ETV Bharat / state

ছাপা অতীত, রঙিন ইস্তাহারে ঝকঝকে ডিজিটাল সিপিএম - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CPM Election Manifesto: সিপিএমের ইস্তাহারে রয়েছে পরিবেশ রক্ষা থেকে সমলিঙ্গ বা পরিবর্তনকামীদের দাবি মেটানোর আশ্বাস । রয়েছে কৃষি, শিল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে অল্প কথায় একগুচ্ছ প্রতিশ্রুতি । বেকারত্বের হাহাকারের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনাও জানিয়েছে তারা ।

CPIM Election Manifesto
চটি বই অতীত, লোগো দিয়ে রঙিন লেখায় ডিজিটাল মাধ্যমে ইশতেহার সিপিএমের ৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 9:33 PM IST

Updated : Apr 5, 2024, 9:51 PM IST

কলকাতা, 5 এপ্রিল: গাঢ় লাল প্রচ্ছদের মাঝে 'কাস্তে হাতুড়ি-তারা' চিহ্ন দেওয়া পাতলা বই এখন অতীত। এবার সব অংশের মানুষের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিতে অভিনব কায়দায় ডিজিটাল ইস্তাহার প্রকাশ করল সিপিএম। এই ইস্তাহারে রয়েছে পরিবেশ রক্ষা থেকে সমলিঙ্গ বা পরিবর্তনকামীদের দাবি মেটানোর আশ্বাস। রয়েছে কৃষি, শিল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতিও। ডিজিটাল মাধ্যমে অভিনব কায়দায় প্রচারকেই হাতিয়ার করে জনমনে দাগ কাটতে চাইছে সিপিএমের তরুণ ব্রিগেড।

সেখানে বলা হয়েছে সমস্ত ধরনের ডিজিটাল নজরদারি বন্ধ হবে। বেশ কয়েক বছর ধরে একাধিক নজরদারির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রটেকশন অ্যাক্ট বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। সংবিধান ও গণতন্ত্র রক্ষা, ইউএপিএ, আফসপা-এর মতো আইন বাতিলের পাশাপাশি বিরোধীদের কণ্ঠরোধ বন্ধ করা হবে না বলেও দাবি করা হয়েছে প্রতিশ্রুতি-পত্রে ।

বেকারত্বের হাহাকারের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে বাম শিবির। ইস্তাহারে বলা হয়েছে, পরিকল্পনা কমিশন পুনরায় চালু হবে। বাড়ানো হবে কর্পোরেট কর। হবে পেট্রোল শুল্ক প্রত্যাহারও। পাবলিক সেক্টরে বরাদ্দ বৃদ্ধি করার কথাও বলেছে বামেরা। নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিল করার কথাও জানিয়েছে তারা।

CPM Election Manifesto
সিপিএম-এর এই ইশতেহারে রয়েছে কৃষি, শিল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে অল্প কথায় একগুচ্ছ প্রতিশ্রুতি ।

অন্যদিকে, শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িক মেরুকরণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বাম শিবির । মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক ভাবনা-চিন্তাও প্রকাশ করেছে তারা । আইনসভায় 33 শতাংশ মহিলা সংরক্ষণ, প্রাপ্ত সম্পত্তিতে সমানাধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনার কথাও রয়েছে। 100 দিনের কাজের বরাদ্দ দ্বিগুণ করা এবং সরকারি শূন্য পদে নিয়োগ করার কথাও জানিয়েছে তারা ৷

এছাড়া সিপিএমের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কাশ্মীরে 370 ধারা ও 35 এ অনুচ্ছেদ ফিরিয়ে আনা। আছে শ্রমিকদের ন্যূনতম মজুরির স্থির করার কথাও। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের সঙ্গেই মনিপুর পরিস্থিতি শান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। এছাড়াও গো গ্রিন ট্যাগ দিয়ে সিপিএমের প্রতিশ্রুতি, স্বচ্ছ এনভায়রনমেন্টআল ইমপ্যাক্ট অ্যাসমেন্ট ও ক্লিয়ারেন্স, গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য পদক্ষেপ করা । জাতীয় পরিবেশ নীতি কার্যকরী করা। প্রতিশ্রুতিতে আছে ট্রান্স জেন্ডার আইন সংশোধন, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানে তাঁদের সংরক্ষণ থেকে শুরু করে সমলিঙ্গের বিয়েকে আইনে স্বীকৃতি দেওয়া । সবটাই টিজার দিয়ে পয়েন্ট করে সুন্দর রঙিন লোগোয় তুলে ধরেছে সিপিএম । ফলে ঘরের কোনায় ফেলে রাখা চটি বই নয়, একদম স্মার্টফোনের স্ক্রিনে রঙিন আকষর্ণীয় লোগো-ছবিতে একাধিক দাবি-প্রতিশ্রুতি আম জনতার নজরে এনেছে সিপিএমের তরুণ ব্রিগেড ।

আরও পড়ুন:

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বাম ছাত্রনেতা প্রতীক উর, ব্যারাকপুরে দেবদূত

প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান

বিজ্ঞাপনের মাধ্যমে টাকার প্রলোভন দেখাচ্ছেন অভিষেক, কমিশনে সিপিএম

কলকাতা, 5 এপ্রিল: গাঢ় লাল প্রচ্ছদের মাঝে 'কাস্তে হাতুড়ি-তারা' চিহ্ন দেওয়া পাতলা বই এখন অতীত। এবার সব অংশের মানুষের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিতে অভিনব কায়দায় ডিজিটাল ইস্তাহার প্রকাশ করল সিপিএম। এই ইস্তাহারে রয়েছে পরিবেশ রক্ষা থেকে সমলিঙ্গ বা পরিবর্তনকামীদের দাবি মেটানোর আশ্বাস। রয়েছে কৃষি, শিল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতিও। ডিজিটাল মাধ্যমে অভিনব কায়দায় প্রচারকেই হাতিয়ার করে জনমনে দাগ কাটতে চাইছে সিপিএমের তরুণ ব্রিগেড।

সেখানে বলা হয়েছে সমস্ত ধরনের ডিজিটাল নজরদারি বন্ধ হবে। বেশ কয়েক বছর ধরে একাধিক নজরদারির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রটেকশন অ্যাক্ট বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। সংবিধান ও গণতন্ত্র রক্ষা, ইউএপিএ, আফসপা-এর মতো আইন বাতিলের পাশাপাশি বিরোধীদের কণ্ঠরোধ বন্ধ করা হবে না বলেও দাবি করা হয়েছে প্রতিশ্রুতি-পত্রে ।

বেকারত্বের হাহাকারের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে বাম শিবির। ইস্তাহারে বলা হয়েছে, পরিকল্পনা কমিশন পুনরায় চালু হবে। বাড়ানো হবে কর্পোরেট কর। হবে পেট্রোল শুল্ক প্রত্যাহারও। পাবলিক সেক্টরে বরাদ্দ বৃদ্ধি করার কথাও বলেছে বামেরা। নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিল করার কথাও জানিয়েছে তারা।

CPM Election Manifesto
সিপিএম-এর এই ইশতেহারে রয়েছে কৃষি, শিল্প থেকে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে অল্প কথায় একগুচ্ছ প্রতিশ্রুতি ।

অন্যদিকে, শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িক মেরুকরণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বাম শিবির । মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক ভাবনা-চিন্তাও প্রকাশ করেছে তারা । আইনসভায় 33 শতাংশ মহিলা সংরক্ষণ, প্রাপ্ত সম্পত্তিতে সমানাধিকার, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আনার কথাও রয়েছে। 100 দিনের কাজের বরাদ্দ দ্বিগুণ করা এবং সরকারি শূন্য পদে নিয়োগ করার কথাও জানিয়েছে তারা ৷

এছাড়া সিপিএমের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কাশ্মীরে 370 ধারা ও 35 এ অনুচ্ছেদ ফিরিয়ে আনা। আছে শ্রমিকদের ন্যূনতম মজুরির স্থির করার কথাও। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের সঙ্গেই মনিপুর পরিস্থিতি শান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। এছাড়াও গো গ্রিন ট্যাগ দিয়ে সিপিএমের প্রতিশ্রুতি, স্বচ্ছ এনভায়রনমেন্টআল ইমপ্যাক্ট অ্যাসমেন্ট ও ক্লিয়ারেন্স, গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য পদক্ষেপ করা । জাতীয় পরিবেশ নীতি কার্যকরী করা। প্রতিশ্রুতিতে আছে ট্রান্স জেন্ডার আইন সংশোধন, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানে তাঁদের সংরক্ষণ থেকে শুরু করে সমলিঙ্গের বিয়েকে আইনে স্বীকৃতি দেওয়া । সবটাই টিজার দিয়ে পয়েন্ট করে সুন্দর রঙিন লোগোয় তুলে ধরেছে সিপিএম । ফলে ঘরের কোনায় ফেলে রাখা চটি বই নয়, একদম স্মার্টফোনের স্ক্রিনে রঙিন আকষর্ণীয় লোগো-ছবিতে একাধিক দাবি-প্রতিশ্রুতি আম জনতার নজরে এনেছে সিপিএমের তরুণ ব্রিগেড ।

আরও পড়ুন:

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বাম ছাত্রনেতা প্রতীক উর, ব্যারাকপুরে দেবদূত

প্রার্থী না হওয়া থেকে জোট প্রসঙ্গ, ইটিভি ভারতে অকপট ভাইজান

বিজ্ঞাপনের মাধ্যমে টাকার প্রলোভন দেখাচ্ছেন অভিষেক, কমিশনে সিপিএম

Last Updated : Apr 5, 2024, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.