ETV Bharat / state

রাহুলের ন্যায় যাত্রায় মিছিলে অংশ নেবে সিপিএম, তবে তৃণমূলে 'না' বামেদের - Rahul Gandhi

CPM to take part in rally of Rahul Gandhi: রাহুলের ন্যায় যাত্রায় মিছিলকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূল কংগ্রেস ও পুলিশ। তবে রাহুলের ন্যায় যাত্রায় মিছিলে অংশ নেবে সিপিএম। জোট সঙ্গীকে স্বাগত জানাতে প্রস্তুত বামেরা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 8:01 PM IST

জলপাইগুড়ি, 26 জানুয়ারি: রাহুলের ন্যায় যাত্রায় মিছিলে অংশ নেবে সিপিএম। জোট সঙ্গীকে স্বাগত জানাতেও প্রস্তুত বামেরা ৷ তাদের সাফ কথা, ন্যায় যাত্রায় তারা রাহুলের র‍্যালিতে থাকবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস থাকলে তারা যাবেন না বলেও জানিয়েছেন বাম নেতারা। রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম-কে। আমন্ত্রণ পেয়েই নিজেদের অবস্থান স্বীকার করে নিয়েছে, দার্জিলিং জেলা সিপিএম। জোটকে নিয়ে কংগ্রেস-সিপিএম যতটা নমনীয়, তৃণমূল ঠিক তার উলটো পথে ৷ ফলে ন্যায় যাত্রার মিছিলে থাকার ইচ্ছে থাকলেও তৃণমূল কংগ্রেস থাকলে এড়িয়ে যেতে চাইছে বামেরা ৷

রাহুলের ন্যায় যাত্রায় মিছিলকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূল কংগ্রেস ও পুলিশ। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, "এতদিন তৃণমূল কংগ্রেসকে নিয়ে গালমন্দ করার আগে মনে ছিল না কংগ্রেসের ? এখন জোট সঙ্গীর দরকার পড়ছে কেন ?" শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেন, "বাংলায় রাহুল গান্ধির ন্যায় যাত্রার জন্য পুলিশ-প্রশাসন কোনও সহযোগিতা করছে না। এই যাত্রা ভোটের জন্য নয়। এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা।" তিনি আরও বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরু থেকেই বাধা আসছে। যদিও সব বাধা পেড়িয়েই ভারত জোড়ো ন্যায় যাত্রা এগিয়ে চলেছে সফলতার সঙ্গে। এ রাজ্যেও বাধা আসছে। রাহুল গান্ধির সভার অনুমতি মিলছে না শিলিগুড়িতে।" এরপরই আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গে যে ধরনের সহযোগিতা আশা করেছিলাম তা মিলছে না।"

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এতদিন বাদে মনে পড়ল বন্ধুত্বের কথা ! এতদিন পর্যন্ত তৃণমুল নেত্রীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। এখন জোট সঙ্গীর কথা মনে পড়ল ? পুলিশ কোথাও মিছিল করতে বারণ করেনি। কোচবিহারে রাহুল গান্ধি সভা করেছেন। কোচবিহারে তো পুলিশ বা তৃণমূল কংগ্রেস কাউকে আটকানো বা সমস্যা করা হয়নি। এখানে পরীক্ষা নিয়ে একটা সমস্যা আছে তাই পুলিশ তাদের র‍্যালি পিছিয়ে দিতে বলেছে ৷"

রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার র‍্যালির অনুমতির বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "ওই দিন মাদ্রাসা বোর্ড ও পুলিশের পরীক্ষা রয়েছে। সেদিক দিয়ে সব চিন্তা করে পদক্ষেপ করা হয়েছে।" এদিকে জলপাইগুড়ি জেলা পুলিশের পরীক্ষার কারণে দুপুর দেড়টার পর জলপাইগুড়ি শহরে রাহুলের র‍্যালির অনুরোধ করা হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে।

আরও পড়ুন:

ধনধান্য অডিটোরিয়ামে ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা, বোলার মন্ত্রী অরূপ

রেড রোডের কুচকাওয়াজ থেকে সম্প্রীতির বার্তা রাজ্য সরকারের

মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল, 50 হাজার টাকা জরিমানা হাইকোর্টের

জলপাইগুড়ি, 26 জানুয়ারি: রাহুলের ন্যায় যাত্রায় মিছিলে অংশ নেবে সিপিএম। জোট সঙ্গীকে স্বাগত জানাতেও প্রস্তুত বামেরা ৷ তাদের সাফ কথা, ন্যায় যাত্রায় তারা রাহুলের র‍্যালিতে থাকবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস থাকলে তারা যাবেন না বলেও জানিয়েছেন বাম নেতারা। রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম-কে। আমন্ত্রণ পেয়েই নিজেদের অবস্থান স্বীকার করে নিয়েছে, দার্জিলিং জেলা সিপিএম। জোটকে নিয়ে কংগ্রেস-সিপিএম যতটা নমনীয়, তৃণমূল ঠিক তার উলটো পথে ৷ ফলে ন্যায় যাত্রার মিছিলে থাকার ইচ্ছে থাকলেও তৃণমূল কংগ্রেস থাকলে এড়িয়ে যেতে চাইছে বামেরা ৷

রাহুলের ন্যায় যাত্রায় মিছিলকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূল কংগ্রেস ও পুলিশ। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, "এতদিন তৃণমূল কংগ্রেসকে নিয়ে গালমন্দ করার আগে মনে ছিল না কংগ্রেসের ? এখন জোট সঙ্গীর দরকার পড়ছে কেন ?" শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেন, "বাংলায় রাহুল গান্ধির ন্যায় যাত্রার জন্য পুলিশ-প্রশাসন কোনও সহযোগিতা করছে না। এই যাত্রা ভোটের জন্য নয়। এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা।" তিনি আরও বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরু থেকেই বাধা আসছে। যদিও সব বাধা পেড়িয়েই ভারত জোড়ো ন্যায় যাত্রা এগিয়ে চলেছে সফলতার সঙ্গে। এ রাজ্যেও বাধা আসছে। রাহুল গান্ধির সভার অনুমতি মিলছে না শিলিগুড়িতে।" এরপরই আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা যায়, "পশ্চিমবঙ্গে যে ধরনের সহযোগিতা আশা করেছিলাম তা মিলছে না।"

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এতদিন বাদে মনে পড়ল বন্ধুত্বের কথা ! এতদিন পর্যন্ত তৃণমুল নেত্রীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। এখন জোট সঙ্গীর কথা মনে পড়ল ? পুলিশ কোথাও মিছিল করতে বারণ করেনি। কোচবিহারে রাহুল গান্ধি সভা করেছেন। কোচবিহারে তো পুলিশ বা তৃণমূল কংগ্রেস কাউকে আটকানো বা সমস্যা করা হয়নি। এখানে পরীক্ষা নিয়ে একটা সমস্যা আছে তাই পুলিশ তাদের র‍্যালি পিছিয়ে দিতে বলেছে ৷"

রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার র‍্যালির অনুমতির বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "ওই দিন মাদ্রাসা বোর্ড ও পুলিশের পরীক্ষা রয়েছে। সেদিক দিয়ে সব চিন্তা করে পদক্ষেপ করা হয়েছে।" এদিকে জলপাইগুড়ি জেলা পুলিশের পরীক্ষার কারণে দুপুর দেড়টার পর জলপাইগুড়ি শহরে রাহুলের র‍্যালির অনুরোধ করা হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে।

আরও পড়ুন:

ধনধান্য অডিটোরিয়ামে ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা, বোলার মন্ত্রী অরূপ

রেড রোডের কুচকাওয়াজ থেকে সম্প্রীতির বার্তা রাজ্য সরকারের

মাধ্যমিক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেয়নি স্কুল, 50 হাজার টাকা জরিমানা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.