ETV Bharat / state

শর্ত রেখে আলোচনা সম্ভব না, জানালেন মুখ্যসচিব; আন্দোলনে রাজনীতি দেখছেন চন্দ্রিমা - RG Kar Doctor Rape And Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

CS appeals to junior doctors: জুনিয়র ডাক্তারদের শর্ত মানতে নারাজ রাজ্য সরকার ৷ তাঁদের ইমেলের জবাবে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন যে, কোনও শর্ত রেখে আলোচনা সম্ভব নয় ৷ খোলা মনে আলোচনা প্রয়োজন ৷ এই ঘটনায় জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক কোনও প্ররোচনায় পা না-দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷

ETV BHARAT
নবান্নে সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 7:48 PM IST

Updated : Sep 11, 2024, 8:03 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের শর্তের কাছে রাজ্য সরকার মাথা নোয়াবে না বলে জানিয়ে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তিনি সাফ জানিয়ে দিলেন যে, কোনও ভাবেই শর্ত নিয়ে আলোচনা সম্ভব না ।

এদিন সন্ধে সাতটায় নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যসচিব । তিনি ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এদিন দিনভর জুনিয়র ডাক্তার এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনায় বসা নিয়ে চোখ ছিল নবান্নের দিকে । ইতিমধ্যেই দু'পক্ষের মধ্যে ইমেল এবং পালটা ইমেল চালাচালিও হয় । রাজ্য সরকারের তরফ থেকে ইমেল মারফত ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডাকা হয় । কিন্তু এদিন আলোচনায় বসার জন্য চার দফা শর্ত চাপান জুনিয়র ডাক্তাররা ।

তবে তাঁদের এই আচরণ ভালো চোখে দেখছে না নবান্ন । এদিন রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দেন, যেভাবে শর্তের বিনিময়ে আলোচনার দাবি জানানো হয়েছে, তাতে রাজ্য প্রশাসন ব্যথিত । তাই এবার আর সরাসরি কোনও আলোচনার কথা বললেন না মুখ্যসচিব । এবার তাঁর অনুরোধ, "সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে কাজে ফিরে আসুন ।"

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । তিনি দাবি করেন যে, "শুধু জুনিয়র ডাক্তাররাই নন, সমস্ত মানুষের কর্মক্ষেত্রকে সুরক্ষিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ । আমরা আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই খোলা মনে আলোচনার জন্য ডাক দিয়েছিলাম । এখন বলছি, খোলা মনে নিজের কর্মক্ষেত্রে ফিরে আসুন ৷ দেখবেন আপনার কর্মক্ষেত্রে পরিবেশ কতটা বদল হয়েছে ।"

এদিন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন । তিনি বলেন, "আমরা খোলা মনে আলোচনা চেয়েছিলাম । কিন্তু আমরা দেখেছি রাত 3:45-এ মুখ্যমন্ত্রীকে মেল করা হল । এটা খোলা মনে আলোচনার উদাহরণ হতে পারে না ।" চন্দ্রিমা মনে করছেন, এর পেছনে রাজনীতি রয়েছে । এদিন তিনি জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক কোনও প্ররোচনায় পা না-দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন । একইসঙ্গে, তাঁর আবেদন, "নির্দেশ মেনে কর্মক্ষেত্রে ফেরত আসুন ।"

তিনি বলেন, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের উপর কোনও শর্ত চাপায়নি । রাজ্য চেয়েছে খোলাখুলি আলোচনা । মন্ত্রীর কথায়, শর্ত এবং আলোচনা দুটো পাশাপাশি চলতে পারে না । তিনি বলেন, "এর অর্থ আপনাদের খোলা মন নেই । ওই মেয়েটি বিচার পাক সেটা আপনারা চান না । একটি মেয়ে নির্যাতিতা হয়েছেন, তাঁর মায়ের কোল শূন্য হয়েছে এসব কিছু নয় । আসলে এর পেছনে রাজনীতির খেলা আছে । আর সে কারণেই আপনাদের কোনও সিদ্ধান্ত নিতে এত সময় লাগছে । আপনারা খোলা-মনে আলোচনা চান না বলেই শর্ত চাপাচ্ছেন ৷"

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছেন, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল গতকাল বিকেল পাঁচটা ৷ তিনি বলেন, "তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য কোনও ব্যবস্থা নেননি । সুপ্রিম কোর্ট যা বলেছে, আমরা তাকে মান্যতা দিয়ে যা যা পদক্ষেপ করার করছি ৷ আপনাদের দায়িত্ব হল রোগী পরিষেবা । এভাবে রোগীদের বঞ্চিত করা কোনও ভাবেই সঠিক কাজ হচ্ছে না ।"

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রীকে এই আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের নিয়ে পরবর্তী পদক্ষেপ কী তা জানতে চাওয়া হয়েছিল ৷ সেক্ষেত্রে মুখ্যসচিব জানিয়েছেন, পরবর্তী সময়ে যে পদক্ষেপ করা হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের শর্তের কাছে রাজ্য সরকার মাথা নোয়াবে না বলে জানিয়ে দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তিনি সাফ জানিয়ে দিলেন যে, কোনও ভাবেই শর্ত নিয়ে আলোচনা সম্ভব না ।

এদিন সন্ধে সাতটায় নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যসচিব । তিনি ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এদিন দিনভর জুনিয়র ডাক্তার এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনায় বসা নিয়ে চোখ ছিল নবান্নের দিকে । ইতিমধ্যেই দু'পক্ষের মধ্যে ইমেল এবং পালটা ইমেল চালাচালিও হয় । রাজ্য সরকারের তরফ থেকে ইমেল মারফত ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডাকা হয় । কিন্তু এদিন আলোচনায় বসার জন্য চার দফা শর্ত চাপান জুনিয়র ডাক্তাররা ।

তবে তাঁদের এই আচরণ ভালো চোখে দেখছে না নবান্ন । এদিন রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দেন, যেভাবে শর্তের বিনিময়ে আলোচনার দাবি জানানো হয়েছে, তাতে রাজ্য প্রশাসন ব্যথিত । তাই এবার আর সরাসরি কোনও আলোচনার কথা বললেন না মুখ্যসচিব । এবার তাঁর অনুরোধ, "সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে কাজে ফিরে আসুন ।"

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার । তিনি দাবি করেন যে, "শুধু জুনিয়র ডাক্তাররাই নন, সমস্ত মানুষের কর্মক্ষেত্রকে সুরক্ষিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ । আমরা আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই খোলা মনে আলোচনার জন্য ডাক দিয়েছিলাম । এখন বলছি, খোলা মনে নিজের কর্মক্ষেত্রে ফিরে আসুন ৷ দেখবেন আপনার কর্মক্ষেত্রে পরিবেশ কতটা বদল হয়েছে ।"

এদিন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন । তিনি বলেন, "আমরা খোলা মনে আলোচনা চেয়েছিলাম । কিন্তু আমরা দেখেছি রাত 3:45-এ মুখ্যমন্ত্রীকে মেল করা হল । এটা খোলা মনে আলোচনার উদাহরণ হতে পারে না ।" চন্দ্রিমা মনে করছেন, এর পেছনে রাজনীতি রয়েছে । এদিন তিনি জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক কোনও প্ররোচনায় পা না-দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন । একইসঙ্গে, তাঁর আবেদন, "নির্দেশ মেনে কর্মক্ষেত্রে ফেরত আসুন ।"

তিনি বলেন, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের উপর কোনও শর্ত চাপায়নি । রাজ্য চেয়েছে খোলাখুলি আলোচনা । মন্ত্রীর কথায়, শর্ত এবং আলোচনা দুটো পাশাপাশি চলতে পারে না । তিনি বলেন, "এর অর্থ আপনাদের খোলা মন নেই । ওই মেয়েটি বিচার পাক সেটা আপনারা চান না । একটি মেয়ে নির্যাতিতা হয়েছেন, তাঁর মায়ের কোল শূন্য হয়েছে এসব কিছু নয় । আসলে এর পেছনে রাজনীতির খেলা আছে । আর সে কারণেই আপনাদের কোনও সিদ্ধান্ত নিতে এত সময় লাগছে । আপনারা খোলা-মনে আলোচনা চান না বলেই শর্ত চাপাচ্ছেন ৷"

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছেন, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল গতকাল বিকেল পাঁচটা ৷ তিনি বলেন, "তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য কোনও ব্যবস্থা নেননি । সুপ্রিম কোর্ট যা বলেছে, আমরা তাকে মান্যতা দিয়ে যা যা পদক্ষেপ করার করছি ৷ আপনাদের দায়িত্ব হল রোগী পরিষেবা । এভাবে রোগীদের বঞ্চিত করা কোনও ভাবেই সঠিক কাজ হচ্ছে না ।"

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রীকে এই আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের নিয়ে পরবর্তী পদক্ষেপ কী তা জানতে চাওয়া হয়েছিল ৷ সেক্ষেত্রে মুখ্যসচিব জানিয়েছেন, পরবর্তী সময়ে যে পদক্ষেপ করা হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে ।

Last Updated : Sep 11, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.