ETV Bharat / state

কেন্দ্র বাহিনীর টহলদারিতে শুরু সমবায় ব্যাঙ্কের ভোট ! থমথমে কাঁথি - CONTAI COOPERATIVE BANK ELECTION

রবিবার সকাল 9টা থেকে শুরু হয়েছে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট ৷ ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত ৷ এরপর শুরু হবে গণনা ৷

CONTAI COOPERATIVE BANK ELECTION
কেন্দ্র বাহিনীর টহলদারিতে শুরু সমবায় ব্যাঙ্কের ভোট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2024, 12:27 PM IST

কাঁথি, 15 ডিসেম্বর: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে শুরু হল কাঁথি গ্রামীণ সমবায় ব্যাঙ্কের নির্বাচন ৷ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সমবায় সমিতি নির্বাচনে গন্ডগোল ছবি ধরা পড়ে । সেকারণে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । উল্লেখ্য, এই প্রথম সমবায় নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী।

রবিবার সকাল 9টা থেকে শুরু হয়েছে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কাঁথি 1, 2, 3, 4 ও এগরা ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ থমথমে পরিবেশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেওয়া হচ্ছে না । শুধু কাঁথি নয়, কলকাতায় ওই ব্যাঙ্কের বড়বাজার শাখাতেও ভোটগ্রহণ চলছে । মোট 14টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে । সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে ভোটগ্রহণ । তারপর শুরু হবে ভোট গণনা ।

কী বললেন ভোটার ও প্রার্থীরা ? (নিজস্ব চিত্র)

কাঁথি ও এগরার 5টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে । কাঁথি সমবায় ব্যাঙ্কে মোট 108 প্রতিনিধি পদের জন্য 381 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের 80 হাজার 480 জন ভোটার রয়েছেন । সমবায় সমিতির নির্বাচনের দায়িত্বে 1025 জন সরকারি কর্মী নিযুক্ত করা হয়েছে । যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ ৷

পড়ুন: অবশেষে খড়া কাটল ! হুগলিতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বড় জয় বামেদের

কাঁথি, 15 ডিসেম্বর: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে শুরু হল কাঁথি গ্রামীণ সমবায় ব্যাঙ্কের নির্বাচন ৷ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সমবায় সমিতি নির্বাচনে গন্ডগোল ছবি ধরা পড়ে । সেকারণে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । উল্লেখ্য, এই প্রথম সমবায় নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী।

রবিবার সকাল 9টা থেকে শুরু হয়েছে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কাঁথি 1, 2, 3, 4 ও এগরা ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ থমথমে পরিবেশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেওয়া হচ্ছে না । শুধু কাঁথি নয়, কলকাতায় ওই ব্যাঙ্কের বড়বাজার শাখাতেও ভোটগ্রহণ চলছে । মোট 14টি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে । সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে ভোটগ্রহণ । তারপর শুরু হবে ভোট গণনা ।

কী বললেন ভোটার ও প্রার্থীরা ? (নিজস্ব চিত্র)

কাঁথি ও এগরার 5টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে । কাঁথি সমবায় ব্যাঙ্কে মোট 108 প্রতিনিধি পদের জন্য 381 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের 80 হাজার 480 জন ভোটার রয়েছেন । সমবায় সমিতির নির্বাচনের দায়িত্বে 1025 জন সরকারি কর্মী নিযুক্ত করা হয়েছে । যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ ৷

পড়ুন: অবশেষে খড়া কাটল ! হুগলিতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বড় জয় বামেদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.