ETV Bharat / state

'রাজভবনে নেই তো শেখ শাহজাহান ?' রাজ্যপালকে কটাক্ষ সেলিমের - Sandeshkhali

CPM Slams WB Governor CV Ananda Bose: সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান ফেরার ৷ জনরোষে উত্তপ্ত সন্দেশখালি ৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই ধরা পড়বে শাহজাহান ৷ তাঁর জবাবে কী বললেন মহম্মদ সেলিম ?

ETV Bharat
প্রবীণ বামনেতা মহম্মদ সেলিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 7:08 PM IST

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যপালকে কটাক্ষ মহম্মদ সেলিমের

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান এখনও ফেরার ৷ 5 জানুয়ারির পর থেকে এখনও পর্য়ন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ৷ তবে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় জানান, শাহজাহান দ্রুত গ্রেফতার হবে ৷ উত্তপ্ত সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "অন্ধকার সুড়ঙ্গ শেষে আলোর দিশা মানুষ খুব তাড়াতাড়ি দেখবে ৷ দ্রুত ধরা পড়বে শেখ শাহজাহান ৷" তাঁর এই মন্তব্যের পালটা প্রশ্ন তোলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ শুক্রবার তিনি প্রশ্ন করেন, "শেখ শাহজাহান রাজভবনে নেই তো ?"

রাজ্যপালের দাবিকে কটাক্ষ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এত দিন ভাবছিলাম পুলিশের সুড়ঙ্গে শাহজাহান লুকিয়ে রয়েছে ৷ এখন দেখছি সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দু'জনে মিলে শাহজাহানকে আশ্রয় দিচ্ছে ৷ আগে মনে হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও লুকিয়ে রেখেছেন ৷ এখন মনে হচ্ছে রাজ্যপাল তাঁর রাজভবনে লুকিয়ে রাখেননি তো ?" সেলিম আরও বলেন, "এত দিন অত্যাচারিত মানুষজন বিচার পায়নি ৷ আজ পুলিশ বলছে বিচার দেব, আইন হাতে তুলবেন না ৷ মমতার পাঠানো ডিজি রাজীব কুমারকে এলাকার সাধারণ মানুষ বিশ্বাস করছে না ৷"

5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি ৷ সেদিন তাকে পাননি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা ৷ উলটে তাঁদের উপর চড়াও হয় শাহজাহানের অনুগামীরা ৷ তার দলবলের হাতে রক্তাক্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা । এরপর থেকে আর শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি ৷ এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ৷

এরপর এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে তার দুই ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সরদারকে গ্রেফতার করে পুলিশ প্রশাসন ৷ জমি লুট থেকে মহিলাদের উপর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে একে একে রাস্তায় নেমেছে ৷ তবে মূল পাণ্ডা শেখ শাহজাহান এখনও অধরা ৷ শুক্রবারও সন্দেশখালির বিভিন্ন অংশে জনরোষ দেখা যায় ৷ কোথাও পুড়িয়ে দেওয়া হয় তৃণমূল নেতার ভেড়ির ঘর ৷ কোথাও রাস্তায় গাছ কেটে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় ৷ মহিলারা ঝাঁটা, লাঠি হাতে সন্দেশখালির রাস্তায় বেরিয়ে আসেন ৷

আরও পড়ুন:

  1. 'আইন হাতে নিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে', সন্দেশখালিতে সতর্কবার্তা ডিজির
  2. সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট, নিয়ে যাওয়া হল লালবাজারে
  3. ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু, বিরক্ত বিচারপতি

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যপালকে কটাক্ষ মহম্মদ সেলিমের

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান এখনও ফেরার ৷ 5 জানুয়ারির পর থেকে এখনও পর্য়ন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ৷ তবে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় জানান, শাহজাহান দ্রুত গ্রেফতার হবে ৷ উত্তপ্ত সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "অন্ধকার সুড়ঙ্গ শেষে আলোর দিশা মানুষ খুব তাড়াতাড়ি দেখবে ৷ দ্রুত ধরা পড়বে শেখ শাহজাহান ৷" তাঁর এই মন্তব্যের পালটা প্রশ্ন তোলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ শুক্রবার তিনি প্রশ্ন করেন, "শেখ শাহজাহান রাজভবনে নেই তো ?"

রাজ্যপালের দাবিকে কটাক্ষ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এত দিন ভাবছিলাম পুলিশের সুড়ঙ্গে শাহজাহান লুকিয়ে রয়েছে ৷ এখন দেখছি সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দু'জনে মিলে শাহজাহানকে আশ্রয় দিচ্ছে ৷ আগে মনে হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও লুকিয়ে রেখেছেন ৷ এখন মনে হচ্ছে রাজ্যপাল তাঁর রাজভবনে লুকিয়ে রাখেননি তো ?" সেলিম আরও বলেন, "এত দিন অত্যাচারিত মানুষজন বিচার পায়নি ৷ আজ পুলিশ বলছে বিচার দেব, আইন হাতে তুলবেন না ৷ মমতার পাঠানো ডিজি রাজীব কুমারকে এলাকার সাধারণ মানুষ বিশ্বাস করছে না ৷"

5 জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি ৷ সেদিন তাকে পাননি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা ৷ উলটে তাঁদের উপর চড়াও হয় শাহজাহানের অনুগামীরা ৷ তার দলবলের হাতে রক্তাক্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা । এরপর থেকে আর শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি ৷ এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ৷

এরপর এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে তার দুই ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সরদারকে গ্রেফতার করে পুলিশ প্রশাসন ৷ জমি লুট থেকে মহিলাদের উপর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে একে একে রাস্তায় নেমেছে ৷ তবে মূল পাণ্ডা শেখ শাহজাহান এখনও অধরা ৷ শুক্রবারও সন্দেশখালির বিভিন্ন অংশে জনরোষ দেখা যায় ৷ কোথাও পুড়িয়ে দেওয়া হয় তৃণমূল নেতার ভেড়ির ঘর ৷ কোথাও রাস্তায় গাছ কেটে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় ৷ মহিলারা ঝাঁটা, লাঠি হাতে সন্দেশখালির রাস্তায় বেরিয়ে আসেন ৷

আরও পড়ুন:

  1. 'আইন হাতে নিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে', সন্দেশখালিতে সতর্কবার্তা ডিজির
  2. সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট, নিয়ে যাওয়া হল লালবাজারে
  3. ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু, বিরক্ত বিচারপতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.