ETV Bharat / state

দানার তাণ্ডবে দুই মেদিনীপুরে ব্যাপক ক্ষতি; নষ্ট ফসল, ভাঙল কাঁচাবাড়ি-বিদ্যুতের খুঁটি - CYCLONE DANA EFFECT

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ফসলের ব্যাপক ক্ষতি ৷ ঝড়ের কারণে গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট ৷

CYCLONE DANA EFFECT
ঘূর্ণিঝড় দানার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 3:30 PM IST

মেদিনীপুর, 25 অক্টোবর: বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ আর তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে ৷ বিশেষত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এমনকি দুই জেলা মিলিয়ে প্রচুর কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ৷

পূর্ব মেদিনীপুর

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলেছে ৷ যার জেরে আজ সকাল থেকেই জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে সেখানে ৷ আর দেড়মাসের মধ্যে ফসল কাটার মরশুম ৷ কিন্তু, তার আগে পূর্ব মেদিনীপুরের একরের পর একর জমিতে ধানগাছ ঝড়ের দাপটে শুয়ে পড়েছে ৷ ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ করছেন চাষিরা ৷ তাঁরা জানাচ্ছেন, ধান পাকার সময় হয়ে এসেছিল ৷ ফলে, ঝড়ে গাছ শুয়ে পড়ায়, সব ধান নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন কৃষকরা ৷

ঘূর্ণিঝড় দানার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, যতটা ঝড়ের তাণ্ডবের আশঙ্কা করা হয়েছিল, ততটা প্রভাব পড়েনি ৷ তবে, ধানের ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রায় আড়াইশো থেকে তিনশো কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷ কিছু-কিছু রাস্তায় গাছও ভেঙেছে ৷ পুরসভা, এনডিআরএফ, এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল সেই গাছ কেটে, তা সরানোর কাজ শুরু করেছে ৷ দু-এক জায়গায় সমুদ্রের বাঁধে ফাটল দেখা দিয়েছে বলে জানান জেলাশাসক ৷

Cyclone Dana Effect
দানার প্রভাবে পূর্ব মেদিনীপুরে রাস্তা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ৷ (নিজস্ব চিত্র)

তবে, ঝড়ের জেরে রাতেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ৷ সেই সব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ৷ রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মীরা সেই খুঁটি মেরামতির কাজ শুরু করেছেন ৷ বিকেলের পর পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা অনেকটা স্পষ্ট হবে বলে জানিয়েছেন জেলাশাসক ৷

পশ্চিম মেদিনীপুর

এই জেলায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার মতো ঘটনা সামনে আসেনি ৷ তবে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বিঘার পর বিঘা চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা ৷ কীভাবে সেই ক্ষতি সামাল দেবেন, সেই প্রশ্নই তুলেছেন কৃষকরা ৷ এখানেও ঝড়ের দাপটে ধানগাছ নুয়ে পড়েছে ৷ ফলে ফসল ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷

অন্যদিকে, আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রোকোনার বৃহত্তর বাজার রেগুলেটেড মার্কেট চত্বর পুরো শুনশান ৷ বহু দোকানি সবজির দোকান খুললেও, লোকজন প্রায় নেই বললেই চলে ৷ এমনকি, খুচরো মার্কেটের দোকানদাররাও জিনিসপত্র কিনতে আসেননি ৷ ফলে ঝড়-বৃষ্টির মধ্যে বাজারে নিয়ে আসা সবজি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা ৷

Cyclone Dana Effect
ঘূর্ণিঝড় দানার জেরে পশ্চিম মেদিনীপুরে ফসলের ক্ষতি ৷ (নিজস্ব চিত্র)

মেদিনীপুর, 25 অক্টোবর: বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ আর তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে ৷ বিশেষত, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এমনকি দুই জেলা মিলিয়ে প্রচুর কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ৷

পূর্ব মেদিনীপুর

গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলেছে ৷ যার জেরে আজ সকাল থেকেই জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে সেখানে ৷ আর দেড়মাসের মধ্যে ফসল কাটার মরশুম ৷ কিন্তু, তার আগে পূর্ব মেদিনীপুরের একরের পর একর জমিতে ধানগাছ ঝড়ের দাপটে শুয়ে পড়েছে ৷ ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ করছেন চাষিরা ৷ তাঁরা জানাচ্ছেন, ধান পাকার সময় হয়ে এসেছিল ৷ ফলে, ঝড়ে গাছ শুয়ে পড়ায়, সব ধান নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন কৃষকরা ৷

ঘূর্ণিঝড় দানার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, যতটা ঝড়ের তাণ্ডবের আশঙ্কা করা হয়েছিল, ততটা প্রভাব পড়েনি ৷ তবে, ধানের ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রায় আড়াইশো থেকে তিনশো কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷ কিছু-কিছু রাস্তায় গাছও ভেঙেছে ৷ পুরসভা, এনডিআরএফ, এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল সেই গাছ কেটে, তা সরানোর কাজ শুরু করেছে ৷ দু-এক জায়গায় সমুদ্রের বাঁধে ফাটল দেখা দিয়েছে বলে জানান জেলাশাসক ৷

Cyclone Dana Effect
দানার প্রভাবে পূর্ব মেদিনীপুরে রাস্তা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ৷ (নিজস্ব চিত্র)

তবে, ঝড়ের জেরে রাতেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ৷ সেই সব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ৷ রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মীরা সেই খুঁটি মেরামতির কাজ শুরু করেছেন ৷ বিকেলের পর পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা অনেকটা স্পষ্ট হবে বলে জানিয়েছেন জেলাশাসক ৷

পশ্চিম মেদিনীপুর

এই জেলায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার মতো ঘটনা সামনে আসেনি ৷ তবে, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বিঘার পর বিঘা চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা ৷ কীভাবে সেই ক্ষতি সামাল দেবেন, সেই প্রশ্নই তুলেছেন কৃষকরা ৷ এখানেও ঝড়ের দাপটে ধানগাছ নুয়ে পড়েছে ৷ ফলে ফসল ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷

অন্যদিকে, আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রোকোনার বৃহত্তর বাজার রেগুলেটেড মার্কেট চত্বর পুরো শুনশান ৷ বহু দোকানি সবজির দোকান খুললেও, লোকজন প্রায় নেই বললেই চলে ৷ এমনকি, খুচরো মার্কেটের দোকানদাররাও জিনিসপত্র কিনতে আসেননি ৷ ফলে ঝড়-বৃষ্টির মধ্যে বাজারে নিয়ে আসা সবজি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা ৷

Cyclone Dana Effect
ঘূর্ণিঝড় দানার জেরে পশ্চিম মেদিনীপুরে ফসলের ক্ষতি ৷ (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.