ETV Bharat / state

6 দিনের জেল হেফাজত শেষে আজ আদালতে পেশ সন্দীপ-অভিজিৎকে - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

RG Kar Doctor Rape and Murder Case: আজ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ গত শুনানিতে আদালতে বেশকিছু নতুন তথ্য তুলে ধরেছিলেন সিবিআইয়ের আইনজীবী ৷ সেই মতো আজ আরও নতুন কোনও তথ্যের উদঘাটন হয় কি না, সেদিকেই নজর ৷

RG Kar Doctor Rape and Murder Case
সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা আদালতে পেশ ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 30 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় আজ আবারও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সোমবার তাঁদের 6 দিনের জেল হেফাজত শেষ হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগের শুনানিতে সিবিআই-এর তরফে আদালতে বলা হয়েছিল, তাদের হাতে বেশকিছু ডিজিটাল নথি এসেছে ৷ সেগুলি যাচাই করার পর, প্রয়োজন মতো এই দু’জনকে ফের নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

গত শুনানিতে সিবিআই আদালতে জানিয়েছিল, 9 অগস্ট রাতের ঘটনার পর টালা থানায় বসে তথ্যপ্রমাণ লোপাটের পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ও আরও অনেক নথি সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে ৷ সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী ৷ উল্লেখ্য, গত 9 অগস্ট সকাল দশটার পর তৎকালীন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল টালা থানায় ঢুকেছিলেন ৷ কিন্তু, তার আগে পর্যন্ত তিনি কোথায় ছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে ৷

এমনকি সন্দীপ ঘোষকে জেরায় নতুন বেশ কয়েকজন চিকিৎসকের নাম উঠে এসেছে ৷ সেই দিকগুলিও খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ আরজি কর-কাণ্ডে চিকিৎসকদের উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত চিকিৎসক সুশান্তকুমার রায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ গত 25 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে সিবিআই দফতরে প্রবেশ করেছিলেন তিনি ৷ জিজ্ঞাসাবাদ শেষে সেই পিছনের গেট দিয়েই বেরিয়ে যান সুশান্তকুমার রায় ৷

আরজি কর-কাণ্ডে তথ্যপ্রামণ লোপাটের তদন্তে সিবিআই আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে চাইবে কি না, সেদিকে নজর থাকবে ৷ এর পাশাপাশি, নজর থাকবে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতেও ৷ সেখানে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহের জামিনে শুনানি রয়েছে ৷ সেই সঙ্গে সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় শুনানিও রয়েছে ৷ আজ বেলা 2টো থেকে সেই শুনানি শুরু হবে ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় আজ আবারও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সোমবার তাঁদের 6 দিনের জেল হেফাজত শেষ হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগের শুনানিতে সিবিআই-এর তরফে আদালতে বলা হয়েছিল, তাদের হাতে বেশকিছু ডিজিটাল নথি এসেছে ৷ সেগুলি যাচাই করার পর, প্রয়োজন মতো এই দু’জনকে ফের নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

গত শুনানিতে সিবিআই আদালতে জানিয়েছিল, 9 অগস্ট রাতের ঘটনার পর টালা থানায় বসে তথ্যপ্রমাণ লোপাটের পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ও আরও অনেক নথি সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে ৷ সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী ৷ উল্লেখ্য, গত 9 অগস্ট সকাল দশটার পর তৎকালীন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল টালা থানায় ঢুকেছিলেন ৷ কিন্তু, তার আগে পর্যন্ত তিনি কোথায় ছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে ৷

এমনকি সন্দীপ ঘোষকে জেরায় নতুন বেশ কয়েকজন চিকিৎসকের নাম উঠে এসেছে ৷ সেই দিকগুলিও খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ আরজি কর-কাণ্ডে চিকিৎসকদের উত্তরবঙ্গ লবির মাথা হিসেবে পরিচিত চিকিৎসক সুশান্তকুমার রায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ গত 25 সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে সিবিআই দফতরে প্রবেশ করেছিলেন তিনি ৷ জিজ্ঞাসাবাদ শেষে সেই পিছনের গেট দিয়েই বেরিয়ে যান সুশান্তকুমার রায় ৷

আরজি কর-কাণ্ডে তথ্যপ্রামণ লোপাটের তদন্তে সিবিআই আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে চাইবে কি না, সেদিকে নজর থাকবে ৷ এর পাশাপাশি, নজর থাকবে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতেও ৷ সেখানে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহের জামিনে শুনানি রয়েছে ৷ সেই সঙ্গে সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় শুনানিও রয়েছে ৷ আজ বেলা 2টো থেকে সেই শুনানি শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.