বোলপুর, 17 অক্টোবর: গ্যাসের সিলিন্ডারে ভর্তুকির নামে ভুয়ো কল করে অ্যাকাউন্ট ডিটেইলস নিয়ে প্রতারণার অভিযোগ বোলপুরে। এই মর্মে বোলপুর থানা-সহ সাইবার সেলে অভিযোগ জমা পড়েছে ৷ গ্রাহকদের সতর্ক করতে বোলপুরে এইচপি (হিন্দুস্তান পেট্রোলিয়াম) গ্যাসের অফিসে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে প্রতারণার অভিযোগ নতুন কিছু নয়, এবার গ্যাসের সিলিন্ডারের ভর্তুকির নামেও প্রতারণা।
এই রকম ফেক ফোন কলের শিকার হয়েছেন বোলপুরের ত্রিশূলাপট্টীর বাসিন্দা আবির সেন ৷ তিনি পাঁড়ুইয়ের বেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। তাঁকে ফোন করে বলা হয় গ্যাস সিলিন্ডারের ভর্তুকি অ্যাকাউন্টে ঢুকবে ৷ তার জন্য ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর-সহ যাবতীয় তথ্য দিন ৷
এমনকী, ভিডিয়ো কল করে ওই শিক্ষকের 3টি অ্যাকাউন্ট থেকে মোট 22 হাজার 900 টাকা কেটে নেওয়া হয় ৷ এই মর্মে এলাকার থানা-সহ বোলপুর সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে ৷ পাশাপাশি বোলপুরে এইচপি গ্যাসের ডিলার অফিসেও অভিযোগ জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, অনলাইনে প্রতারণা অভিযোগ ভুরি ভুরি। তার পদ্ধতিও অনেক ৷ কিন্তু, এবার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকির নামে ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। একাধিক ব্যাক্তি এই প্রতারণার শিকার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনেরও ৷
বোলপুরে এইচপি গ্যাসের ডিলার নিখিল মজুমদার বলেন, "আমরা ইতিমধ্যেই 7 থেকে 8টি প্রতারণার অভিযোগ পেয়েছি। পুলিশ থেকেও আমাকে ফোন করে বলা হয়েছে গ্রাহকদের সতর্ক করতে কী করেছেন ? আমরা বিজ্ঞপ্তি দিয়ে সতর্কও করেছি ৷ গ্যাসের ভর্তুকির জন্য আমরা কারও কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাই না ৷ কেউ ভুয়ো ফোন কলের শিকার হবেন না, ওটিপি দেবেন না এটাই অনুরোধ।"