ETV Bharat / state

5 বছর বেপাত্তা নিশীথ ! নাকি রাজ্যের বাধায় কাজ হয়নি ? কী বলছে কোচবিহার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Cooch behar MP Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের রিপোর্ট কার্ড খুললে দেখা যাবে যে, 5 বছরে সাংসদকে এলকায় বিশেষ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের ৷ আবার বিজেপির অভিযোগ, তিনি নাকি রাজ্যের বাধায় কাজ করতে পারেননি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 8:03 PM IST

নিশীথ প্রামাণিকের রিপোর্ট কার্ড

কোচবিহার, 7 এপ্রিল: 2019 সালে অপ্রত্যাশিতভাবে ভোটে জিতে হইচই ফেলে দিয়েছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি । তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকে ৷ পাঁচ বছর পার হয়ে গিয়েছে । এ বার হিসেব নিকেশ করার পালা । সাংসদ হিসেবে এলাকায় তাঁর অবদান কী ? তাঁর কাজের হিসেব নিকেশ নিয়ে কী বলছে জনতা জনার্দন ? স্থানীয়দের দেওয়া রিপোর্ট কার্ডে সাংসদ পাশ না ফেল ? তারই সুলুকসন্ধান চালিয়েছে ইটিভি ভারত ৷

আগে তৃণমূল যুবতে ছিলেন নিশীথ প্রামাণিক । দলবিরোধী কাজের অভিযোগে 2018 সালের ডিসেম্বর মাসে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় । এরপর 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপিতে যোগ দেন এবং দল তাঁকে প্রার্থী করে । সব জল্পনার অবসান ঘটিয়ে সে বার তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীকে 54 হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর আসন পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্বও পান তিনি ।

কোভিডকালের পরের তিন বছরে মোট সাড়ে 17 কোটি টাকা বরাদ্দ করা হয় কোচবিহারের সাংসদের জন্য ৷ এর মধ্যে তিনি খরচ করেছেন সাড়ে 9 কোটি টাকা ৷ বিজেপির দাবি, গত 5 বছরে রাজ্য সরকার তাঁকে সাংসদ উন্নয়ন তহবিল থেকে পাওয়া টাকা দিয়ে বিশেষ কোনও কাজ করতে দেয়নি । তবুও তিনি করেছেন একাধিক কাজ ৷ বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নিউ কোচবিহার রেলস্টেশনে চালু করেছেন নিশীথ প্রামাণিক । নিউ কোচবিহার রেলস্টেশনে চলমান সিঁড়ি, আন্তর্জাতিক মানের স্পোর্টস হাবেরও সূচনা করেছেন তিনি । এছাড়াও সাংসদ উন্নয়ন তহবিল থেকে বেশকিছু কাজ করেছেন ।

বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়ের কথায়, রাজ্য সরকার কাজ করতে দেয়নি । বিভিন্নভাবে বাধা দিয়েছে । তবুও বহু মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি । নিউ কোচবিহারে আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব করেছেন । বন্দেভারত চালু করেছেন । তবে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, 5 বছরে সাংসদ কোনও কাজই করেননি । এলাকায় দেখাই যায়নি সাংসদকে ।

গত পাঁচ বছরে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় তেমন কোনও কাজ করেননি বলে বিরোধীদের অভিযোগ থাকলেও, নিশীথ প্রামাণিক তাঁর চলন বলনে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছেন কোচবিহারে । অনেকটা দক্ষিণ ভারতীয় নেতাদের স্টাইলে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিরাট গাড়ির কনভয় নিয়ে তাঁর যাতায়াতে যুব সমাজের একটা অংশের কাছে তিনি আইকন হয়ে উঠেছেন । সংসদে উপস্থিতির হারও তাঁর ভালো নয় । তবে কোচবিহারের এই সাংসদকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জেলার বাসিন্দাদের মধ্যে । বিজেপি এবারও কোচবিহার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে নিশীথ প্রামাণিককে এবং জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী ৷

আরও পড়ুন:

  1. পাঁচ বছরে যাদবপুরের মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন মিমি চক্রবর্তী ?
  2. 5 বছরে দেখাই যায়নি সাংসদকে ! তবে উন্নয়ন ? একনজরে জগন্নাথ সরকারের রিপোর্ট কার্ড
  3. অনুব্রতহীন বীরভূমে ভোটে জিততে রিপোর্ট কার্ডই ভরসা শতাব্দীর

নিশীথ প্রামাণিকের রিপোর্ট কার্ড

কোচবিহার, 7 এপ্রিল: 2019 সালে অপ্রত্যাশিতভাবে ভোটে জিতে হইচই ফেলে দিয়েছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি । তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকে ৷ পাঁচ বছর পার হয়ে গিয়েছে । এ বার হিসেব নিকেশ করার পালা । সাংসদ হিসেবে এলাকায় তাঁর অবদান কী ? তাঁর কাজের হিসেব নিকেশ নিয়ে কী বলছে জনতা জনার্দন ? স্থানীয়দের দেওয়া রিপোর্ট কার্ডে সাংসদ পাশ না ফেল ? তারই সুলুকসন্ধান চালিয়েছে ইটিভি ভারত ৷

আগে তৃণমূল যুবতে ছিলেন নিশীথ প্রামাণিক । দলবিরোধী কাজের অভিযোগে 2018 সালের ডিসেম্বর মাসে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় । এরপর 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপিতে যোগ দেন এবং দল তাঁকে প্রার্থী করে । সব জল্পনার অবসান ঘটিয়ে সে বার তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীকে 54 হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর আসন পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্বও পান তিনি ।

কোভিডকালের পরের তিন বছরে মোট সাড়ে 17 কোটি টাকা বরাদ্দ করা হয় কোচবিহারের সাংসদের জন্য ৷ এর মধ্যে তিনি খরচ করেছেন সাড়ে 9 কোটি টাকা ৷ বিজেপির দাবি, গত 5 বছরে রাজ্য সরকার তাঁকে সাংসদ উন্নয়ন তহবিল থেকে পাওয়া টাকা দিয়ে বিশেষ কোনও কাজ করতে দেয়নি । তবুও তিনি করেছেন একাধিক কাজ ৷ বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নিউ কোচবিহার রেলস্টেশনে চালু করেছেন নিশীথ প্রামাণিক । নিউ কোচবিহার রেলস্টেশনে চলমান সিঁড়ি, আন্তর্জাতিক মানের স্পোর্টস হাবেরও সূচনা করেছেন তিনি । এছাড়াও সাংসদ উন্নয়ন তহবিল থেকে বেশকিছু কাজ করেছেন ।

বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়ের কথায়, রাজ্য সরকার কাজ করতে দেয়নি । বিভিন্নভাবে বাধা দিয়েছে । তবুও বহু মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি । নিউ কোচবিহারে আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব করেছেন । বন্দেভারত চালু করেছেন । তবে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, 5 বছরে সাংসদ কোনও কাজই করেননি । এলাকায় দেখাই যায়নি সাংসদকে ।

গত পাঁচ বছরে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় তেমন কোনও কাজ করেননি বলে বিরোধীদের অভিযোগ থাকলেও, নিশীথ প্রামাণিক তাঁর চলন বলনে কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছেন কোচবিহারে । অনেকটা দক্ষিণ ভারতীয় নেতাদের স্টাইলে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিরাট গাড়ির কনভয় নিয়ে তাঁর যাতায়াতে যুব সমাজের একটা অংশের কাছে তিনি আইকন হয়ে উঠেছেন । সংসদে উপস্থিতির হারও তাঁর ভালো নয় । তবে কোচবিহারের এই সাংসদকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জেলার বাসিন্দাদের মধ্যে । বিজেপি এবারও কোচবিহার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে নিশীথ প্রামাণিককে এবং জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী ৷

আরও পড়ুন:

  1. পাঁচ বছরে যাদবপুরের মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছেন মিমি চক্রবর্তী ?
  2. 5 বছরে দেখাই যায়নি সাংসদকে ! তবে উন্নয়ন ? একনজরে জগন্নাথ সরকারের রিপোর্ট কার্ড
  3. অনুব্রতহীন বীরভূমে ভোটে জিততে রিপোর্ট কার্ডই ভরসা শতাব্দীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.