ETV Bharat / state

পুলিশের পর তন্ময়কে ক্লিনচিট সিপিআইএমের ! তদন্ত কমিশনের রিপোর্টের পর সাসপেনশন প্রত্যাহার - CPIM WITHDRAWS TANMAY SUSPENSION

তবে, কী আছে তদন্ত কমিশনের রিপোর্টে, সেই নিয়ে রয়েছে জল্পনা ৷ সাসপেনশন প্রত্যাহারের পর সিপিআইএমের সব কাজে অংশ নিতে পারবেন তন্ময় ভট্টাচার্য ৷

CPIM WITHDRAWS TANMAY SUSPENSION
যৌন হেনস্তার অভিযোগে দলীয় সাসপেশন উঠল সিপিআইএমের তন্ময় ভট্টাচার্যের ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2024, 9:13 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: যৌন হেনস্তার অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে পুলিশি তদন্তে আস্থা রাখল সিপিআইএমের তদন্ত কমিশন ! 48 দিন পর সাসপেনশন তুলে নিল সিপিআইএম ৷ ব্যারাকপুর কমিশনারেটের 'ক্লিনচিট' পাওয়ার পরেই সিপিআইএমের তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়েছে রাজ্য কমিটির কাছে ৷ তারপরেই তন্ময়কে নিয়ে এই সিদ্ধান্ত নিল কাস্তে-হাতুড়ি শিবির ৷

মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে দিন পনেরো আগে ব্যারাকপুর পুলিশ তাঁকে 'ক্লিনচিট' দিয়েছে বলে জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য ৷ এমনকি শনিবার সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটি তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছে ৷ আর এ দিন থেকেই তিনি সিপিআইএম দলের যাবতীয় কাজে অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে ৷ তবে, তন্ময়ের বিরুদ্ধে সিপিআইএমের তদন্ত কমিটির রিপোর্ট রাজ্য কমিটির কাছে বিবেচনাধীন রয়েছে এখনও ৷

যৌন হেনস্তার অভিযোগে দলীয় সাসপেশন উঠল সিপিআইএমের তন্ময় ভট্টাচার্যের ৷ (ইটিভি ভারত)

সিপিআইএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, "গতকাল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন আমাদের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যকে যে সাসপেন্ড করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে ৷ অর্থাৎ, এখন থেকে তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করবেন ৷"

এ নিয়ে তন্ময় ভট্টাচার্যের বক্তব্য, "শুক্রবার আমাকে আলিমুদ্দিনে ডেকে পাঠিয়েছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তখনও ঘুণাক্ষরেও জানতে পারিনি আমার উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ৷ আজ যখন জেলা পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে মৃণাল চক্রবর্তী পোস্ট করে জানালেন, তখন আমি বিষয়টি জানতে পারলাম ৷ এজন্য পার্টির কাছে আমি কৃতজ্ঞ ৷"

CPIM WITHDRAWS TANMAY SUSPENSION
সাসপেনশন প্রত্যাহারের পর সাংবাদিক বৈঠক তন্ময় ভট্টাচার্যের ৷ (নিজস্ব চিত্র)

কিন্তু, সাসপেন্ড করার সময় সাংবাদিক বৈঠক করে মহম্মদ সেলিম ঘোষণা করেছিলেন ৷ সাসপেনশন প্রত্যাহারের সময় এত লুকোছাপা কেন ? এ নিয়ে তন্ময় ভট্টাচার্য নিজে কিছু না-বললেও, তাঁর ঘনিষ্ঠরা প্রশ্ন তুলেছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক তন্ময়-ঘনিষ্ঠ এক নেতার কথায়, "অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করা হয়েছিল ৷ কিন্তু, যখন প্রত্যাহার হল, তখন সেভাবে করা হল না ৷ এটা নিয়ে তো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে দলের ভিতরেই !"

তবে, তন্ময়ের দাবি মতো সত্যি কি মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে ব্যারাকপুর কমিশনারেট তাঁকে ক্লিনচিট দিয়েছে ! এ নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এক পদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয় ইটিভি ভারতের সঙ্গে ৷ তন্ময়কে ক্লিনচিট দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি ৷ তবে, বিষয়টি খারিজও করেননি তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "বিষয়টি আদালতে বিচারাধীন ৷ যা বলার আমরা রিপোর্টে আদালতে জানাব ৷"

তবে, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সাসপেন্ড করা হয়েছিল তদন্ত চলা পর্যন্ত ৷ তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে ৷ তাই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে ৷ তদন্তের রিপোর্টে কী রয়েছে ৷ তার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সে বিষয়ে কিছু বলা হয়নি ৷"

প্রসঙ্গত, তন্ময়ের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে হেনস্তা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে গত 27 অক্টোবর ৷ ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল ৷

কলকাতা, 14 ডিসেম্বর: যৌন হেনস্তার অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে নিয়ে পুলিশি তদন্তে আস্থা রাখল সিপিআইএমের তদন্ত কমিশন ! 48 দিন পর সাসপেনশন তুলে নিল সিপিআইএম ৷ ব্যারাকপুর কমিশনারেটের 'ক্লিনচিট' পাওয়ার পরেই সিপিআইএমের তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়েছে রাজ্য কমিটির কাছে ৷ তারপরেই তন্ময়কে নিয়ে এই সিদ্ধান্ত নিল কাস্তে-হাতুড়ি শিবির ৷

মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে দিন পনেরো আগে ব্যারাকপুর পুলিশ তাঁকে 'ক্লিনচিট' দিয়েছে বলে জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য ৷ এমনকি শনিবার সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটি তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছে ৷ আর এ দিন থেকেই তিনি সিপিআইএম দলের যাবতীয় কাজে অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে ৷ তবে, তন্ময়ের বিরুদ্ধে সিপিআইএমের তদন্ত কমিটির রিপোর্ট রাজ্য কমিটির কাছে বিবেচনাধীন রয়েছে এখনও ৷

যৌন হেনস্তার অভিযোগে দলীয় সাসপেশন উঠল সিপিআইএমের তন্ময় ভট্টাচার্যের ৷ (ইটিভি ভারত)

সিপিআইএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, "গতকাল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন আমাদের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যকে যে সাসপেন্ড করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে ৷ অর্থাৎ, এখন থেকে তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করবেন ৷"

এ নিয়ে তন্ময় ভট্টাচার্যের বক্তব্য, "শুক্রবার আমাকে আলিমুদ্দিনে ডেকে পাঠিয়েছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তখনও ঘুণাক্ষরেও জানতে পারিনি আমার উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ৷ আজ যখন জেলা পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে মৃণাল চক্রবর্তী পোস্ট করে জানালেন, তখন আমি বিষয়টি জানতে পারলাম ৷ এজন্য পার্টির কাছে আমি কৃতজ্ঞ ৷"

CPIM WITHDRAWS TANMAY SUSPENSION
সাসপেনশন প্রত্যাহারের পর সাংবাদিক বৈঠক তন্ময় ভট্টাচার্যের ৷ (নিজস্ব চিত্র)

কিন্তু, সাসপেন্ড করার সময় সাংবাদিক বৈঠক করে মহম্মদ সেলিম ঘোষণা করেছিলেন ৷ সাসপেনশন প্রত্যাহারের সময় এত লুকোছাপা কেন ? এ নিয়ে তন্ময় ভট্টাচার্য নিজে কিছু না-বললেও, তাঁর ঘনিষ্ঠরা প্রশ্ন তুলেছেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক তন্ময়-ঘনিষ্ঠ এক নেতার কথায়, "অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করা হয়েছিল ৷ কিন্তু, যখন প্রত্যাহার হল, তখন সেভাবে করা হল না ৷ এটা নিয়ে তো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে দলের ভিতরেই !"

তবে, তন্ময়ের দাবি মতো সত্যি কি মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে ব্যারাকপুর কমিশনারেট তাঁকে ক্লিনচিট দিয়েছে ! এ নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এক পদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয় ইটিভি ভারতের সঙ্গে ৷ তন্ময়কে ক্লিনচিট দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি ৷ তবে, বিষয়টি খারিজও করেননি তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "বিষয়টি আদালতে বিচারাধীন ৷ যা বলার আমরা রিপোর্টে আদালতে জানাব ৷"

তবে, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সাসপেন্ড করা হয়েছিল তদন্ত চলা পর্যন্ত ৷ তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে ৷ তাই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে ৷ তদন্তের রিপোর্টে কী রয়েছে ৷ তার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সে বিষয়ে কিছু বলা হয়নি ৷"

প্রসঙ্গত, তন্ময়ের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে হেনস্তা এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে গত 27 অক্টোবর ৷ ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.