেড়ে যাওয়ায় 14টি হল। শুধু তাই নয়। প্রতিটি জয়রাইডে একটি করে ফার্স্ট ক্লাস চেয়ারকার কামরা আছে । নতুন এই জয় রাইড সম্পর্কে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "পর্যটকদের চাহিদা মেটাতে রেল সবসময় তৎপর। গরমের ছুটিতে অনেক পর্যটক ঘুরতে আসেন ৷ জয় রাইডের জন্য টয় ট্রনের টিকিট না-পেয়ে হতাশ হন। সেই জন্য এর আগে আমরা চারটি বাড়তি টয়ট্রেন জয় রাইড চালাচ্ছিলাম। এবার আরও একজোড়া ডিজেল ইঞ্জিনের স্পেশাল জয় রাইড চালু করা হয়েছে । আমরা চাই প্রতিটি পর্যটক যাতে টয়ট্রেনে চড়ার সুযোগ পান। তাই জয় রাইডের সংখ্যা বাড়ানো হয়েছে ।"
প্রসঙ্গত, চলতি সপ্তাহে তুষারপাতে মুখ ঢেকেছে সান্দাকফু । পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গরমের ছুটিতে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে । নতুন চারটি জয়রাইডে সময় হলো প্রথমটি, 02548 দার্জিলিং থেকে সকাল 11.25 মিনিটে ছেড়ে 12.10 মিনিটে ঘুম স্টেশনে পৌঁছবে ৷ ফের সেটি ঘুম থেকে 12টা 30 মিনিটে দার্জিলিঙে বেলা 1টায় পৌঁছবে ৷ দ্বিতীয়টি 02549 দার্জিলিং থেকে দুপুর 1.25 মিনিটে ছেড়ে ঘুম পৌঁছবে ৷ আবার ঘুম থেকে 2.35 মিনিটে ছেড়ে বেলা 3টে 5 মিনিটে দার্জিলিং পৌঁছবে ৷ জয়রাইড ট্রেনের প্রত্যেকটিতে 59 জন করে যাত্রী বসতে পারবেন ।
আরও পড়ুন: