ETV Bharat / state

কলেজ ছাত্রীকে গণধর্ষণ, 3 জনকে 25 বছরের কারাদণ্ড - Gangrape Convicts Imprisonment - GANGRAPE CONVICTS IMPRISONMENT

Rigorous Imprisonment to Gangrape Convicts: আরজি কর হাসপাতালের নির্যাতিতার হত্যার ঘটনায় দোষীদের বিচার চেয়ে আন্দোলন চলছে সারা রাজ্যে ৷ এই সময় কোচবিহারের ফাস্ট ট্র্যাক আদালত গণধর্ষণে অভিযুক্তদের কারাদণ্ডের নির্দেশ দিল ৷

Rigorous Imprisonment
গণধর্ষণে দোষীদের সশ্রম কারাদণ্ড (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 8:03 PM IST

Updated : Sep 6, 2024, 8:20 PM IST

কোচবিহার, 6 সেপ্টেম্বর: আরজি কর ইস্যুতে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই এক কলেজ ছাত্রীকে গণধর্ষণে দোষী 3 জনকে সশ্রম কারাদণ্ড দিল আদালত ৷ শুক্রবার কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) 3 যুবককে 25 বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ৷ এছাড়া তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ৷

গণধর্ষণের অপরাধে 3 অভিযুক্তকে সশ্রম কারাদণ্ড (ইটিভি ভারত)

আদালত সূত্রে জানা গিয়েছে, গত 2021 সালে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে ৷ ছাত্রীর পরিচিত যুবক ও তার সঙ্গে আরও দু'জন ছাত্রীকে ধর্ষণ করে ৷ কলেজ যাওয়ার পথে পূর্ব পরিচিত হওয়ার সুবাদে ওই কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায় এক যুবক ৷ সেখানে আগে থেকেই তার দুই বন্ধু ছিল ৷ পরে ওই যুবক ও তার দুই বন্ধু মিলে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে ৷

এর পাশাপাশি তারা মোবাইলে ওই নারকীয় দৃশ্যের ভিডিও রেকর্ড করে ৷ এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় ৷ প্রথমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারিতে টালবাহানা করলেও পরে শীতলকুচি থানার পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করে ৷ এরপর 3 বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষণা করেন বিচারক ৷ সাজাপ্রাপ্তরা হলেন জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া ৷ তাদের তিনজনের বাড়ি শীতলকুচি থানা এলাকায় ৷

সিনিয়র পাবলিক প্রসিকিউটর চঞ্চল চক্রবর্তী বলেন, "কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় 3 অভিযুক্তকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করল কোচবিহারের জেলা অতিরিক্ত দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) ৷" রায় বেরনোর পর নির্যাতিতার পরিবার জানায়, ফাঁসি হলে তারা খুশি হত ৷

কোচবিহার, 6 সেপ্টেম্বর: আরজি কর ইস্যুতে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই এক কলেজ ছাত্রীকে গণধর্ষণে দোষী 3 জনকে সশ্রম কারাদণ্ড দিল আদালত ৷ শুক্রবার কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) 3 যুবককে 25 বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ৷ এছাড়া তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ৷

গণধর্ষণের অপরাধে 3 অভিযুক্তকে সশ্রম কারাদণ্ড (ইটিভি ভারত)

আদালত সূত্রে জানা গিয়েছে, গত 2021 সালে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে ৷ ছাত্রীর পরিচিত যুবক ও তার সঙ্গে আরও দু'জন ছাত্রীকে ধর্ষণ করে ৷ কলেজ যাওয়ার পথে পূর্ব পরিচিত হওয়ার সুবাদে ওই কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যায় এক যুবক ৷ সেখানে আগে থেকেই তার দুই বন্ধু ছিল ৷ পরে ওই যুবক ও তার দুই বন্ধু মিলে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে ৷

এর পাশাপাশি তারা মোবাইলে ওই নারকীয় দৃশ্যের ভিডিও রেকর্ড করে ৷ এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় ৷ প্রথমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারিতে টালবাহানা করলেও পরে শীতলকুচি থানার পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করে ৷ এরপর 3 বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষণা করেন বিচারক ৷ সাজাপ্রাপ্তরা হলেন জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া ৷ তাদের তিনজনের বাড়ি শীতলকুচি থানা এলাকায় ৷

সিনিয়র পাবলিক প্রসিকিউটর চঞ্চল চক্রবর্তী বলেন, "কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় 3 অভিযুক্তকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা করল কোচবিহারের জেলা অতিরিক্ত দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট) ৷" রায় বেরনোর পর নির্যাতিতার পরিবার জানায়, ফাঁসি হলে তারা খুশি হত ৷

Last Updated : Sep 6, 2024, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.