চন্দ্রকোনা, 11 মার্চ: লোকসভা নির্বাচনর দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ৷ তবে প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে বিজেপি ও তৃণমূল ৷ সেখানে অনেকটাই পিছিয়ে সিপিএম ৷ প্রার্থীতালিকা ঘোষণা না-হলেও চন্দ্রকোনায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বামেরা ৷ প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই চলছে দেওয়াল লিখনের কাজ ৷ তবে দেওয়াল লিখনে উঠে এসেছে মোদি ও দিদিকে নিয়ে বঙ্গচিত্র ৷
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত । আর এই চন্দ্রকোনায় লোকসভা ভোটের প্রচারে ইতিমধ্যে সাড়া ফেলেছে বামেরা। কার্টুন চিত্র ও ছড়ার মাধ্যমে কেন্দ্র হোক বা রাজ্য, অথবা মোদি হোক বা দিদি উভয়কে নিশানা করতে ছাড়েনি সিপিএম ৷ চন্দ্রকোনা শহরের গাজিপুর, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, গাছ শীতলা মোড়, কলেজ রোড কিংবা গোবিন্দপুরে জোরকদমে চলছে দেওয়াল লিখনের কাজ । কোথাও কার্টুন চিত্রে তুলে ধরা হয়েছে, 'দাড়ি হোক বা প্লাস্টার দুটোই লোক ঠকানোর মাস্টার'। কোথাও আবার ধর্মীয় বিভাজনের রাজনীতি রুখতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরে কার্টুন চিত্র করা হয়েছে ৷ সঙ্গে লেখা হয়েছে, 'খ্রিষ্টে আর কৃষ্টে কোনও তফাত নাই রে'।
সিপিএম বরাবরই আত্মনির্ভরশীলতায় বিশ্বাসী ৷ তাই গাটের কড়ি খরচ না-করে, কোনও পেশাদারকে দিয়ে নয়, বরং সকাল সন্ধ্যা বাম কর্মীরা নিজেরাই রং তুলি হাতে দেওয়াল লিখনে প্রচারে ঝড় তুলছেন । পাশাপাশি লাল ঝাণ্ডা নিয়ে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও নির্বাচনী প্রচার চলছে।
এ বিষয়ে চন্দ্রকোনার সিপিএম নেতা সুস্মিত পাল বলেন, "আমাদের কর্মীরা নিজেদের কাজ-সহ সারাদিনই দলের কাজে ব্যস্ত থাকে । স্বভাবতই তার মাঝে ফাঁকা সময় দেখে দেওয়াল লিখনের কাজ করতে হচ্ছে । সন্ধ্যা হোক বা রাত যখন সময় পাচ্ছে তখনই দেওয়াল লিখনের কাজে লেগে পড়েছে সকলে ।"
কার্টুন বা ব্যঙ্গচিত্র নিয়ে সিপিএম নেতা বলেন, "সমাজে যা ঘটে চলেছে, এই প্রভাবমান সময়ে আমাদের চোখের সামনে যা ভেসে উঠেছে, তাই তুলে ধরা হয়েছে কার্টুন ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে । আমাদের কর্মীদের অনেকেরই আঁকার হাত ভালো । তাঁরা দেওয়াল লিখনের কাজে হাত লাগাচ্ছে ৷ ভালো অংকন শিল্পী দিয়ে দেওয়াল লেখাতে গেলে তা অনেকটাই ব্যায় বহুল ৷ সেই খরচে আমরা পেরে উঠব না ।"
আরও পড়ুন: