ETV Bharat / state

ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমস্যায় পাণ্ডুয়ার কালী, চন্দননগর জগদ্ধাত্রী পুজো

সামনেই কালীপুজো পাণ্ডুয়ায় ৷ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর দিনও এগিয়ে আসছে ৷ এদিকে ঘূর্ণিঝড় দানার কারণে মণ্ডপ তৈরিতে বাধার মুখে পড়ছে পুজো উদ্যোক্তারা ৷

Cyclonic Storm Dana After effect
ঘূর্ণিঝড় দানার কারণে থমকে গিয়েছে পুজোর কাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

পাণ্ডুয়া, 26 অক্টোবর: তীব্র ঘূর্ণিঝড় দানার প্রকোপে থমকে গিয়েছে কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ ৷ কালীপুজো শেষ হলে দেবী জগদ্ধাত্রীর আরাধনার পালা ৷ তাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কাজেও প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের পরবর্তী আবহওয়া ।

উত্তর 24 পরগনার বারাসত, নৈহাটির মতো পাণ্ডুয়াতেও থিমের কালী পুজো হয় ৷ 31 অক্টোবর কালীপুজো ৷ হাতে গোনা মাত্র পাঁচ-ছ'দিন ৷ এই সময় পাণ্ডুয়ার কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে ৷ ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের গাঙ্গেয় উপকূলে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ কলকাতা-সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা, হুগলি, হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে ৷

ঘূর্ণিঝড় দানার কারণে থমকে গিয়েছে পুজোর কাজ (ইটিভি ভারত)

এর আগে ঘূর্ণিঝড় দানা তৈরির সময়েও কাজকর্ম করা যায়নি ৷ এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোগক্তরা ৷ মণ্ডপে বাঁশ পোঁতা হলেও আর কোনও কাজ এগোচ্ছে না ৷ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে মণ্ডপ তৈরির কাজ করা যাচ্ছে না ৷

শুধু কালীপুজোই নয়, হুগলির চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হবে আর 15 দিনের মধ্যেই ৷ প্রাকৃতিক বিপর্যয় ও বৃষ্টির জেরে মণ্ডপ ও প্রতিমা তৈরিতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে মণ্ডপ সজ্জা ও প্রতিমা শিল্পীদের ৷ তাই সবার ভরসা এখন ভগবান ৷

পান্ডুয়া থানা এলাকায় প্রায় 46টি কালীপুজো হয় কেন্দ্রীয় পুজো কমিটি নিয়ন্ত্রণে ৷ এছাড়া অনেক কম বাজেটের পুজোও হয় ৷ দুর্গাপুজো পান্ডুয়াতে খুব একটা জাঁকজমক করে হয় না ৷ তাই কালীপুজোর বারোয়ারিগুলি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হয় থিমের মণ্ডপ ৷

দানার প্রভাবে টানা বৃষ্টিতে মণ্ডপে জল থৈ থৈ করছে ৷ থিম জলে গলে যাওয়ার উপক্রম ৷ টানা চারদিন ধরে পুজো চলে পাণ্ডুয়ায় ৷ বাঁশের প্যান্ডেল হয়ে পড়ে রয়েছে ৷ এরপর কাজ থমকে গিয়েছে ৷ এক অবস্থা পাণ্ডুয়া জয়পুর প্রভাত সংঘের ৷

পুজো উদ্যোক্তা সুদীপ্ত চক্রবর্তী বলেন, "যে দুর্যোগ শুরু হয়েছে, তাতে চাঁদা আদায় করা যাচ্ছে না ৷ তাই মণ্ডপ তৈরিতে সমস্যায় পড়েছি আমরা ৷" পাণ্ডুয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "পান্ডুয়ায় চার দিনের কালীপুজো হয় ৷ পুজো প্রস্তুতিতেই একটা দিন চলে যাবে ৷ তাই নির্দিষ্ট চার দিনের বদলে পুজো যাতে 5 দিন করা যায় ৷" কেন্দ্রীয় কমিটি থানা ও ব্লক প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে ৷

অন্যদিকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী 7 নভেম্বর ৷ চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অন্তর্গত 177টি পুজো কমিটি রয়েছে ৷ চন্দননগরের বিশাল প্রতিমার সঙ্গে থিমের বাহার থাকে ৷ কয়েক লক্ষ টাকার বাজেটে পুজো হয় এখানে ৷ এক মাসের বেশি সময় ধরে চলে মণ্ডপের কাজ ৷

প্রথম দিকে নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় দানার জন্য অনেকটাই সময় নষ্ট হয়ে গিয়েছে ৷ দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির শিল্পী বিমল সামন্ত বলেন, "পাঁচ-সাত দিন ধরে মূল কাজ শুরু করেছি ৷ এইরকম দুর্যোগ আমরা বিপদের মধ্যে পড়ব, আমরা বুঝতে পারিনি ৷ সকাল থেকে কোনও কাজই করতে পারছি না ৷"

পাণ্ডুয়া, 26 অক্টোবর: তীব্র ঘূর্ণিঝড় দানার প্রকোপে থমকে গিয়েছে কালীপুজোর মণ্ডপ তৈরির কাজ ৷ কালীপুজো শেষ হলে দেবী জগদ্ধাত্রীর আরাধনার পালা ৷ তাই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কাজেও প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের পরবর্তী আবহওয়া ।

উত্তর 24 পরগনার বারাসত, নৈহাটির মতো পাণ্ডুয়াতেও থিমের কালী পুজো হয় ৷ 31 অক্টোবর কালীপুজো ৷ হাতে গোনা মাত্র পাঁচ-ছ'দিন ৷ এই সময় পাণ্ডুয়ার কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে ৷ ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের গাঙ্গেয় উপকূলে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ কলকাতা-সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই 24 পরগনা, হুগলি, হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে ৷

ঘূর্ণিঝড় দানার কারণে থমকে গিয়েছে পুজোর কাজ (ইটিভি ভারত)

এর আগে ঘূর্ণিঝড় দানা তৈরির সময়েও কাজকর্ম করা যায়নি ৷ এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোগক্তরা ৷ মণ্ডপে বাঁশ পোঁতা হলেও আর কোনও কাজ এগোচ্ছে না ৷ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে মণ্ডপ তৈরির কাজ করা যাচ্ছে না ৷

শুধু কালীপুজোই নয়, হুগলির চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হবে আর 15 দিনের মধ্যেই ৷ প্রাকৃতিক বিপর্যয় ও বৃষ্টির জেরে মণ্ডপ ও প্রতিমা তৈরিতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে মণ্ডপ সজ্জা ও প্রতিমা শিল্পীদের ৷ তাই সবার ভরসা এখন ভগবান ৷

পান্ডুয়া থানা এলাকায় প্রায় 46টি কালীপুজো হয় কেন্দ্রীয় পুজো কমিটি নিয়ন্ত্রণে ৷ এছাড়া অনেক কম বাজেটের পুজোও হয় ৷ দুর্গাপুজো পান্ডুয়াতে খুব একটা জাঁকজমক করে হয় না ৷ তাই কালীপুজোর বারোয়ারিগুলি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হয় থিমের মণ্ডপ ৷

দানার প্রভাবে টানা বৃষ্টিতে মণ্ডপে জল থৈ থৈ করছে ৷ থিম জলে গলে যাওয়ার উপক্রম ৷ টানা চারদিন ধরে পুজো চলে পাণ্ডুয়ায় ৷ বাঁশের প্যান্ডেল হয়ে পড়ে রয়েছে ৷ এরপর কাজ থমকে গিয়েছে ৷ এক অবস্থা পাণ্ডুয়া জয়পুর প্রভাত সংঘের ৷

পুজো উদ্যোক্তা সুদীপ্ত চক্রবর্তী বলেন, "যে দুর্যোগ শুরু হয়েছে, তাতে চাঁদা আদায় করা যাচ্ছে না ৷ তাই মণ্ডপ তৈরিতে সমস্যায় পড়েছি আমরা ৷" পাণ্ডুয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "পান্ডুয়ায় চার দিনের কালীপুজো হয় ৷ পুজো প্রস্তুতিতেই একটা দিন চলে যাবে ৷ তাই নির্দিষ্ট চার দিনের বদলে পুজো যাতে 5 দিন করা যায় ৷" কেন্দ্রীয় কমিটি থানা ও ব্লক প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে ৷

অন্যদিকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী 7 নভেম্বর ৷ চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অন্তর্গত 177টি পুজো কমিটি রয়েছে ৷ চন্দননগরের বিশাল প্রতিমার সঙ্গে থিমের বাহার থাকে ৷ কয়েক লক্ষ টাকার বাজেটে পুজো হয় এখানে ৷ এক মাসের বেশি সময় ধরে চলে মণ্ডপের কাজ ৷

প্রথম দিকে নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় দানার জন্য অনেকটাই সময় নষ্ট হয়ে গিয়েছে ৷ দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির শিল্পী বিমল সামন্ত বলেন, "পাঁচ-সাত দিন ধরে মূল কাজ শুরু করেছি ৷ এইরকম দুর্যোগ আমরা বিপদের মধ্যে পড়ব, আমরা বুঝতে পারিনি ৷ সকাল থেকে কোনও কাজই করতে পারছি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.