ETV Bharat / state

সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও ! নিজাম প্যালেসে অভিযান কংগ্রেসের - Nizam Palace Abhijan

Nizam Palace Abhijan: সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন সিবিআই দফতরে অভিযান চালাল বড়বাজার জেলা কংগ্রেস ৷ তাদের স্লোগান, সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও ! যদিও এই আন্দোলনে তাদের সমর্থন নেই বলে আগেই জানিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷

ETV BHARAT
বড়বাজার কংগ্রেসের সিবিআই দফতর অভিযানে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 5:45 PM IST

Updated : Sep 4, 2024, 5:53 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য । দোষীর শাস্তি চেয়ে রাতের পর রাত জাগছেন বহু মানুষ । আজও রাত দখলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা ৷ এই আবহে সুবিচারের দাবিতে আজ সিবিআই দফতরে অভিযান চালাল বড়বাজার জেলা কংগ্রেস । এই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার পরিস্থিত তৈরি হল সিবিআই দফতরের সামনে ৷

নিজাম প্যালেসে অভিযান কংগ্রেসের (নিজস্ব ভিডিয়ো)

'সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও' - এই স্লোগানকে সামনে রেখে বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি কলকাতায় সিবিআইয়ের প্রধান দফতর নিজাম প্যালেস অভিযানের ডাক দেয় । অমিতাভ চক্রবর্তী ও সন্তোষ পাঠক এ বিষয়ে বলেন, "আগামী 5 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির নথি পেশ করবে । ঠিক তার আগের দিন সিবিআইকে হুঁশিয়ারি দিতে আমাদের নিজাম প্যালেস অভিযান ।"

যদিও এই কর্মসূচি প্রকাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করা হয় । সেই বিবৃতিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছিলেন, "প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আরজি কর-কাণ্ডে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তদন্ত সিবিআই করছে ৷ কলকাতা পুলিশ তথ্য-প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি, বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই ৷ আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী যে, সিবিআই প্রকৃত ঘটনার সত্য তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে । তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আপাতত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে সিবিআইয়ের বিরুদ্ধে কোনও আন্দোলন করছে না এবং কোনও আন্দোলনকে সমর্থন করছে না ।"

ETV BHARAT
বড়বাজার কংগ্রেসের সিবিআই দফতর অভিযান (নিজস্ব চিত্র)

তবে এদিন বিক্ষোভে অংশ নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "প্রদেশ নেতৃত্ব কী বলেছে সে বিষয়ে জানি না । তবে এটা তো বড়বাজার জেলা কংগ্রেসের ডাকে এই অভিযান । সেই অভিযানে সামিল হয়েছি । কারণ এর আগে, বহু ক্ষেত্রে সিবিআই যে সব মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে কোনও সুরাহা হয়নি । ফলে আরজি করের ক্ষেত্রেও যেন তেমনটা না ঘটে, তার জন্য সিবিআইয়ের উপর চাপ বাড়াতেই আজকের এই অভিযান ।"

এর আগে, গত 21 অগস্ট লালবাজার অভিযান করেছিলেন এই অধীর বিরোধী গোষ্ঠীর নেতারা । যদিও সে সময় প্রদেশ কংসের তরফে এমন কোনও বিবৃতি জারি করা হয়নি । ঠিক তেমনই, গত 29 অগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অধীরের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । যেখানে অধীর বিরোধী গোষ্ঠীর একাধিক নেতানেত্রীকে সামিল হতে দেখা যায় ।

কলকাতা, 4 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য । দোষীর শাস্তি চেয়ে রাতের পর রাত জাগছেন বহু মানুষ । আজও রাত দখলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা ৷ এই আবহে সুবিচারের দাবিতে আজ সিবিআই দফতরে অভিযান চালাল বড়বাজার জেলা কংগ্রেস । এই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার পরিস্থিত তৈরি হল সিবিআই দফতরের সামনে ৷

নিজাম প্যালেসে অভিযান কংগ্রেসের (নিজস্ব ভিডিয়ো)

'সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও' - এই স্লোগানকে সামনে রেখে বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি কলকাতায় সিবিআইয়ের প্রধান দফতর নিজাম প্যালেস অভিযানের ডাক দেয় । অমিতাভ চক্রবর্তী ও সন্তোষ পাঠক এ বিষয়ে বলেন, "আগামী 5 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির নথি পেশ করবে । ঠিক তার আগের দিন সিবিআইকে হুঁশিয়ারি দিতে আমাদের নিজাম প্যালেস অভিযান ।"

যদিও এই কর্মসূচি প্রকাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করা হয় । সেই বিবৃতিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছিলেন, "প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আরজি কর-কাণ্ডে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তদন্ত সিবিআই করছে ৷ কলকাতা পুলিশ তথ্য-প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি, বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই ৷ আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী যে, সিবিআই প্রকৃত ঘটনার সত্য তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে । তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আপাতত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে সিবিআইয়ের বিরুদ্ধে কোনও আন্দোলন করছে না এবং কোনও আন্দোলনকে সমর্থন করছে না ।"

ETV BHARAT
বড়বাজার কংগ্রেসের সিবিআই দফতর অভিযান (নিজস্ব চিত্র)

তবে এদিন বিক্ষোভে অংশ নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "প্রদেশ নেতৃত্ব কী বলেছে সে বিষয়ে জানি না । তবে এটা তো বড়বাজার জেলা কংগ্রেসের ডাকে এই অভিযান । সেই অভিযানে সামিল হয়েছি । কারণ এর আগে, বহু ক্ষেত্রে সিবিআই যে সব মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে কোনও সুরাহা হয়নি । ফলে আরজি করের ক্ষেত্রেও যেন তেমনটা না ঘটে, তার জন্য সিবিআইয়ের উপর চাপ বাড়াতেই আজকের এই অভিযান ।"

এর আগে, গত 21 অগস্ট লালবাজার অভিযান করেছিলেন এই অধীর বিরোধী গোষ্ঠীর নেতারা । যদিও সে সময় প্রদেশ কংসের তরফে এমন কোনও বিবৃতি জারি করা হয়নি । ঠিক তেমনই, গত 29 অগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অধীরের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । যেখানে অধীর বিরোধী গোষ্ঠীর একাধিক নেতানেত্রীকে সামিল হতে দেখা যায় ।

Last Updated : Sep 4, 2024, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.