ETV Bharat / state

যুবতিকে গণধর্ষণ ও নাবালিকা বোনকে যৌন নির্যাতন, 5 যুবককে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ - পকসো আদালত

Imprisonment for Gang Rape: গণধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় 5 জনকে 20 বছরের কারাদণ্ড ও 20 হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিল মালদা জেলা স্পেশাল পকসো আদালত ৷ জরিমানার পুরো টাকা নির্যাতিতাদের দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারপতি ৷

Etv Bharat
যুবতিকে গণধর্ষণ ও নাবালিকা বোনকে যৌন নির্যাতনে 5 অভিযুক্তকে কারাদণ্ড আদালতের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 8:36 PM IST

যুবতিকে গণধর্ষণ ও নাবালিকা বোনকে যৌন নির্যাতনে 5 অভিযুক্তকে কারাদণ্ড আদালতের

মালদা, 2 ফেব্রুয়ারি: আদিবাসী যুবতিকে গণধর্ষণ ও তাঁর নাবালিকা বোনের যৌন নির্যাতনের ঘটনায় পাঁচ যুবককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা স্পেশাল পকসো আদালত । শুক্রবার দোষীদের 20 বছরের কারাদণ্ড ও 20 হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। জরিমানা না দিলে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।

এই বিষয়ে স্পেশাল পকসো কোর্টের আইনজীবী অসিতবরণ বসু জানান, 2021 সালের 8 জুন ঘটনাটি ঘটে । সেদিন রাত 11টা নাগাদ আদিবাসী দুই বোন বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় ওই একই বিয়ে বাড়ি থেকেই ফিরছিল পাঁচ যুবক । বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা রাস্তায় পাঁচ অভিযুক্ত দুই বোনকে আটকায় । জোসেন মার্ডি ও মদন কিস্কু নামে দুই যুবক 18 বছরের বড় বোনকে গণধর্ষণ করে । বাকি তিন অভিযুক্ত মনোরঞ্জন হাঁসদা, শৈলেন সোরেন ও বচ্চন হেমব্রম 16 বছর বয়সি নাবালিকা বোনকে তুলে পুকুর পাড়ে নিয়ে যায় । সেখানেই তারা নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় ।

বিষয়টি নজরে আসে স্থানীয় কিছু বাসিন্দাদের । এরপরেই তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান । চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও শৈলেন সোরেন পুকুরে ঝাঁপ দিলেও পালাতে পারেনি । স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন । পরদিন দুই বোনের বাবা হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় পুলিশ 13 অগস্ট চার্জশিট জমা দেয় । 22 জনের সাক্ষীগ্রহণের পর গত 30 জানুয়ারি আদালত পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।

অসিতবাবু আরও জানান, শুক্রবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশনস দ্বিতীয় কোর্ট তথা স্পেশাল পকসো আদালতের বিচারক রাজীব সাহা 376ডি ধারায় দোষীদের প্রত্যেকের 20 বছরের কারাদণ্ড ও 20 হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন ৷ তা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । যে জরিমানা করা হয়েছে তা পুরোটাই নির্যাতিত দুই বোনকে দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিচারক ।

আরও পড়ুন :

  1. কেরলের ছাত্রী খুনে দোষী মুর্শিদাবাদের বিজু মোল্লা, দ্বিগুণ যাবজ্জীবন কারাবাসের সাজা আদালতের
  2. নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
  3. অন্তঃসত্ত্বা মাকে খুন, শিশু সন্তানের সাক্ষ্যে খুনিদের যাবজ্জীবন সাজা দিল আদালত

যুবতিকে গণধর্ষণ ও নাবালিকা বোনকে যৌন নির্যাতনে 5 অভিযুক্তকে কারাদণ্ড আদালতের

মালদা, 2 ফেব্রুয়ারি: আদিবাসী যুবতিকে গণধর্ষণ ও তাঁর নাবালিকা বোনের যৌন নির্যাতনের ঘটনায় পাঁচ যুবককে দোষী সাব্যস্ত করল মালদা জেলা স্পেশাল পকসো আদালত । শুক্রবার দোষীদের 20 বছরের কারাদণ্ড ও 20 হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। জরিমানা না দিলে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।

এই বিষয়ে স্পেশাল পকসো কোর্টের আইনজীবী অসিতবরণ বসু জানান, 2021 সালের 8 জুন ঘটনাটি ঘটে । সেদিন রাত 11টা নাগাদ আদিবাসী দুই বোন বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় ওই একই বিয়ে বাড়ি থেকেই ফিরছিল পাঁচ যুবক । বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা রাস্তায় পাঁচ অভিযুক্ত দুই বোনকে আটকায় । জোসেন মার্ডি ও মদন কিস্কু নামে দুই যুবক 18 বছরের বড় বোনকে গণধর্ষণ করে । বাকি তিন অভিযুক্ত মনোরঞ্জন হাঁসদা, শৈলেন সোরেন ও বচ্চন হেমব্রম 16 বছর বয়সি নাবালিকা বোনকে তুলে পুকুর পাড়ে নিয়ে যায় । সেখানেই তারা নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় ।

বিষয়টি নজরে আসে স্থানীয় কিছু বাসিন্দাদের । এরপরেই তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান । চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও শৈলেন সোরেন পুকুরে ঝাঁপ দিলেও পালাতে পারেনি । স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন । পরদিন দুই বোনের বাবা হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় পুলিশ 13 অগস্ট চার্জশিট জমা দেয় । 22 জনের সাক্ষীগ্রহণের পর গত 30 জানুয়ারি আদালত পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।

অসিতবাবু আরও জানান, শুক্রবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশনস দ্বিতীয় কোর্ট তথা স্পেশাল পকসো আদালতের বিচারক রাজীব সাহা 376ডি ধারায় দোষীদের প্রত্যেকের 20 বছরের কারাদণ্ড ও 20 হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন ৷ তা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । যে জরিমানা করা হয়েছে তা পুরোটাই নির্যাতিত দুই বোনকে দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিচারক ।

আরও পড়ুন :

  1. কেরলের ছাত্রী খুনে দোষী মুর্শিদাবাদের বিজু মোল্লা, দ্বিগুণ যাবজ্জীবন কারাবাসের সাজা আদালতের
  2. নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
  3. অন্তঃসত্ত্বা মাকে খুন, শিশু সন্তানের সাক্ষ্যে খুনিদের যাবজ্জীবন সাজা দিল আদালত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.