ETV Bharat / state

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বাম ছাত্রনেতা প্রতীক উর, ব্যারাকপুরে দেবদূত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CPM Candidate List: নয়া প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা ৷ তাতে ডায়মন্ড হরাবারে বামেদের হয়ে লড়ছেন প্রতিকুর রহমান ৷ পাশপাশি অভিনেতা দেবদূত ঘোষকেও প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর কেন্দ্র থেকে ৷

ETV Bharat
CPM
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 6:18 PM IST

Updated : Apr 5, 2024, 8:37 PM IST

লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর দেবদূত ঘোষের প্রতিক্রিয়া

5 এপ্রিল, কলকাতা: আইএসএফের সঙ্গে জোট হচ্ছে না স্পষ্ট হওয়ার পর পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। সাংবাদিক বৈঠক করে শুক্রবার মোট 5টি অসনে প্রার্থী দিল তারা ৷ তাতে ডায়মন্ড হরাবারে বামেদের হয়ে লড়ছেন সিপিএমের প্রতীক উর রহমান। পাশপাশি ব্যারাকপুরে অভিনেতা দেবদূত ঘোষকেও প্রার্থী করা হয়েছে। বসিরহাট থেকে প্রার্থী হয়েছেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার। বারাসত থেকে লড়ছেন ফরওর্য়াড ব্লকের প্রবীর ঘোষ এবং ঘাটাল থেকে লড়ছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। এদিন আইএসএফের সঙ্গে জোট ভাঙার দায় প্রসঙ্গে বিমান বসু বলেন, "ওদের আন্তরিকতার অভাব ছিল ৷"

শোনা গিয়েছিল লোকসভা নির্বাচনে লড়তে আইএসএফের সঙ্গে গাঁটছড়া বাঁধবে রাজ্য সিপিএম ৷ তবে বৃহস্পতিবার দ্বিতীয় প্রার্থিতালিকা ঘোষণার সময় বামেদের সঙ্গে জোট ভাঙার কথা জানায় আইএসএফ ৷ এর জন্য সিপিএমকেই দায়ী করে আইএসএফ ৷ এর পরদিনই মুজফফর আহমেদ ভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

  • বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার

উত্তর 24 পরগনার বসিরহাটে সিপিআই প্রার্থী দেবে, এমনটা ঠিক ছিল ৷ এদিকে শেষ পর্যন্ত নিরাপদ সর্দারের নাম ঘোষণা করল সিপিএম ৷ সম্প্রতি সন্দেশখালিতে হিংসার ঘটনার সময় খবরের শিরোনামে উঠে আসেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ৷ 11 মার্চ সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে কলকাতা থেকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানায় নিয়ে যাওয়া হয় ৷ তার আগে নিরাপদ সর্দার দাবি করেছিলেন, গ্রামবাসীদের আন্দোলনে ভয় পেয়ে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশেই তাঁর নামে অভিযোগ করেছেন ৷

এদিকে 5 জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল শাহজাহান ৷ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা, জমি দখল করে ভেড়ি করা সহ একাধিক অভিযোগে সন্দেশখালিতে গ্রামবাসীরা আন্দোলনে নামে ৷ তখন বাম বিধায়ক দাবি করেছিলেন, সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন । সে দলীয় নেতা-কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েছে । যদিও তাঁর এই দাবি সেই সময় নস্যাৎ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । সেই নিরাপদ সর্দারকেই এবার বসিরহাট থেকে প্রার্থী করল বামফ্রন্ট ৷

এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের সন্দেশখালি শুধু রাজ্যই নয়, সারা দেশ এই কেন্দ্রের ফলাফলের দিকে তাকিয়ে আছে ৷ এখানে নিরাপদ সর্দারের প্রতিপক্ষ বিজেপির একেবারে আনকোরা রেখা পাত্র ৷ তিনি সন্দেশখালি আন্দোলনে মহিলাদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই রেখা পাত্রকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন ৷ 26 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রেখা পাত্রকে ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চের প্রথম থেকে 4 এপ্রিল পর্যন্ত রাজ্যে পাঁচ-পাঁচটি সভা করেছেন ৷ তার প্রত্যেকটিতে তিনি সন্দেশখালির কথা তুলেছেন ৷ অন্যদিকে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম ৷ তিনি 2014 সালে এখান থেকে লড়ে জিতেছিলেন ৷

  • ডায়মন্ড হারবারে প্রতীক উর

রাজ্যে হেভিওয়েট লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার ৷ এই কেন্দ্রে এবারেও প্রার্থী তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রে প্রার্থী হওয়ার কথা সদর্পে ঘোষণা করলেও 2 এপ্রিল জানা যায়, তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করতে নারাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ গতকাল অবশ্য এই কেন্দ্রে মজনু লস্করকে প্রার্থী করেছে আইএসএফ ৷ পরদিনই ডায়মন্ড হারবারে বাম ছাত্রনেতা প্রতীক উর রহমানের নাম ঘোষণা করল সিপিএম ৷ বিজেপি এখনও এই হাইভোল্টেজ কেন্দ্রে প্রার্থীর নাম জানায়নি ৷ এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন প্রতীক উর ৷ সেবার তিনি পরাজিত হন ৷ তাও এবার তাঁকেই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করেছে সিপিএম ৷

  • ব্যারাকপুর কেন্দ্রে দেবদূত ঘোষ

পেশায় তিনি অভিনেতা ৷ আর মনেপ্রাণে বামকর্মী দেবদূত ঘোষ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাঁর নামই ঘোষণা করল সিপিএম ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুর কেন্দ্রটিও হাইভোল্টেজ ৷ সম্প্রতি এই কেন্দ্রে প্রার্থীপদ না-পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন সিং ৷ 2019 সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন এবং মোট ভোটের প্রায় 43 শতাংশ পেয়ে জয়ী হন ৷ পরে গেরুয়া শিবিরে মন কষাকষির জেরে 2022 সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন অর্জুন ৷ গত 10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা না-হওয়ায় ফের তিনি বিজেপিতে ফিরে যাবেন বলে ঠিক করেন ৷ এদিন ব্যারাকপুর কেন্দ্রে মন্ত্রী পার্থ ভৌমিককে দাঁড় করায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এরপর 15 মার্চ অর্জুন সিংয়ের ঘর ওয়াপসি হয় ৷ ফের দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ৷ এরপরই ব্যারাকপুর থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি ৷ এহেন হেভিওয়েট কেন্দ্রে অর্জুন-পার্থর মুখোমুখি হচ্ছেন বামনেতা দেবদূত ৷ প্রতীক উরের মতো তিনিও 2021 সালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেবার পরাজিত হন ৷ তাও দল এমন একটি কেন্দ্রে দেবদূতের উপরই ভরসা করেছে ৷

প্রার্থী হয়ে নিজের অনুভূতির কথা তিনি জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ৷ তিনি বলেন, "দেশের এবং রাজ্যের যে অবস্থা, তাতে আমাদের বামপন্থীদের রাস্তায় নেমে লড়াই করতে হবে ৷ সেখানে লোকসভা একটা অবকাশ ৷" ঘাটালে লড়ছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় ৷ এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের দু-দু'বারের সাংসদ অভিনেতা দেব এবং বিজেপি বিধায়ক হিরণ ৷

আরও পড়ুন:

  1. বিশবাঁও জলে জোট ! ডায়মন্ড হারবার-যাদবপুরে প্রার্থী দেবে নওশাদের দল
  2. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  3. ভোট প্রচারে বেরিয়ে জলকেলিতে ব্যস্ত সৌগত, দেখুন ভিডিয়ো

লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর দেবদূত ঘোষের প্রতিক্রিয়া

5 এপ্রিল, কলকাতা: আইএসএফের সঙ্গে জোট হচ্ছে না স্পষ্ট হওয়ার পর পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। সাংবাদিক বৈঠক করে শুক্রবার মোট 5টি অসনে প্রার্থী দিল তারা ৷ তাতে ডায়মন্ড হরাবারে বামেদের হয়ে লড়ছেন সিপিএমের প্রতীক উর রহমান। পাশপাশি ব্যারাকপুরে অভিনেতা দেবদূত ঘোষকেও প্রার্থী করা হয়েছে। বসিরহাট থেকে প্রার্থী হয়েছেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার। বারাসত থেকে লড়ছেন ফরওর্য়াড ব্লকের প্রবীর ঘোষ এবং ঘাটাল থেকে লড়ছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। এদিন আইএসএফের সঙ্গে জোট ভাঙার দায় প্রসঙ্গে বিমান বসু বলেন, "ওদের আন্তরিকতার অভাব ছিল ৷"

শোনা গিয়েছিল লোকসভা নির্বাচনে লড়তে আইএসএফের সঙ্গে গাঁটছড়া বাঁধবে রাজ্য সিপিএম ৷ তবে বৃহস্পতিবার দ্বিতীয় প্রার্থিতালিকা ঘোষণার সময় বামেদের সঙ্গে জোট ভাঙার কথা জানায় আইএসএফ ৷ এর জন্য সিপিএমকেই দায়ী করে আইএসএফ ৷ এর পরদিনই মুজফফর আহমেদ ভবন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

  • বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার

উত্তর 24 পরগনার বসিরহাটে সিপিআই প্রার্থী দেবে, এমনটা ঠিক ছিল ৷ এদিকে শেষ পর্যন্ত নিরাপদ সর্দারের নাম ঘোষণা করল সিপিএম ৷ সম্প্রতি সন্দেশখালিতে হিংসার ঘটনার সময় খবরের শিরোনামে উঠে আসেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ৷ 11 মার্চ সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে কলকাতা থেকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানায় নিয়ে যাওয়া হয় ৷ তার আগে নিরাপদ সর্দার দাবি করেছিলেন, গ্রামবাসীদের আন্দোলনে ভয় পেয়ে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশেই তাঁর নামে অভিযোগ করেছেন ৷

এদিকে 5 জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল শাহজাহান ৷ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মহিলাদের যৌন হেনস্থা, জমি দখল করে ভেড়ি করা সহ একাধিক অভিযোগে সন্দেশখালিতে গ্রামবাসীরা আন্দোলনে নামে ৷ তখন বাম বিধায়ক দাবি করেছিলেন, সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন । সে দলীয় নেতা-কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েছে । যদিও তাঁর এই দাবি সেই সময় নস্যাৎ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । সেই নিরাপদ সর্দারকেই এবার বসিরহাট থেকে প্রার্থী করল বামফ্রন্ট ৷

এদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের সন্দেশখালি শুধু রাজ্যই নয়, সারা দেশ এই কেন্দ্রের ফলাফলের দিকে তাকিয়ে আছে ৷ এখানে নিরাপদ সর্দারের প্রতিপক্ষ বিজেপির একেবারে আনকোরা রেখা পাত্র ৷ তিনি সন্দেশখালি আন্দোলনে মহিলাদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই রেখা পাত্রকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন ৷ 26 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রেখা পাত্রকে ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চের প্রথম থেকে 4 এপ্রিল পর্যন্ত রাজ্যে পাঁচ-পাঁচটি সভা করেছেন ৷ তার প্রত্যেকটিতে তিনি সন্দেশখালির কথা তুলেছেন ৷ অন্যদিকে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম ৷ তিনি 2014 সালে এখান থেকে লড়ে জিতেছিলেন ৷

  • ডায়মন্ড হারবারে প্রতীক উর

রাজ্যে হেভিওয়েট লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার ৷ এই কেন্দ্রে এবারেও প্রার্থী তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রে প্রার্থী হওয়ার কথা সদর্পে ঘোষণা করলেও 2 এপ্রিল জানা যায়, তাঁকে এই কেন্দ্রে প্রার্থী করতে নারাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ গতকাল অবশ্য এই কেন্দ্রে মজনু লস্করকে প্রার্থী করেছে আইএসএফ ৷ পরদিনই ডায়মন্ড হারবারে বাম ছাত্রনেতা প্রতীক উর রহমানের নাম ঘোষণা করল সিপিএম ৷ বিজেপি এখনও এই হাইভোল্টেজ কেন্দ্রে প্রার্থীর নাম জানায়নি ৷ এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন প্রতীক উর ৷ সেবার তিনি পরাজিত হন ৷ তাও এবার তাঁকেই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করেছে সিপিএম ৷

  • ব্যারাকপুর কেন্দ্রে দেবদূত ঘোষ

পেশায় তিনি অভিনেতা ৷ আর মনেপ্রাণে বামকর্মী দেবদূত ঘোষ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাঁর নামই ঘোষণা করল সিপিএম ৷ উত্তর 24 পরগনার ব্যারাকপুর কেন্দ্রটিও হাইভোল্টেজ ৷ সম্প্রতি এই কেন্দ্রে প্রার্থীপদ না-পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন সিং ৷ 2019 সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন এবং মোট ভোটের প্রায় 43 শতাংশ পেয়ে জয়ী হন ৷ পরে গেরুয়া শিবিরে মন কষাকষির জেরে 2022 সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন অর্জুন ৷ গত 10 মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা না-হওয়ায় ফের তিনি বিজেপিতে ফিরে যাবেন বলে ঠিক করেন ৷ এদিন ব্যারাকপুর কেন্দ্রে মন্ত্রী পার্থ ভৌমিককে দাঁড় করায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এরপর 15 মার্চ অর্জুন সিংয়ের ঘর ওয়াপসি হয় ৷ ফের দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ৷ এরপরই ব্যারাকপুর থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি ৷ এহেন হেভিওয়েট কেন্দ্রে অর্জুন-পার্থর মুখোমুখি হচ্ছেন বামনেতা দেবদূত ৷ প্রতীক উরের মতো তিনিও 2021 সালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেবার পরাজিত হন ৷ তাও দল এমন একটি কেন্দ্রে দেবদূতের উপরই ভরসা করেছে ৷

প্রার্থী হয়ে নিজের অনুভূতির কথা তিনি জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ৷ তিনি বলেন, "দেশের এবং রাজ্যের যে অবস্থা, তাতে আমাদের বামপন্থীদের রাস্তায় নেমে লড়াই করতে হবে ৷ সেখানে লোকসভা একটা অবকাশ ৷" ঘাটালে লড়ছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় ৷ এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের দু-দু'বারের সাংসদ অভিনেতা দেব এবং বিজেপি বিধায়ক হিরণ ৷

আরও পড়ুন:

  1. বিশবাঁও জলে জোট ! ডায়মন্ড হারবার-যাদবপুরে প্রার্থী দেবে নওশাদের দল
  2. প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান
  3. ভোট প্রচারে বেরিয়ে জলকেলিতে ব্যস্ত সৌগত, দেখুন ভিডিয়ো
Last Updated : Apr 5, 2024, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.