কলকাতা, 13 মে: জনগণের টাকায় চলা সিপিএমের পূর্ণ সময়ের কর্মী সৃজন ভট্টাচার্য। তাঁর মাসিক ভাতা দলীয় তথ্য অনুযায়ী 6 হাজার 400 টাকা। তবে যাদবপুর কেন্দ্রে মনোয়ন পত্রের সঙ্গে যে হলফনামা সৃজন দিয়েছেন তাতে তাঁর সম্পত্তির খতিয়ান দেখে অনেকেইর চোখ কপালে উঠবে। ব্যাঙ্ক ব্যালেন্স, এককালীন আমানত থেকে মিউচ্যুয়াল ফান্ড বা ফ্ল্যাট, বাড়ি সব মিলিয়ে বাম প্রার্থী সৃজনের সম্পত্তির পরিমাণ পেরিয়েছে কোটি টাকার উপর। তিন বছরে সম্পত্তির পরিমাণ বেড়েছে 30 লক্ষ টাকারও বেশি।
বছর তিন আগে সিপিএমের তরুণ ব্রিগেডের অন্যতম মুখ ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুগলির সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে। সেই সময় মনোয়নের সঙ্গে হলফনামায় সৃজন জানিয়েছিলেন, তাঁর স্থাবর, অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ ছিল 59 লাখ 5 হাজার 403 টাকা। তাতে কসবার ফ্ল্যাট থেকে শান্তিনিকেতনের বাড়ির উল্লেখ ছিল। তিন বছরের মাথায় ফের লোকসভায় তিনি সিপিএম প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন। সৃজন নিজেকে হলফনামায় পার্টির পূর্ণ সময়ের কর্মী দেখিয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে কানাঘুষোও শুরু হয়েছে। অনেকেই পালটা যুক্তি দিচ্ছেন, পারিবারিক স্বচ্ছলতা থেকে শুরু করে স্ত্রীর আয়ের বিষয়ও।
সৃজন ভট্টাচার্যের স্থাবর সম্পত্তির পরিমাণ:
প্রার্থীর নামে 11টি ফিক্সড ডিপোজিট ও মিউচ্যুয়াল ফান্ড আছে। জীবন বীমা আছে 18টি। স্ত্রীর নামে একটি এনএসসি, পিপিএফ এবং 30 গ্রাম সোনা আছে। এছাড়াও যৌথভাবে আছে কসবায় একটি ফ্ল্যাট ও শান্তিনিকেতনে একটি বাড়ি।
সৃজন ভট্টাচার্যের অস্থাবর সম্পত্তির পরিমাণ:
বিধানসভা ভোটের সময় 19 লক্ষ 48 হাজার 826 টাকা ব্যাঙ্কে ছিল গচ্ছিত ৷ সৃজন ভট্টাচার্যের বর্তমানে জমা করা হলফনামা অনুসারে, স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পত্তি পরিমাণ 1 কোটি 71 লক্ষ 81 টাকা। সৃজনের হাতে নগদ আছে 2500 টাকা। সৃজনের এসবিআই যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার অ্যাকাউন্টে আছে 8 লক্ষ 5 হাজার টাকা। এই অ্যাকাউন্টের টাকা তিনি নির্বাচনী খরচ চালাচ্ছেন বলে জানিয়েছেন। এসবিআই বালিগঞ্জ শাখায় 1 লক্ষ 36 হাজার 569 টাকা আছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক কসবা শাখায় 1 লক্ষ 31 হাজার 536 টাকা। আর একটি যৌথ অ্যাকাউন্ট আছে তাঁর ৷ সেই অ্যাকাউন্টে অবশ্য কোনও টাকা নেই।
সৃজন ভট্টাচার্যের পারিবারিক সম্পত্তির খতিয়ান:
স্ত্রী তৈশালীর অস্থাবর সম্পত্তি টাকার অঙ্কে 41 লক্ষ 7 হাজার 886 টাকা। স্থাবর কিছু উল্লেখ করা নেই ৷ স্ত্রীর হাতে নগদ আছে 6000 টাকা। স্ত্রীর দুটি অ্যাকাউন্টে কমবেশি 70 হাজার টাকা আছে। সিপিএম সূত্রে খবর, আর্থিকভাবে স্বচ্ছল পরিবার সৃজনের। বাবা চিকিৎসক, মা ও দিদার বড় অংশের সম্পত্তি তাঁর নামে করা হয়েছে। পাশাপশি স্ত্রী তৌশালী অধ্যাপিকা। ফলে বর্তমান পরিস্থিতিতে এই টাকা কোটি পেরোলেও সেটা অস্বাভাবিক কিছুই নয়।
আরও পড়ুন
বাড়ি-গাড়ি নেই, 36 লক্ষ টাকা ঋণের বোঝা ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেকের ঘাড়ে
হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা