কলকাতা, 1 সেপ্টেম্বর: প্রবল সমালোচনায় মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার। রবিবার তাঁর আগের করা মন্তব্য থেকে সরে এসে তিনি জানিয়েছেন, কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমা চাইছেন।
এদিন এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তৃণমূল সাংসদ লিখেছেন, "আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি বরাবর মহিলাদের অধিকার ও কল্যাণের পক্ষে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।" প্রসঙ্গত, সম্প্রতি এক প্রথম সারির নিউজ চ্যানের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাম আমলের কথা তুলে আনেন তৃণমূল সাংসদ। সেখানেই মহিলা চিকিৎসকদের উদ্দেশে তিনি যে বক্তব্য রেখছেন তা যথেষ্ট আপত্তিকর ছিল বলেই মত রাজনৈতিক মহলের একটা বড় অংশের।
এরপরই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও দেওয়া হয়। প্রশ্ন উঠছে, আরজি কর-কাণ্ডের মধ্যেই তাঁর এই মন্তব্যে বিতর্ক বাড়ছে বুঝতে পেরেই কি নিজের অবস্থান বদলালেন তৃণমূল সংসদ ? এদিকে কাকলি ঘোষ দোস্তিদারের এই বক্তব্যের প্রেক্ষিতে ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির চিকিৎসকেরা বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।
সাংসদের মন্তব্যে চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও এরপর ভুল বুঝতে পেরে পুরনো অবস্থান থেকে সরে আসলেন বারাসতের তৃণমূল সাংসদ। অন্যদিকে, এদিনই বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজ, বুদ্ধিজীবীদের একাংশ, জুনিয়র ডাক্তার এবং রূপান্তরকামীরা একযোগে পা মেলালেন মহামিছিলে ৷ ডাক উঠল, 'বিচার চায় আরজি কর' ৷ চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত সকল অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠল মিছিল থেকে ৷ ঘোষণা করা হয়েছে, যতদিন না-বিচার হচ্ছে, ততদিন রাস্তায় নেমে এই আন্দোলন জারি থাকবে ৷