কলকাতা, 14 সেপ্টেম্বর: গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত । জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলা সংক্রান্ত একটি অডিয়ো ভাইরাল হয় ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই অডিয়ো প্রকাশ্যে আনার পর তদন্তে নামে বিধাননগর সিটি পুলিশ ৷ গতকাল এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাসকে ৷ এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তকে । পরে আদালতে তোলা হলে 20 তারিখ পর্যন্ত কলতান এবং সঞ্জীবকে জেল হেফাজতের নির্দেশ দেন বিধাননগর আদালতের বিচারক ।
.@AITCofficial র বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি!!! আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত??? অডিও তো ওদের শিবির থেকেই বাইরে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 14, 2024
সুজনদারা বলুন, গলা কলতানের কি না?
সরকারকে বিপাকে ফেলতে J. Doctorদের ধরনায় যারা অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত ফাঁস বলে রাগ।
সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য কলতান ৷ বিধাননগর কমিশন সূত্রে খবর, ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়েছে । জানা গিয়েছে, ষড়যন্ত্র, হামলার পরিকল্পনা-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে কলতানের নামে ৷ তাঁকে প্রথমে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও গ্রেফতারির পর কলতানের দাবি, নির্যাতিতার বিচার চাইছেন তাঁরা ৷ তাঁদের আন্দোলনের দিক থেকে নজর ঘোরানোর জন্যই এটি করা হয়েছে ৷ সমস্তটাই ষড়যন্ত্র ৷
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2024
কড়া প্রতিক্রিয়া সিপিআইএমের
অন্যদিকে, কলতানের গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ও সুজন চক্রবর্তী ৷ কুণালের শোনানো ওই অডিয়ো ক্লিপটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি ৷ ঘটনায় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেছেন শতরূপ ঘোষও ৷
কলকাতার প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘একেবারেই কাঁচা পরিকল্পনা ৷ পুলিশের আগে কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে অডিয়ো ক্লিপের সম্পর্কে ও তার উৎস সম্পর্কে নিশ্চিৎ হওয়া উচিত ছিল ৷ তার বদলে আন্দোলনটাকে ধংস করার চেষ্টা হচ্ছে ৷ আমরা এই বিষয়ে শেষ পর্যন্ত দেখব ৷’’
অডিয়ো ক্লিপ সত্য, জানাল পুলিশ
অডিয়ো ক্লিপিংয়ের ‘সত্যতা রয়েছে’ বলে জানিয়ে দিলেন বিধাননগর কমিশনারের শীর্ষ পুলিশ কর্তারা । শনিবার সকাল সাড়ে 11টা নাগাদ বিধাননগর কমিশনার (সদর) দফতরে একটি সাংবাদিক সম্মেলন করে ডিসিপি (বিধাননগর) অনীশ সরকার বলেন, “বিশেষজ্ঞদের দিয়ে ভাইরাল অডিয়ো ক্লিপিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে । তা আদালতেও পেশ করা হবে। অডিয়ো-কাণ্ডে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সঞ্জীব ঘোষ হালতুর বাসিন্দা ৷ তাঁকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে ৷ অন্যদিকে কলতান সিপিএমের যুব সংগঠনের নেতা ৷ সঞ্জীব ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছে, অডিয়োর গলা তারই ৷ দু’জনকেই কোর্টে তোলা হচ্ছে ৷ 14 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে ৷’’
কুণালের দাবি
শুক্রবার কুণাল ঘোষ দাবি করেছিলেন, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে ৷ একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে এই দাবি করেন তৃণমূল নেতা ৷ এরপরই তড়িঘড়ি বিধাননগর কমিশনারেটের তরফে মামলা রুজু করা হয়। ফোনের আইপি অ্যাড্রেস ধরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ শুক্রবার রাতেই হালতু থেকে সঞ্জীব দাস ওরফে বুবলাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ।
এদিন কলতানের গ্রেফতারির পর ফের এক্স পোস্ট করেছেন কুণাল ৷ তৃণমূল নেতা লিখেছেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি !আর বিরোধীদের অডিয়ো বেরোলে সেটা চক্রান্ত ? অডিয়ো তো ওদের শিবির থেকেই বাইরে । সুজনদারা বলুন, গলা কলতানের কি না ? সরকারকে বিপাকে ফেলতে চিকিৎসকদের ধরনায় যারা অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত ফাঁস বলে রাগ ।’’