ETV Bharat / state

ধর্নামঞ্চে হামলার পরিকল্পনা ! অডিয়ো-কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা কলতান - Kalatan Dasgupta Arrested

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 11:09 AM IST

Updated : Sep 14, 2024, 1:00 PM IST

DYFI Leader Kalatan Dasgupta: জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলার পরিকল্পনা ৷ শুক্রবার একটি অডিয়ো প্রকাশ্য়ে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেই তদন্তে নেমে গ্রেফতার করা হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে ৷

DYFI Leader Kalatan Dasgupta
গ্রেফতার সিপিএম নেতা কলতান (ইটিভি ভারত)

কলকাতা, 14 সেপ্টেম্বর: গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত । জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলা সংক্রান্ত একটি অডিয়ো ভাইরাল হয় ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই অডিয়ো প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে । পরে আদালতে তোলা হলে 20 তারিখ পর্যন্ত কলতান এবং সঞ্জীবকে জেল হেফাজতের নির্দেশ দেন বিধাননগর আদালতের বিচারক ।

সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য কলতান ৷ বিধাননগর কমিশন সূত্রে খবর, ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, ষড়যন্ত্র, হামলার পরিকল্পনা-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে কলতানের নামে ৷ তাঁকে প্রথমে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও গ্রেফতারির পর কলতানের দাবি, নির্যাতিতার বিচার চাইছেন তাঁরা ৷ তাঁদের আন্দোলনের দিক থেকে নজর ঘোরানোর জন্যই এটি করা হয়েছে ৷ সমস্তটাই ষড়যন্ত্র ৷

কড়া প্রতিক্রিয়া সিপিআইএমের

অন্যদিকে, কলতানের গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ও সুজন চক্রবর্তী ৷ কুণালের শোনানো ওই অডিয়ো ক্লিপটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি ৷ ঘটনায় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছেন শতরূপ ঘোষও ৷

কলকাতার প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘একেবারেই কাঁচা পরিকল্পনা ৷ পুলিশের আগে কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে অডিয়ো ক্লিপের সম্পর্কে ও তার উৎস সম্পর্কে নিশ্চিৎ হওয়া উচিত ছিল ৷ তার বদলে আন্দোলনটাকে ধংস করার চেষ্টা হচ্ছে ৷ আমরা এই বিষয়ে শেষ পর্যন্ত দেখব ৷’’

আরও পড়ুন:

অডিয়ো ক্লিপ সত্য, জানাল পুলিশ

অডিয়ো ক্লিপিংয়ের ‘সত্যতা রয়েছে’ বলে জানিয়ে দিলেন বিধাননগর কমিশনারের শীর্ষ পুলিশ কর্তারা । শনিবার সকাল সাড়ে 11টা নাগাদ বিধাননগর কমিশনার (সদর) দফতরে একটি সাংবাদিক সম্মেলন করে ডিসিপি (বিধাননগর) অনীশ সরকার বলেন, “বিশেষজ্ঞদের দিয়ে ভাইরাল অডিয়ো ক্লিপিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে । তা আদালতেও পেশ করা হবে। অডিয়ো-কাণ্ডে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সঞ্জীব ঘোষ হালতুর বাসিন্দা ৷ তাঁকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে ৷ অন্যদিকে কলতান সিপিএমের যুব সংগঠনের নেতা ৷ সঞ্জীব ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছে, অডিয়োর গলা তারই ৷ দু’জনকেই কোর্টে তোলা হচ্ছে ৷ 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে ৷’’

কুণালের দাবি

শুক্রবার কুণাল ঘোষ দাবি করেছিলেন, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে ৷ একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে এই দাবি করেন তৃণমূল নেতা ৷ এরপরই তড়িঘড়ি বিধাননগর কমিশনারেটের তরফে মামলা রুজু করা হয়। ফোনের আইপি অ্যাড্রেস ধরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ শুক্রবার রাতেই হালতু থেকে সঞ্জীব দাস ওরফে বুবলাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ।

এদিন কলতানের গ্রেফতারির পর ফের এক্স পোস্ট করেছেন কুণাল ৷ তৃণমূল নেতা লিখেছেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি !আর বিরোধীদের অডিয়ো বেরোলে সেটা চক্রান্ত ? অডিয়ো তো ওদের শিবির থেকেই বাইরে । সুজনদারা বলুন, গলা কলতানের কি না ? সরকারকে বিপাকে ফেলতে চিকিৎসকদের ধরনায় যারা অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত ফাঁস বলে রাগ ।’’

আরও পড়ুন:

কলকাতা, 14 সেপ্টেম্বর: গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত । জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলা সংক্রান্ত একটি অডিয়ো ভাইরাল হয় ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই অডিয়ো প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে । পরে আদালতে তোলা হলে 20 তারিখ পর্যন্ত কলতান এবং সঞ্জীবকে জেল হেফাজতের নির্দেশ দেন বিধাননগর আদালতের বিচারক ।

সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য কলতান ৷ বিধাননগর কমিশন সূত্রে খবর, ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, ষড়যন্ত্র, হামলার পরিকল্পনা-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে কলতানের নামে ৷ তাঁকে প্রথমে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও গ্রেফতারির পর কলতানের দাবি, নির্যাতিতার বিচার চাইছেন তাঁরা ৷ তাঁদের আন্দোলনের দিক থেকে নজর ঘোরানোর জন্যই এটি করা হয়েছে ৷ সমস্তটাই ষড়যন্ত্র ৷

কড়া প্রতিক্রিয়া সিপিআইএমের

অন্যদিকে, কলতানের গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ও সুজন চক্রবর্তী ৷ কুণালের শোনানো ওই অডিয়ো ক্লিপটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি ৷ ঘটনায় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছেন শতরূপ ঘোষও ৷

কলকাতার প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘একেবারেই কাঁচা পরিকল্পনা ৷ পুলিশের আগে কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে অডিয়ো ক্লিপের সম্পর্কে ও তার উৎস সম্পর্কে নিশ্চিৎ হওয়া উচিত ছিল ৷ তার বদলে আন্দোলনটাকে ধংস করার চেষ্টা হচ্ছে ৷ আমরা এই বিষয়ে শেষ পর্যন্ত দেখব ৷’’

আরও পড়ুন:

অডিয়ো ক্লিপ সত্য, জানাল পুলিশ

অডিয়ো ক্লিপিংয়ের ‘সত্যতা রয়েছে’ বলে জানিয়ে দিলেন বিধাননগর কমিশনারের শীর্ষ পুলিশ কর্তারা । শনিবার সকাল সাড়ে 11টা নাগাদ বিধাননগর কমিশনার (সদর) দফতরে একটি সাংবাদিক সম্মেলন করে ডিসিপি (বিধাননগর) অনীশ সরকার বলেন, “বিশেষজ্ঞদের দিয়ে ভাইরাল অডিয়ো ক্লিপিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে । তা আদালতেও পেশ করা হবে। অডিয়ো-কাণ্ডে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সঞ্জীব ঘোষ হালতুর বাসিন্দা ৷ তাঁকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে ৷ অন্যদিকে কলতান সিপিএমের যুব সংগঠনের নেতা ৷ সঞ্জীব ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছে, অডিয়োর গলা তারই ৷ দু’জনকেই কোর্টে তোলা হচ্ছে ৷ 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে ৷’’

কুণালের দাবি

শুক্রবার কুণাল ঘোষ দাবি করেছিলেন, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে ৷ একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে এই দাবি করেন তৃণমূল নেতা ৷ এরপরই তড়িঘড়ি বিধাননগর কমিশনারেটের তরফে মামলা রুজু করা হয়। ফোনের আইপি অ্যাড্রেস ধরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ শুক্রবার রাতেই হালতু থেকে সঞ্জীব দাস ওরফে বুবলাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ।

এদিন কলতানের গ্রেফতারির পর ফের এক্স পোস্ট করেছেন কুণাল ৷ তৃণমূল নেতা লিখেছেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি !আর বিরোধীদের অডিয়ো বেরোলে সেটা চক্রান্ত ? অডিয়ো তো ওদের শিবির থেকেই বাইরে । সুজনদারা বলুন, গলা কলতানের কি না ? সরকারকে বিপাকে ফেলতে চিকিৎসকদের ধরনায় যারা অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত ফাঁস বলে রাগ ।’’

আরও পড়ুন:

Last Updated : Sep 14, 2024, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.