ETV Bharat / state

বন্ধ ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার, দম্পতির মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য - Couple Body Recovered

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 7:39 PM IST

DEAD BODY RECOVERY: কলেজ পড়ুয়া মেয়ের মৃত্যু হওয়ার এক বছরের মধ্য়ে মিলল বাবা-মায়ের দেহ। মেয়ের মৃত্যুশোকে আত্মহত্যা নাকি অন্যকিছু ? তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Couple Body Recovered
দম্পতির পচাগলা দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)

বারাসত, 5 জুলাই: কলেজ পড়ুয়া মেয়ের মৃত্যু হয়েছে এক বছর আগে ৷ এরপরই বন্ধ ঘর থেকে উদ্ধার হল দম্পতির পচাগলা দেহ। আর সেই দেহ উদ্ধার ঘিরেই ধন্ধে পুলিশ। সূত্রের খবর, মৃতদেহের পাশে মিলেছে সুইসাইড নোট। যেখানে স্বামী-স্ত্রী মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলেই জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দম্পতির পচাগলা দেহ উদ্ধার (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম রঞ্জন মণ্ডল (40) এবং মৌসুমী মণ্ডল (35)। মর্মান্তিক এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা ধরে নিলেও এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । মর্মান্তিক এই ঘটনায় মুষড়ে পড়েছেন পরিবারের লোকজন ।

স্থানীয় সূত্রে খবর, বারাসত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সপ্তর্ষী নগরে বাড়ি ওই দম্পতির । একবছর আগে হঠাতই একমাত্র মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বাড়িতেই । কলেজ পড়ুয়া মেয়ের মৃত্যু মন থেকে মেনে নিতে পারেননি দম্পতি। আত্মীয়দের দাবি, মেয়ের শোকে সবসময় ভারাক্রান্ত হয়ে থাকতেন রঞ্জন এবং মৌসুমী। সেকারণে আগেও একবার তাঁরা আত্মহত্যার চেষ্টা করছিলেন । কিন্তু সেবার পরিবারের লোকজন সতর্ক থাকায় সেই চেষ্টা বিফল হয় ৷ এবার পরিবারের অলক্ষ্যে নিজেদের জীবন শেষ করেন দু'জনেই ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে স্বামী-স্ত্রী দু'জনেরই মোবাইল সুইচড অফ ছিল। মোবাইল বন্ধ থাকায় আত্মীয়-স্বজনরা ভেবেছিলেন বাইরে কোথাও তীর্থস্থানে গিয়েছেন ওই দম্পতি । শুক্রবার সকাল থেকেই দুর্গন্ধ বেরোতে শুরু করে। এলাকার লোকজনই স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে পুলিশ দেখতে পায়, স্বামী-স্ত্রী'র পচাগলা দেহ পড়ে রয়েছে বিছানায়। এরপর প্লাস্টিকে মুড়িয়ে দেহ দুটি উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে।

বারাসত, 5 জুলাই: কলেজ পড়ুয়া মেয়ের মৃত্যু হয়েছে এক বছর আগে ৷ এরপরই বন্ধ ঘর থেকে উদ্ধার হল দম্পতির পচাগলা দেহ। আর সেই দেহ উদ্ধার ঘিরেই ধন্ধে পুলিশ। সূত্রের খবর, মৃতদেহের পাশে মিলেছে সুইসাইড নোট। যেখানে স্বামী-স্ত্রী মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলেই জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দম্পতির পচাগলা দেহ উদ্ধার (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম রঞ্জন মণ্ডল (40) এবং মৌসুমী মণ্ডল (35)। মর্মান্তিক এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা ধরে নিলেও এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । মর্মান্তিক এই ঘটনায় মুষড়ে পড়েছেন পরিবারের লোকজন ।

স্থানীয় সূত্রে খবর, বারাসত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সপ্তর্ষী নগরে বাড়ি ওই দম্পতির । একবছর আগে হঠাতই একমাত্র মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বাড়িতেই । কলেজ পড়ুয়া মেয়ের মৃত্যু মন থেকে মেনে নিতে পারেননি দম্পতি। আত্মীয়দের দাবি, মেয়ের শোকে সবসময় ভারাক্রান্ত হয়ে থাকতেন রঞ্জন এবং মৌসুমী। সেকারণে আগেও একবার তাঁরা আত্মহত্যার চেষ্টা করছিলেন । কিন্তু সেবার পরিবারের লোকজন সতর্ক থাকায় সেই চেষ্টা বিফল হয় ৷ এবার পরিবারের অলক্ষ্যে নিজেদের জীবন শেষ করেন দু'জনেই ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে স্বামী-স্ত্রী দু'জনেরই মোবাইল সুইচড অফ ছিল। মোবাইল বন্ধ থাকায় আত্মীয়-স্বজনরা ভেবেছিলেন বাইরে কোথাও তীর্থস্থানে গিয়েছেন ওই দম্পতি । শুক্রবার সকাল থেকেই দুর্গন্ধ বেরোতে শুরু করে। এলাকার লোকজনই স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে পুলিশ দেখতে পায়, স্বামী-স্ত্রী'র পচাগলা দেহ পড়ে রয়েছে বিছানায়। এরপর প্লাস্টিকে মুড়িয়ে দেহ দুটি উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.