ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে গণ ‘ডিজিটাল চিঠি’ পাঠাচ্ছে সিপিএম - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: অন্যদের মতো আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছে সিপিএম-ও ৷ তারা এবার গণ-চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে ৷ এই চিঠি তারা ডিজিটালি পাঠাতে চলেছে ৷

RG Kar Doctor Rape and Murder
দেশের প্রধান বিচারপতির কাছে গণ ‘ডিজিটাল চিঠি’ পাঠাচ্ছে সিপিএম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 8:45 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে গণ ‘ডিজিটাল চিঠি’ পাঠাতে চলেছে সিপিএম ৷ এই নিয়ে সিপিএমের তরফে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে । আবেদন করা হয়েছে, আরজি কর-কাণ্ডে দ্রুত বিচার পাওয়ার যে দাবি তারা তুলেছে, তাদের সঙ্গে সহমত হলে লিংকের মাধ্যমে প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে তাঁদের নাম, ফোন নম্বর যুক্ত করতে । এই ডিজিটাল চিঠি যাবে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে ।

এই চিঠিতে মূলত তিনটি দাবি রাখা হয়েছে প্রধান বিচারপতির কাছে । প্রথমটি হল, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা দিতে হবে । দ্বিতীয় হল, প্রমাণ ধংসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নিতে হবে । তৃতীয় হল, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে গণ ‘ডিজিটাল চিঠি’ পাঠাচ্ছে সিপিএম (সিপিএম থেকে পাঠানো)

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথমদিন থেকেই পথে নেমে প্রতিবাদ করেছে সিপিএম ও তার শাখা সংগঠনগুলি ৷ তাছাড়া এই ঘটনার বিচার যাতে দ্রুত হয়, সেই কারণে বিচার ব্য়বস্থার উপরও এই নিয়ে সিপিএম চাপ তৈরি করতে চায় বলে জানিয়েছিল ৷

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইতিমধ্যেই জানিয়েছিলেন, জনগণের কাছে গিয়ে লাখো লাখো সই সংগ্রহ করে পাঠানো হবে দেশের প্রধান বিচারপতির কাছে । তার আগেই এবার ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে প্রধান বিচারপতিকে গণ চিঠি পাঠাতে চলেছে সিপিএম ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে গণ ‘ডিজিটাল চিঠি’ পাঠাতে চলেছে সিপিএম ৷ এই নিয়ে সিপিএমের তরফে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে । আবেদন করা হয়েছে, আরজি কর-কাণ্ডে দ্রুত বিচার পাওয়ার যে দাবি তারা তুলেছে, তাদের সঙ্গে সহমত হলে লিংকের মাধ্যমে প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে তাঁদের নাম, ফোন নম্বর যুক্ত করতে । এই ডিজিটাল চিঠি যাবে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে ।

এই চিঠিতে মূলত তিনটি দাবি রাখা হয়েছে প্রধান বিচারপতির কাছে । প্রথমটি হল, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা দিতে হবে । দ্বিতীয় হল, প্রমাণ ধংসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নিতে হবে । তৃতীয় হল, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে গণ ‘ডিজিটাল চিঠি’ পাঠাচ্ছে সিপিএম (সিপিএম থেকে পাঠানো)

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথমদিন থেকেই পথে নেমে প্রতিবাদ করেছে সিপিএম ও তার শাখা সংগঠনগুলি ৷ তাছাড়া এই ঘটনার বিচার যাতে দ্রুত হয়, সেই কারণে বিচার ব্য়বস্থার উপরও এই নিয়ে সিপিএম চাপ তৈরি করতে চায় বলে জানিয়েছিল ৷

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইতিমধ্যেই জানিয়েছিলেন, জনগণের কাছে গিয়ে লাখো লাখো সই সংগ্রহ করে পাঠানো হবে দেশের প্রধান বিচারপতির কাছে । তার আগেই এবার ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে প্রধান বিচারপতিকে গণ চিঠি পাঠাতে চলেছে সিপিএম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.